‘বাজিমাত’-এ চরিত্রটি খুব চ্যালেঞ্জিং
মাসিদ রণ | ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০
ছোটপর্দার ব্যস্ত অভিনেত্রী সালহা খানম নাদিয়া। বরাবরের মতো ব্যস্ত ধারাবাহিক ও খন্ডনাটক নিয়ে। তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ। ছবি : শেখ সাদি
নতুন কাজ...
কদিন আগেই ভালোবাসা দিবস ও একুশে ফেব্রুয়ারি গেল। এতদিন সবাই এই দুই উৎসবকে কেন্দ্র করে নাটক করেছে। তাই ঈদের কাজ এখনো সেভাবে শুরু করিনি। আগামী মাস থেকে পুরোদমে কাজ শুরু করব। তবে গত দুই দিন ইরফান সাজ্জাদের সঙ্গে একটি খন্ড নাটক করেছি। মিতুল খানের পরিচালনায় এ নাটকের নাম ‘ইশক’। রোমান্টিক গল্পের এই নাটকে আমাদের ভিন্ন লুকে দেখা যাবে। রওনক হাসানের পরিচালনায় অ্যালেন শুভ্রর সঙ্গে ‘বিবাহ হবে’ ও আজাদের পরিচালনায় তানভীরের সঙ্গে ‘কাওরান বাজার’ নাটকে কাজ করেছি মাসের শুরুর দিকে। এরপর করেছি নঈতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ক্লিন মাস্টারের বিজ্ঞাপন। এছাড়া মনোজ প্রমাণিকের সঙ্গে বিখ্যাত রবীন্দ্র সংগীত ‘পুরনো সেই দিনের কথা’র মিউজিক ভিডিওতে মডেল হয়েছি। নির্মাণ করেছেন শুভব্রত সরকার। এই কাজটি দর্শকের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
ভালোবাসা দিবসে...
এবার ভালোবাসা দিবসের জন্য খুব বেশি কাজ করিনি। শামীম হাসান সরকারের সঙ্গে শহীদুন্নবীর ‘বাঘ বন্দি বিড়াল’ নামের একটি নাটক করেছিলাম। এটি মূলত আমাদের তিনজনের হিট নাটক ‘বাঘ যখন বিড়াল’-এর সিক্যুয়েল। নতুন নাটকটির ক্লিপিং তো এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে। অনেকে আমার ঢাকাইয়া ভাষায় সংলাপ বলা খুব উপভোগ করছে। এছাড়া খায়রুল বাশারের সঙ্গে একটি শর্টফিল্ম করেছিলাম। কিন্তু সেটি অজানা কারণে প্রচার হয়নি এখনো।
মোশাররফ করিমের বিপরীতে...
মোশাররফ করিমের সঙ্গে আমার জুটি দর্শক বেশ পছন্দ করে। তাই পরিচালকরাও আমাদের নিয়ে কাজ করছেন। সম্প্রতি প্রকাশ হয়েছে আমাদের জুটির দুটি নতুন খ- নাটক। একটির নাম ‘ভয়’, অন্যটি ‘রাজা মাস্তান’। দুটি নাটকই ইউটিউবে অনেক দর্শক দেখেছেন।
নতুন ধারাবাহিক...
এখন আরটিভিতে প্রচার হচ্ছে আমার অভিনীত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘চিটিং মাস্টার’। এ নাটকে অভিনয় করে আমি দুবার সেরা ধারাবাহিক নাটকের অভিনেত্রী বিভাগে পুরস্কৃত হয়েছি। আর এ বছর তোলপাড় ধারাবাহিকটি করে সেরা অভিনেতা হয়েছেন নিলয় আলমগীর। আমাদের দুই পুরস্কারপ্রাপ্তদের নিয়ে নতুন ধারাবাহিক নাটক নির্মাণ করছেন মুসাফির রনি। এর নাম ‘বাজিমাত’। এখানে আমার চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং। মেয়েটি শরীরের দিক দিয়ে বেড়ে উঠলেও তার মানসিক বিকাশ হয়নি। এছাড়া মোশাররফ করিমের সঙ্গে তার ভাই শামস করিমের ধারাবাহিক নাটক ‘বৌ দৌড়’-এ অভিনয় করব। তার সঙ্গে ‘প্রিয়জন’ নামের আরও একটি ধারাবাহিক করছি।
তরুণ প্রজন্মের প্রিয় সহশিল্পী...
তরুণ প্রজন্মের অনেককে খুব ভালো লাগে। তারা খুব বেশিদিন অভিনয়ে না এলেও ভালো অভিনেতা। চর্চা করলে আরও বহুদূর পৌঁছাবে। তারমধ্যে রয়েছে সৈয়দ জামান শাওন, আবু হুরায়রা তানভীর, ইয়াশ রোহান, শরিফুল রাজ, জুনায়েদ, খায়রুল বাশারসহ আরও কয়েকজন।
শেয়ার করুন
মাসিদ রণ | ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০

ছোটপর্দার ব্যস্ত অভিনেত্রী সালহা খানম নাদিয়া। বরাবরের মতো ব্যস্ত ধারাবাহিক ও খন্ডনাটক নিয়ে। তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ। ছবি : শেখ সাদি
নতুন কাজ...
কদিন আগেই ভালোবাসা দিবস ও একুশে ফেব্রুয়ারি গেল। এতদিন সবাই এই দুই উৎসবকে কেন্দ্র করে নাটক করেছে। তাই ঈদের কাজ এখনো সেভাবে শুরু করিনি। আগামী মাস থেকে পুরোদমে কাজ শুরু করব। তবে গত দুই দিন ইরফান সাজ্জাদের সঙ্গে একটি খন্ড নাটক করেছি। মিতুল খানের পরিচালনায় এ নাটকের নাম ‘ইশক’। রোমান্টিক গল্পের এই নাটকে আমাদের ভিন্ন লুকে দেখা যাবে। রওনক হাসানের পরিচালনায় অ্যালেন শুভ্রর সঙ্গে ‘বিবাহ হবে’ ও আজাদের পরিচালনায় তানভীরের সঙ্গে ‘কাওরান বাজার’ নাটকে কাজ করেছি মাসের শুরুর দিকে। এরপর করেছি নঈতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ক্লিন মাস্টারের বিজ্ঞাপন। এছাড়া মনোজ প্রমাণিকের সঙ্গে বিখ্যাত রবীন্দ্র সংগীত ‘পুরনো সেই দিনের কথা’র মিউজিক ভিডিওতে মডেল হয়েছি। নির্মাণ করেছেন শুভব্রত সরকার। এই কাজটি দর্শকের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
ভালোবাসা দিবসে...
এবার ভালোবাসা দিবসের জন্য খুব বেশি কাজ করিনি। শামীম হাসান সরকারের সঙ্গে শহীদুন্নবীর ‘বাঘ বন্দি বিড়াল’ নামের একটি নাটক করেছিলাম। এটি মূলত আমাদের তিনজনের হিট নাটক ‘বাঘ যখন বিড়াল’-এর সিক্যুয়েল। নতুন নাটকটির ক্লিপিং তো এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে। অনেকে আমার ঢাকাইয়া ভাষায় সংলাপ বলা খুব উপভোগ করছে। এছাড়া খায়রুল বাশারের সঙ্গে একটি শর্টফিল্ম করেছিলাম। কিন্তু সেটি অজানা কারণে প্রচার হয়নি এখনো।
মোশাররফ করিমের বিপরীতে...
মোশাররফ করিমের সঙ্গে আমার জুটি দর্শক বেশ পছন্দ করে। তাই পরিচালকরাও আমাদের নিয়ে কাজ করছেন। সম্প্রতি প্রকাশ হয়েছে আমাদের জুটির দুটি নতুন খ- নাটক। একটির নাম ‘ভয়’, অন্যটি ‘রাজা মাস্তান’। দুটি নাটকই ইউটিউবে অনেক দর্শক দেখেছেন।
নতুন ধারাবাহিক...
এখন আরটিভিতে প্রচার হচ্ছে আমার অভিনীত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘চিটিং মাস্টার’। এ নাটকে অভিনয় করে আমি দুবার সেরা ধারাবাহিক নাটকের অভিনেত্রী বিভাগে পুরস্কৃত হয়েছি। আর এ বছর তোলপাড় ধারাবাহিকটি করে সেরা অভিনেতা হয়েছেন নিলয় আলমগীর। আমাদের দুই পুরস্কারপ্রাপ্তদের নিয়ে নতুন ধারাবাহিক নাটক নির্মাণ করছেন মুসাফির রনি। এর নাম ‘বাজিমাত’। এখানে আমার চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং। মেয়েটি শরীরের দিক দিয়ে বেড়ে উঠলেও তার মানসিক বিকাশ হয়নি। এছাড়া মোশাররফ করিমের সঙ্গে তার ভাই শামস করিমের ধারাবাহিক নাটক ‘বৌ দৌড়’-এ অভিনয় করব। তার সঙ্গে ‘প্রিয়জন’ নামের আরও একটি ধারাবাহিক করছি।
তরুণ প্রজন্মের প্রিয় সহশিল্পী...
তরুণ প্রজন্মের অনেককে খুব ভালো লাগে। তারা খুব বেশিদিন অভিনয়ে না এলেও ভালো অভিনেতা। চর্চা করলে আরও বহুদূর পৌঁছাবে। তারমধ্যে রয়েছে সৈয়দ জামান শাওন, আবু হুরায়রা তানভীর, ইয়াশ রোহান, শরিফুল রাজ, জুনায়েদ, খায়রুল বাশারসহ আরও কয়েকজন।