স্বামীর স্ট্যাটাসই সেরা উপহার
গত সোমবার ৩৯-এ পা দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। প্রথমবার জন্মদিনে শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। বেশ কিছু কাজের সঙ্গে যুক্ত হয়েছেন সম্প্রতি। সেসব নিয়ে কথা বলেছেন তিনি
শুভেচ্ছা...
ফেইসবুকে আমার জন্ম তারিখ লুকিয়ে রাখা। তারপরও এত এত জন জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন যে, জবাবে ধন্যবাদ জানাতে গিয়ে দেখি ফেইসবুক আমার কমেন্ট আর নিচ্ছে না। ভালোবাসাপূর্ণ প্রতিটি শুভেচ্ছাবার্তার জবাব আমি প্রত্যেককেই আলাদাভাবে দেব। মানুষের ভালোবাসা সঞ্চয়ের চাইতে দামি সঞ্চয় আর কিছু নেই জীবনে। সবকিছুর মূল্য হয় কিন্তু ভালোবাসা অমূল্য। সবার ভালোবাসায় আমি আপ্লুত-কৃতজ্ঞচিত্ত। তবে জন্মদিনে এই প্রথমবার শ্যুটিং করে কাটাতে হয়েছে। তাই পরিবারের সঙ্গে একদিন আগেই ঘুরতে বেরিয়েছিলাম। আমার স্বামী একটি স্ট্যাটাসের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘তোমার মেয়ে সেই কবে তোমার নাম দিয়েছিল পাগল আগুনঝরা। এখনো তুমি বড্ড পাগল। আগুনের আতশবাজি এখনো তোমার পৃথিবীতে। এখনো বড্ড বেশি ভালোবাসো। বোকা বিশ্বাসে আপন ভাবো। ঠকে যাওয়ার অভিমানে অসুখে ভোগো। ভালো থাকো। এ রকমই থাকো।’ জন্মদিনে এটিই আমার সেরা উপহার।
ব্যস্ততা...
সরকারি অনুদানের ‘না বলা গল্প’ সিনেমার শ্যুটিং করছি। ছবিটি পরিচালনা করছেন পঙ্কজ পালিত। শ্যুটিংয়ে দম ফেলার সময় নেই। এখন এ সিনেমা নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না।
স্বপ্নবাজ...
অভিনয়শিল্পী হিসেবে আমি প্রচ- স্বপ্নবাজ। জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয় করে যেতে চাই। ভালো কাজের স্বপ্ন দেখি। ভিন্ন ধরনের চরিত্রের প্রতি লোভ সব সময়। নিজের কাজ কখনই আমাকে সন্তুষ্ট করে না। তবে বিভিন্ন সময় শ্যুটিং সেটে অন্যদের কাছে নিজের অভিনয়ের প্রশংসা শুনে খুব ভালোলাগে। ৩০ জনের বেশি সহকর্মী আমাকে শ্যুটিংয়ের সময় জানিয়েছেন, মোশাররফ করিম আমার অভিনয় পছন্দ করেন। আমার আড়ালে সেই প্রশংসা আমার কাজের অনুপ্রেরণা জোগায়।
নতুন কাজ...
এরই মধ্যে অনেকেই জেনে গেছেন এ সময়ের অন্যতম মেধাবী নির্মাতা আশফাক নিপুণের ‘কষ্টনীড়’ ওয়েব কনটেন্টে আমি অভিনয় করেছি। এটি ভারতীয় প্ল্যাটফর্ম হইচইয়ে আগামী ১৫ জানুয়ারি প্রকাশ হবে। এ ছাড়া সম্প্রতি কক্সবাজারে মোশাররফ করিমের সঙ্গে আমাদের সিক্যুয়েল নাটক ‘স্বর্ণমানব’-এর চতুর্থ কিস্তির কাজ করেছি। পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। আশা করছি দুটি কাজই দর্শকের খুব ভালো লাগবে।
ফ্যামিলি ক্রাইসিস...
সম্প্রতি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর শ্যুটিং শেষ করেছি। নাটকটির কল্যাণে আমাকে অনেকে ‘সালমা ভাবি’ বলে ডাকেন। এটা অভিনয়শিল্পী হিসেবে পরম পাওয়া। এখন দেশে ৩০টির মতো টিভি চ্যানেল, নেটফ্লিক্স, আমাজনের মতো সাইটসহ অনেক ওটিটি প্ল্যাটফর্ম আছে। তারপরও ধারাবাহিক নাটকের একটি চরিত্র থেকে বিপুল সাড়া পাওয়া অবিশ্বাস্য একটা ব্যাপার। এজন্য নির্মাতা মোস্তফা কামাল রাজকে ধন্যবাদ না দিয়ে পারি না। এ ছাড়া বেশ কিছু ধারাবাহিকে নিয়মিত কাজ করছি।
শেয়ার করুন

গত সোমবার ৩৯-এ পা দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। প্রথমবার জন্মদিনে শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। বেশ কিছু কাজের সঙ্গে যুক্ত হয়েছেন সম্প্রতি। সেসব নিয়ে কথা বলেছেন তিনি
শুভেচ্ছা...
ফেইসবুকে আমার জন্ম তারিখ লুকিয়ে রাখা। তারপরও এত এত জন জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন যে, জবাবে ধন্যবাদ জানাতে গিয়ে দেখি ফেইসবুক আমার কমেন্ট আর নিচ্ছে না। ভালোবাসাপূর্ণ প্রতিটি শুভেচ্ছাবার্তার জবাব আমি প্রত্যেককেই আলাদাভাবে দেব। মানুষের ভালোবাসা সঞ্চয়ের চাইতে দামি সঞ্চয় আর কিছু নেই জীবনে। সবকিছুর মূল্য হয় কিন্তু ভালোবাসা অমূল্য। সবার ভালোবাসায় আমি আপ্লুত-কৃতজ্ঞচিত্ত। তবে জন্মদিনে এই প্রথমবার শ্যুটিং করে কাটাতে হয়েছে। তাই পরিবারের সঙ্গে একদিন আগেই ঘুরতে বেরিয়েছিলাম। আমার স্বামী একটি স্ট্যাটাসের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘তোমার মেয়ে সেই কবে তোমার নাম দিয়েছিল পাগল আগুনঝরা। এখনো তুমি বড্ড পাগল। আগুনের আতশবাজি এখনো তোমার পৃথিবীতে। এখনো বড্ড বেশি ভালোবাসো। বোকা বিশ্বাসে আপন ভাবো। ঠকে যাওয়ার অভিমানে অসুখে ভোগো। ভালো থাকো। এ রকমই থাকো।’ জন্মদিনে এটিই আমার সেরা উপহার।
ব্যস্ততা...
সরকারি অনুদানের ‘না বলা গল্প’ সিনেমার শ্যুটিং করছি। ছবিটি পরিচালনা করছেন পঙ্কজ পালিত। শ্যুটিংয়ে দম ফেলার সময় নেই। এখন এ সিনেমা নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না।
স্বপ্নবাজ...
অভিনয়শিল্পী হিসেবে আমি প্রচ- স্বপ্নবাজ। জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয় করে যেতে চাই। ভালো কাজের স্বপ্ন দেখি। ভিন্ন ধরনের চরিত্রের প্রতি লোভ সব সময়। নিজের কাজ কখনই আমাকে সন্তুষ্ট করে না। তবে বিভিন্ন সময় শ্যুটিং সেটে অন্যদের কাছে নিজের অভিনয়ের প্রশংসা শুনে খুব ভালোলাগে। ৩০ জনের বেশি সহকর্মী আমাকে শ্যুটিংয়ের সময় জানিয়েছেন, মোশাররফ করিম আমার অভিনয় পছন্দ করেন। আমার আড়ালে সেই প্রশংসা আমার কাজের অনুপ্রেরণা জোগায়।
নতুন কাজ...
এরই মধ্যে অনেকেই জেনে গেছেন এ সময়ের অন্যতম মেধাবী নির্মাতা আশফাক নিপুণের ‘কষ্টনীড়’ ওয়েব কনটেন্টে আমি অভিনয় করেছি। এটি ভারতীয় প্ল্যাটফর্ম হইচইয়ে আগামী ১৫ জানুয়ারি প্রকাশ হবে। এ ছাড়া সম্প্রতি কক্সবাজারে মোশাররফ করিমের সঙ্গে আমাদের সিক্যুয়েল নাটক ‘স্বর্ণমানব’-এর চতুর্থ কিস্তির কাজ করেছি। পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। আশা করছি দুটি কাজই দর্শকের খুব ভালো লাগবে।
ফ্যামিলি ক্রাইসিস...
সম্প্রতি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর শ্যুটিং শেষ করেছি। নাটকটির কল্যাণে আমাকে অনেকে ‘সালমা ভাবি’ বলে ডাকেন। এটা অভিনয়শিল্পী হিসেবে পরম পাওয়া। এখন দেশে ৩০টির মতো টিভি চ্যানেল, নেটফ্লিক্স, আমাজনের মতো সাইটসহ অনেক ওটিটি প্ল্যাটফর্ম আছে। তারপরও ধারাবাহিক নাটকের একটি চরিত্র থেকে বিপুল সাড়া পাওয়া অবিশ্বাস্য একটা ব্যাপার। এজন্য নির্মাতা মোস্তফা কামাল রাজকে ধন্যবাদ না দিয়ে পারি না। এ ছাড়া বেশ কিছু ধারাবাহিকে নিয়মিত কাজ করছি।