তারিক আনামকে নিয়ে নতুন ছবি
অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’ ছবির জন্য এ বছর শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন প্রখ্যাত অভিনেতা তারিক আনাম খান। পুরস্কারপ্রাপ্তির পরপরই তাকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন মামুন। ছবির নাম ‘প্যাড’। যেখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তারিক আনামকে। অনন্য মামুন জানান, চলতি বছরই ‘প্যাড’ ছবি তৈরি হবে। পুরস্কারপ্রাপ্তির পর পরিচালককে ধন্যবাদও দিয়েছেন এই অভিনেতা। সেটা জানিয়ে অনন্য মামুন ফেইসবুকে লেখেন, ‘স্যার, এই বয়সে আপনি শ্রেষ্ঠ নায়ক! আমাকে ফোন করে বলেছিলেন, মামুন পুরস্কারটা তোমার। স্যার, আমি বলি পুরস্কারটা আমাদের ‘আবার বসন্ত’ টিমের। আপনাকে নিয়ে আরও একটা যুদ্ধে যাব! সিনেমার নাম ‘প্যাড’।’ অন্যদিকে, সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে মামুনকে। তবে তিনি মনে করেন, সিনেমা নির্মাণের জন্য সমিতির সদস্য থাকাটা জরুরি নয়। তিনি কাজ করে যাবেন। চলতি বছর তৈরি করবেন ৫টি ছবি। এগুলো হলো প্যাড, ক্রেজি, ঈদ মোবারক, ভাইজান-২ ও পাইলট।
শেয়ার করুন

অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’ ছবির জন্য এ বছর শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন প্রখ্যাত অভিনেতা তারিক আনাম খান। পুরস্কারপ্রাপ্তির পরপরই তাকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন মামুন। ছবির নাম ‘প্যাড’। যেখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তারিক আনামকে। অনন্য মামুন জানান, চলতি বছরই ‘প্যাড’ ছবি তৈরি হবে। পুরস্কারপ্রাপ্তির পর পরিচালককে ধন্যবাদও দিয়েছেন এই অভিনেতা। সেটা জানিয়ে অনন্য মামুন ফেইসবুকে লেখেন, ‘স্যার, এই বয়সে আপনি শ্রেষ্ঠ নায়ক! আমাকে ফোন করে বলেছিলেন, মামুন পুরস্কারটা তোমার। স্যার, আমি বলি পুরস্কারটা আমাদের ‘আবার বসন্ত’ টিমের। আপনাকে নিয়ে আরও একটা যুদ্ধে যাব! সিনেমার নাম ‘প্যাড’।’ অন্যদিকে, সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে মামুনকে। তবে তিনি মনে করেন, সিনেমা নির্মাণের জন্য সমিতির সদস্য থাকাটা জরুরি নয়। তিনি কাজ করে যাবেন। চলতি বছর তৈরি করবেন ৫টি ছবি। এগুলো হলো প্যাড, ক্রেজি, ঈদ মোবারক, ভাইজান-২ ও পাইলট।