শাবনূরের অভিনয় দেখে শিখি
মাসিদ রণ | ২৬ জানুয়ারি, ২০২১ ০০:০০
নতুন প্রজন্মের সম্ভাবনাময় চিত্রনায়িকা শিরিন শিলা। সম্প্রতি চিত্রনায়ক রোশানের বিপরীতে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
ফাইটার...
করোনার জন্য এক বছর কাজ করতে পারিনি আমরা কেউ। তবে এরমধ্যে বেশ কিছু কাজের কথা হয়েছে। তার মধ্যে ‘ফাইটার’ ছবিটি একটি। এটি পরিচালনা করবেন প্রযোজক হিসেবে সফল এমডি ইকবাল। আমার বিপরীতে আছেন রোশান। ছবির নাম শুনেই সবাই অনুমান করতে পারছেন এটি পরিপূর্ণ অ্যাকশন ঘরানার। বলতে গেলে নায়কপ্রধান ছবি। তবে দুজন নায়িকা থাকবেন। আমি করছি বস্তির একটি মেয়ের চরিত্র। রোশানের সঙ্গে আমার প্রথম কাজ হচ্ছে। পরীমণি আমার খুব ভালো বন্ধু। তার ‘রক্ত’ সিনেমা দেখতে গিয়ে রোশানকে ভালো লাগে। ওই ছবি দিয়েই রোশানের নায়ক হিসেবে যাত্রা শুরু। সেই থেকে রোশানও আমার ভালো বন্ধু। তাছাড়া পুরো গল্পটি পড়ে মনে হয়েছে ছবিটির অংশ আমি হতে পারি। আমি যেহেতু অনেকগুলো ছবিতে একক নায়িকা হিসেবে কাজ করেছি তাই কিছুতেই চাইব না দুই নায়িকার মধ্যে আমাকে কোনোভাবে পিছিয়ে রাখা হোক। সব হিসাব-নিকাশ করেই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি।
প্রস্তুতি...
আমাদের দেশে সাধারণত নায়িকারা বেশি মনোযোগী হয় অভিনয়, নাচ, সাজ পোশাকের দিকে। নায়করা মূলত ফাইটের দিকে মন দেয়। তাই নায়িকা হিসেবে যখন আমাকে অ্যাকশন দৃশ্যে কাজ করতে হয় তখন তার জন্য প্রস্তুতি খুব দরকার হয়। ‘ফাইটার’ ছবিটি অ্যাকশন ঘরানার হলেও আমার এখানে খুব একটা অ্যাকশন দৃশ্য নেই। তারপরও অল্প বিস্তর যা আছে তার জন্য কিছুটা প্রস্তুতি নেব। তবে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ওজন কমানো। লকডাউনে সবার কমবেশি ওজন বেড়ে গেছে। আমি এখন জিম শুরু করেছি, ডায়েট করছি, নৃত্যচর্চা করছি। অভিনয়ের জন্য প্রচুর ছবি দেখছি যেখানে নায়িকারা বস্তির মেয়ের চরিত্রে অভিনয় করেছে। এক্ষেত্রে শাবনূর আপু আমার আইডল। তার অভিনয় দেখে শিখি। শুধু তাই নয়, আমার চরিত্রের সাজ পোশাক কেমন হবে সে বিষয়েও ধারণা পাওয়া যায়।
আটকে থাকা ছবি...
এ পর্যন্ত ৫টি সিনেমা মুক্তি পেয়েছে। প্রথম ছবি ছিল শাকিব খানের সঙ্গে ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’। করোনার জন্য আমার ৬টি ছবির কাজ আটকে আছে। এরমধ্যে মুক্তির জন্য প্রস্তুত ‘সাহসী যোদ্ধা’। আমার সহশিল্পী পপি, আমিন খান ও ইমন। কাজ বাকি শাহরিয়াজের বিপরীতে ‘মন নিয়ে লুকোচুরি’, জায়েদ খানের সঙ্গে ‘হৃদয় ছোঁয়া ভালোবাসা’, ডিপজল প্রযোজিত ছটকু আহমেদ পরিচালিত বাপ্পী চৌধুরীর সঙ্গে ‘এক কোটি টাকা’ ও সম্রাটের বিপরীতে ‘হিটার’ ছবিগুলোর।
শেয়ার করুন
মাসিদ রণ | ২৬ জানুয়ারি, ২০২১ ০০:০০

নতুন প্রজন্মের সম্ভাবনাময় চিত্রনায়িকা শিরিন শিলা। সম্প্রতি চিত্রনায়ক রোশানের বিপরীতে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ ফাইটার...
করোনার জন্য এক বছর কাজ করতে পারিনি আমরা কেউ। তবে এরমধ্যে বেশ কিছু কাজের কথা হয়েছে। তার মধ্যে ‘ফাইটার’ ছবিটি একটি। এটি পরিচালনা করবেন প্রযোজক হিসেবে সফল এমডি ইকবাল। আমার বিপরীতে আছেন রোশান। ছবির নাম শুনেই সবাই অনুমান করতে পারছেন এটি পরিপূর্ণ অ্যাকশন ঘরানার। বলতে গেলে নায়কপ্রধান ছবি। তবে দুজন নায়িকা থাকবেন। আমি করছি বস্তির একটি মেয়ের চরিত্র। রোশানের সঙ্গে আমার প্রথম কাজ হচ্ছে। পরীমণি আমার খুব ভালো বন্ধু। তার ‘রক্ত’ সিনেমা দেখতে গিয়ে রোশানকে ভালো লাগে। ওই ছবি দিয়েই রোশানের নায়ক হিসেবে যাত্রা শুরু। সেই থেকে রোশানও আমার ভালো বন্ধু। তাছাড়া পুরো গল্পটি পড়ে মনে হয়েছে ছবিটির অংশ আমি হতে পারি। আমি যেহেতু অনেকগুলো ছবিতে একক নায়িকা হিসেবে কাজ করেছি তাই কিছুতেই চাইব না দুই নায়িকার মধ্যে আমাকে কোনোভাবে পিছিয়ে রাখা হোক। সব হিসাব-নিকাশ করেই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি।
প্রস্তুতি...
আমাদের দেশে সাধারণত নায়িকারা বেশি মনোযোগী হয় অভিনয়, নাচ, সাজ পোশাকের দিকে। নায়করা মূলত ফাইটের দিকে মন দেয়। তাই নায়িকা হিসেবে যখন আমাকে অ্যাকশন দৃশ্যে কাজ করতে হয় তখন তার জন্য প্রস্তুতি খুব দরকার হয়। ‘ফাইটার’ ছবিটি অ্যাকশন ঘরানার হলেও আমার এখানে খুব একটা অ্যাকশন দৃশ্য নেই। তারপরও অল্প বিস্তর যা আছে তার জন্য কিছুটা প্রস্তুতি নেব। তবে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ওজন কমানো। লকডাউনে সবার কমবেশি ওজন বেড়ে গেছে। আমি এখন জিম শুরু করেছি, ডায়েট করছি, নৃত্যচর্চা করছি। অভিনয়ের জন্য প্রচুর ছবি দেখছি যেখানে নায়িকারা বস্তির মেয়ের চরিত্রে অভিনয় করেছে। এক্ষেত্রে শাবনূর আপু আমার আইডল। তার অভিনয় দেখে শিখি। শুধু তাই নয়, আমার চরিত্রের সাজ পোশাক কেমন হবে সে বিষয়েও ধারণা পাওয়া যায়।
আটকে থাকা ছবি...
এ পর্যন্ত ৫টি সিনেমা মুক্তি পেয়েছে। প্রথম ছবি ছিল শাকিব খানের সঙ্গে ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’। করোনার জন্য আমার ৬টি ছবির কাজ আটকে আছে। এরমধ্যে মুক্তির জন্য প্রস্তুত ‘সাহসী যোদ্ধা’। আমার সহশিল্পী পপি, আমিন খান ও ইমন। কাজ বাকি শাহরিয়াজের বিপরীতে ‘মন নিয়ে লুকোচুরি’, জায়েদ খানের সঙ্গে ‘হৃদয় ছোঁয়া ভালোবাসা’, ডিপজল প্রযোজিত ছটকু আহমেদ পরিচালিত বাপ্পী চৌধুরীর সঙ্গে ‘এক কোটি টাকা’ ও সম্রাটের বিপরীতে ‘হিটার’ ছবিগুলোর।