চরিত্র নির্মাণ করেই সেটে দাঁড়াব
নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। গত বছর শেষ করেছেন ওয়েব প্ল্যাটফর্মের জন্য নির্মিত আরেকটি ছবির কাজ। হাতে আছে বেশ কিছু ছবি। এই তারকার সঙ্গে কথা বলেছেন রণ। ছবি : শেখ সাদি
রোজিনার ‘ফিরে দেখা’য়...
প্রথম সরকারি অনুদানের ছবিতে কাজ করছি। তাও আবার মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের সিনেমা। বরাবরই আমি মুক্তিযুদ্ধ নিয়ে আগ্রহী। কাজ করার আশা ছিল অনেক দিন থেকে। তা বড়পর্দায় হবে সেটা ভাবিনি। এই কাজের সুযোগ পেয়ে নিজেকে লাকি মনে করছি। শুধু তাই নয়, পরিচালক হিসেবে পাচ্ছি বিখ্যাত অভিনেত্রী রোজিনা ম্যামকে। নায়ক নিরবের সঙ্গেও আবার প্রথম কাজ। তিনি খুবই বন্ধুসুলভ। সহশিল্পী হিসেবে থাকবেন ইলিয়াস কাঞ্চন স্যার। মোটকথা অনেক গুণিজনের সমাহার এই সিনেমায়। কাজটি করে ভালো লাগবে বলে আশা করছি। পরিচালক বলেছেন, এই ছবিতে গ্রামের যে মেয়েটির চরিত্রে কাজ করব সেটির সঙ্গে আমাকে খুব মানাবে। আমি এখন চরিত্রটির খুঁটিনাটি নিয়ে কাজ করছি। চরিত্রটা নির্মাণ করেই সেটে দাঁড়াতে চাই। এতে কাজ খুব সহজ আর আরামদায়ক হয়। কাউকে ঝামেলায় না ফেলে কাজটি শেষ করা যায়।
শাকিবের পর তাহসান...
শাকিব খানের সঙ্গে ‘নবাব এলএলবি’ সিনেমাটির পর গত বছরের শেষের দিকে তাহসান খানের বিপরীতে ‘ছক’ নামের একটি সিনেমার শ্যুটিং শেষ করেছি। এর নির্মাতা গোলাম সোহরাব দোদুল। পরিচালক ও নায়ক দুজনের সঙ্গে এবারই প্রথম কাজ করলাম। দুজনই খুব পেশাদার, আন্তরিক। এটি একটি থ্রিলার গল্পের ছবি। ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে। কাজটি নিয়ে এখনই খুব বেশি কথা বলা যাবে না। থ্রিলারের মজা নষ্ট হয়ে যেতে পারে। সবাই কাজটি পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।
বিশ্রাম...
ছকের শ্যুটিংয়ের আগেই আমার পা ভেঙে যায়। চিকিৎসক এক মাসের বেড রেস্টে থাকতে বলেছিলেন। কিন্তু আমি এক সপ্তাহের মধ্যেই কাজ শুরু করি। তাই কাজ শেষ করে কিছুদিন বিশ্রামে ছিলাম। এর মধ্যে দুটি নতুন সিনেমায় কাজের কথা মোটামুটি পাকা হয়েছে। যে চরিত্রে অভিনয় করব তা ভাবার সময়ও পেয়েছি। আমি সেটে না গেলে কোনো কাজের কথা জানাতে চাই না।
অপেক্ষায়...
মুক্তির অপেক্ষায় আছে নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’ ও অনন্য মামুনের ‘বন্ধন’ সিনেমা দুটি। আমি আসলে সব ধরনের কাজ করতে চাই। সিনেমার ক্ষেত্রে কমার্শিয়াল, আর্টিস্টিক এসব বুঝি না। আবার বড়পর্দা, ছোটপর্দাও বুঝি না। তবে টেলিভিশন নাটককে বিদায় জানিয়েছি বেশ কয়েক বছর হলো। কারণ টিভি নাটকে মান ধরে রাখা কঠিন হচ্ছিল। তবে ওয়েবের জন্য কাজ করছি। হইচইয়ে আমার অভিনীত শর্টফিল্মটি বেশ সাড়া ফেলেছে। ভবিষ্যতেও ওয়েবে দারুণ সব কাজ করার ইচ্ছা।
শেয়ার করুন

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। গত বছর শেষ করেছেন ওয়েব প্ল্যাটফর্মের জন্য নির্মিত আরেকটি ছবির কাজ। হাতে আছে বেশ কিছু ছবি। এই তারকার সঙ্গে কথা বলেছেন রণ। ছবি : শেখ সাদি
রোজিনার ‘ফিরে দেখা’য়...
প্রথম সরকারি অনুদানের ছবিতে কাজ করছি। তাও আবার মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের সিনেমা। বরাবরই আমি মুক্তিযুদ্ধ নিয়ে আগ্রহী। কাজ করার আশা ছিল অনেক দিন থেকে। তা বড়পর্দায় হবে সেটা ভাবিনি। এই কাজের সুযোগ পেয়ে নিজেকে লাকি মনে করছি। শুধু তাই নয়, পরিচালক হিসেবে পাচ্ছি বিখ্যাত অভিনেত্রী রোজিনা ম্যামকে। নায়ক নিরবের সঙ্গেও আবার প্রথম কাজ। তিনি খুবই বন্ধুসুলভ। সহশিল্পী হিসেবে থাকবেন ইলিয়াস কাঞ্চন স্যার। মোটকথা অনেক গুণিজনের সমাহার এই সিনেমায়। কাজটি করে ভালো লাগবে বলে আশা করছি। পরিচালক বলেছেন, এই ছবিতে গ্রামের যে মেয়েটির চরিত্রে কাজ করব সেটির সঙ্গে আমাকে খুব মানাবে। আমি এখন চরিত্রটির খুঁটিনাটি নিয়ে কাজ করছি। চরিত্রটা নির্মাণ করেই সেটে দাঁড়াতে চাই। এতে কাজ খুব সহজ আর আরামদায়ক হয়। কাউকে ঝামেলায় না ফেলে কাজটি শেষ করা যায়।
শাকিবের পর তাহসান...
শাকিব খানের সঙ্গে ‘নবাব এলএলবি’ সিনেমাটির পর গত বছরের শেষের দিকে তাহসান খানের বিপরীতে ‘ছক’ নামের একটি সিনেমার শ্যুটিং শেষ করেছি। এর নির্মাতা গোলাম সোহরাব দোদুল। পরিচালক ও নায়ক দুজনের সঙ্গে এবারই প্রথম কাজ করলাম। দুজনই খুব পেশাদার, আন্তরিক। এটি একটি থ্রিলার গল্পের ছবি। ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে। কাজটি নিয়ে এখনই খুব বেশি কথা বলা যাবে না। থ্রিলারের মজা নষ্ট হয়ে যেতে পারে। সবাই কাজটি পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।
বিশ্রাম...
ছকের শ্যুটিংয়ের আগেই আমার পা ভেঙে যায়। চিকিৎসক এক মাসের বেড রেস্টে থাকতে বলেছিলেন। কিন্তু আমি এক সপ্তাহের মধ্যেই কাজ শুরু করি। তাই কাজ শেষ করে কিছুদিন বিশ্রামে ছিলাম। এর মধ্যে দুটি নতুন সিনেমায় কাজের কথা মোটামুটি পাকা হয়েছে। যে চরিত্রে অভিনয় করব তা ভাবার সময়ও পেয়েছি। আমি সেটে না গেলে কোনো কাজের কথা জানাতে চাই না।
অপেক্ষায়...
মুক্তির অপেক্ষায় আছে নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’ ও অনন্য মামুনের ‘বন্ধন’ সিনেমা দুটি। আমি আসলে সব ধরনের কাজ করতে চাই। সিনেমার ক্ষেত্রে কমার্শিয়াল, আর্টিস্টিক এসব বুঝি না। আবার বড়পর্দা, ছোটপর্দাও বুঝি না। তবে টেলিভিশন নাটককে বিদায় জানিয়েছি বেশ কয়েক বছর হলো। কারণ টিভি নাটকে মান ধরে রাখা কঠিন হচ্ছিল। তবে ওয়েবের জন্য কাজ করছি। হইচইয়ে আমার অভিনীত শর্টফিল্মটি বেশ সাড়া ফেলেছে। ভবিষ্যতেও ওয়েবে দারুণ সব কাজ করার ইচ্ছা।