হাবিব ওয়াহিদের তৃতীয় বিয়ে
তৃতীয়বারের মতো বিয়ে করলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীতপরিচালক হাবিব ওয়াহিদ। গত মঙ্গলবার দুপুরে বিষয়টি নিজেই জানিয়েছেন এই তারকা। হাবিব তার অফিশিয়াল ফেইসবুকে জানালেন, ‘প্রিয় ভক্তগণ, আমার ব্যক্তিগত জীবনে হঠাৎ ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে চাই। সম্প্রতি বিয়ে করলাম। স্ত্রীর নাম আফসানা চৌধুরী (শিফা)। আপনারা সবাই জানেন বৈশ্বিক মহামারীর কারণে সারা বিশ্ব বর্তমানে খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাই বিয়ের অনুষ্ঠানটি খুব সীমিত রাখা হয়েছে।’ ফেইসবুকে হাবিবের এই পোস্টের নিচে তার ভক্ত-অনুরাগীরা তাদের শুভকামনা জানিয়েছেন। তবে কখন বিয়ের কাজটি সেরেছেন তা উল্লেখ করেননি হাবিব। ছেলের বিয়ের বিস্তারিত জানেন না বাবা ফেরদৌস ওয়াহিদও। তিনি এখন মুন্সীগঞ্জের বাড়িতে। হাবিবের বিয়ে নিয়ে জানতে চাইলে তিনি বললেন, ‘আমিও শুনেছি, হাবিব বিয়ে করেছে।’ জানা গেছে, হাবিবের স্ত্রী শিফা ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগের ছাত্রী। পাশাপাশি নিয়মিত মডেলিং ও অভিনয় করছেন। প্রসঙ্গত, ২০০৩ সালে লুবায়না নামে এক তরুণীর সঙ্গে প্রথম বিয়ে হয় হাবিবের। মনের অমিলের কারণে প্রেমের সেই বিয়ে ভেঙে যায় অল্প সময়ের ব্যবধানে। এরপর ২০১১ সালের ১২ অক্টোবর পারিবারিক পছন্দে বিয়ে করেন চট্টগ্রামের মেয়ে রেহানকে। সেই সংসারও ভেঙে যায় ২০১৭ সালের ১৯ জানুয়ারি। এই সংসারে তার একটি ছেলেও রয়েছে।
শেয়ার করুন

তৃতীয়বারের মতো বিয়ে করলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীতপরিচালক হাবিব ওয়াহিদ। গত মঙ্গলবার দুপুরে বিষয়টি নিজেই জানিয়েছেন এই তারকা। হাবিব তার অফিশিয়াল ফেইসবুকে জানালেন, ‘প্রিয় ভক্তগণ, আমার ব্যক্তিগত জীবনে হঠাৎ ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে চাই। সম্প্রতি বিয়ে করলাম। স্ত্রীর নাম আফসানা চৌধুরী (শিফা)। আপনারা সবাই জানেন বৈশ্বিক মহামারীর কারণে সারা বিশ্ব বর্তমানে খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাই বিয়ের অনুষ্ঠানটি খুব সীমিত রাখা হয়েছে।’ ফেইসবুকে হাবিবের এই পোস্টের নিচে তার ভক্ত-অনুরাগীরা তাদের শুভকামনা জানিয়েছেন। তবে কখন বিয়ের কাজটি সেরেছেন তা উল্লেখ করেননি হাবিব। ছেলের বিয়ের বিস্তারিত জানেন না বাবা ফেরদৌস ওয়াহিদও। তিনি এখন মুন্সীগঞ্জের বাড়িতে। হাবিবের বিয়ে নিয়ে জানতে চাইলে তিনি বললেন, ‘আমিও শুনেছি, হাবিব বিয়ে করেছে।’ জানা গেছে, হাবিবের স্ত্রী শিফা ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগের ছাত্রী। পাশাপাশি নিয়মিত মডেলিং ও অভিনয় করছেন। প্রসঙ্গত, ২০০৩ সালে লুবায়না নামে এক তরুণীর সঙ্গে প্রথম বিয়ে হয় হাবিবের। মনের অমিলের কারণে প্রেমের সেই বিয়ে ভেঙে যায় অল্প সময়ের ব্যবধানে। এরপর ২০১১ সালের ১২ অক্টোবর পারিবারিক পছন্দে বিয়ে করেন চট্টগ্রামের মেয়ে রেহানকে। সেই সংসারও ভেঙে যায় ২০১৭ সালের ১৯ জানুয়ারি। এই সংসারে তার একটি ছেলেও রয়েছে।