মনিরের শোতে তারার মেলা
লকডাউনের পর প্রথম বড় আয়োজনের ফ্যাশন শো অনুষ্ঠিত হয়ে গেল গত শনিবার সন্ধ্যায় গুলশানের একটি অভিজাত হোটেলে। মেকআপ আর্টিস্ট মনির হোসেনের প্রতিষ্ঠান ‘মনির বিউটি লাউঞ্জ’ আয়োজিত এই ফ্যাশন শোতে অংশ নেন দেশের একাধিক সুপারস্টার। কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন জনপ্রিয় তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। তখন তাদের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘দিন : দ্য ডে’র ট্রেইলার মুগ্ধ করে উপস্থিত দর্শকদের। দুটি ফ্যাশন কিউয়ের একটি ছিল ওয়েস্টার্ন পোশাকের, অন্যটি ব্রাইডাল সাজের। মনির ব্রাইডাল মেকআপের জন্য সুখ্যাত। এই কিউয়ে অংশ নেন টিভি, চলচ্চিত্র ও গানের তারকা নিরব, ইমন, রোশান, আসিফ খান, আইরিন, নিঝুম রুবিনা ও জান্নাত পুষ্প। বর ও বউয়ের সাজে অন্যতম আকর্ষণ ছিলেন জনপ্রিয় দুই চলচ্চিত্র তারকা ফেরদৌস আহমেদ ও অপু বিশ্বাস। এই অনুষ্ঠানের মাধ্যমে ওজন কমানোর পর এই প্রথম এ দুই তারকা জনসম্মুখে এলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন টিভি ও চলচ্চিত্রের পরিচিত মুখ ইমতু। ফ্যাশন শোর আগে দিনব্যাপী মনিরের পরিচালনায় ব্রাইডাল মেকআপের কর্মশালায় যোগ দেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা মেকআপ শিল্পীরা। তারকাদের হাত থেকে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়। মনির বলেন, ‘আমার যে মেধা ও দক্ষতা আছে তা সবার মাঝে ছড়িয়ে দিতেই এই আয়োজন। সবাই যেভাবে পাশে ছিলেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করার স্বপ্ন দেখি।’
শেয়ার করুন

লকডাউনের পর প্রথম বড় আয়োজনের ফ্যাশন শো অনুষ্ঠিত হয়ে গেল গত শনিবার সন্ধ্যায় গুলশানের একটি অভিজাত হোটেলে। মেকআপ আর্টিস্ট মনির হোসেনের প্রতিষ্ঠান ‘মনির বিউটি লাউঞ্জ’ আয়োজিত এই ফ্যাশন শোতে অংশ নেন দেশের একাধিক সুপারস্টার। কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন জনপ্রিয় তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। তখন তাদের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘দিন : দ্য ডে’র ট্রেইলার মুগ্ধ করে উপস্থিত দর্শকদের। দুটি ফ্যাশন কিউয়ের একটি ছিল ওয়েস্টার্ন পোশাকের, অন্যটি ব্রাইডাল সাজের। মনির ব্রাইডাল মেকআপের জন্য সুখ্যাত। এই কিউয়ে অংশ নেন টিভি, চলচ্চিত্র ও গানের তারকা নিরব, ইমন, রোশান, আসিফ খান, আইরিন, নিঝুম রুবিনা ও জান্নাত পুষ্প। বর ও বউয়ের সাজে অন্যতম আকর্ষণ ছিলেন জনপ্রিয় দুই চলচ্চিত্র তারকা ফেরদৌস আহমেদ ও অপু বিশ্বাস। এই অনুষ্ঠানের মাধ্যমে ওজন কমানোর পর এই প্রথম এ দুই তারকা জনসম্মুখে এলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন টিভি ও চলচ্চিত্রের পরিচিত মুখ ইমতু। ফ্যাশন শোর আগে দিনব্যাপী মনিরের পরিচালনায় ব্রাইডাল মেকআপের কর্মশালায় যোগ দেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা মেকআপ শিল্পীরা। তারকাদের হাত থেকে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়। মনির বলেন, ‘আমার যে মেধা ও দক্ষতা আছে তা সবার মাঝে ছড়িয়ে দিতেই এই আয়োজন। সবাই যেভাবে পাশে ছিলেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করার স্বপ্ন দেখি।’