এক ঝলকে
| ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০
রুবিনাই বিগ বস চ্যাম্পিয়ন
ভারতের জনপ্রিয় টেলিভিশন রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর ১৪তম আসরে চ্যাম্পিয়ন হলেন ছোটপর্দার অভিনেত্রী রুবিনা দিলেক। গত রবিবার রাতে গ্র্যান্ড ফাইনালের তিন ঘণ্টার জমকালো অনুষ্ঠান শেষে বিজয়ীর নাম ঘোষণা করেন সঞ্চালক বলিউড সুপারস্টার সালমান খান। ফাইনালে খেতাব জেতার লড়াইয়ে ছিলেন পাঁচ প্রতিযোগী। বলিউডের আইটেম কুইন রাখী সাওয়ান্ত, ছোটপর্দার চার্মিং তারকা আলী গনি ও বিগ বস দিয়েই তারকাখ্যাতি পাওয়া নিকি তাম্বলি একে একে বাদ পড়ার পর চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ছিলেন রুবিনা ও পাঞ্জাবি গায়ক রাহুল বৈদ্য। রানারআপ রাহুল মাঝে একবার শো ছেড়ে বের হয়ে গিয়েছিলেন। পরে আবার ফিরে আসেন। তবে প্রথম থেকে শেষ পর্যন্ত অনড় ছিলেন রুবিনা। তার স্বামী অভিনেতা অভিনবও ছিলেন সেরা সাত প্রতিযোগীর একজন। কিন্তু তিনি সেরা পাঁচে পৌঁছানোর আগেই বাদ পড়ে যান। শুরু থেকেই রুবিনা খুবই বুদ্ধিমত্তা ও প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে খেলছিলেন। তিনি সবচেয়ে আলোচনায় আসেন স্বামীর সঙ্গে প্রায় বিচ্ছেদের কথা প্রকাশ্যে আনার পর। সেই থেকেই জোর গুঞ্জন শোনা যাচ্ছিল তিনিই হবেন এবারের বিগ বস চ্যাম্পিয়ন। অবশেষে দর্শকের ধারণাই সত্যি হয়েছে। তাকে জোর টেক্কা দিয়েছেন শোয়ের মাঝামাঝি পর্যায়ে আসা রাখী সাওয়ান্ত। কিন্তু তিনি ১৪ লাখ টাকার প্রাইজ বেছে নিয়ে শেষ লড়াই থেকে নিজেকে সরিয়ে নেন। গ্র্যান্ড ফিনালে পাঁচ প্রতিযোগী ছাড়াও পারফর্ম করেছেন সালমান খান, নোরা ফাতেহি ও শক্তিমান অভিনেতা ধর্মেন্দ্র। ভারতে লকডাউন শেষ হওয়ার পর শুরু হয় ‘বিগ বস ১৪’। এবারের আসরটি বিগ বসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলেছে।
প্রিয়াঙ্কার সিনেমায় মুগ্ধ অস্কারজয়ী নির্মাতা
গত ২২ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ভারতীয় বংশোদ্ভুদ আর্ন্তজাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ও প্রযোজিত সিনেমা ‘দ্য হোয়াইট টাইগার’। মুক্তির পর থেকেই সবার প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী। এবার প্রিয়াঙ্কার সিনেমার প্রশংসা করলেন অস্কারজয়ী নির্মাতা গুইলারমো দেল তোরো। ‘দ্য শেপ অব ওয়াটার’খ্যাত গুইলারমো দেল তোরো টুইটারে বলেছেন, গভীর ও নির্মম গল্পের সিনেমা ‘দ্য হোয়াইট টাইগার’। সিনেমার সমাপ্তি চমকপ্রদ। বিখ্যাত এই নির্মাতার প্রশংসার উত্তরে ধন্যবাদ জানিয়েছেন প্রিয়াঙ্কা। টুইটারে অভিনেত্রী লিখেছেন,
‘কৃতজ্ঞ।’ ভারতীয় সমাজের শ্রেণিবৈষম্যের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি। পরিচালক রামিন বাহরানির এই সিনেমায় আরও অভিনয় করেছেন রাজকুমার রাও, আদর্শ গৌরব প্রমুখ।
পিকের সিক্যুয়েলে রণবীর কাপুর
২০১৪ সালে বলিউড পারফেকশনিস্ট আমির খানের ব্লকবাস্টার হিট ছবি ‘পিকে’ মুক্তির পর থেকে এটির সিক্যুয়েল নিয়ে আলোচনা শুরু হয়। বিশেষ করে ছবির শেষে তরুণ প্রজন্মের সুপারস্টার রণবীর কাপুরের উপস্থিতি সেই ইঙ্গিতই দিয়েছিল। কিন্তু গেল ছয় বছরে বিষয়টি নিয়ে পরিচালক রাজকুমার হিরানি বা রণবীর কেউই মুখ খোলেননি। এরই মধ্যে অবশ্য এই জুটি ‘সাঞ্জু’ ছবি দিয়ে সবার মন ভরিয়েছেন। অবশেষে ‘পিকে’ নিয়ে কথা বললেন প্রযোজক বিধু বিনোদ চোপড়া। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ভবিষ্যতে ‘পিকে’র সিক্যুয়েল তৈরি হবে। আর তাতে অভিনয় করবেন রণবীরই। ‘আমরা ছবির সিক্যুয়াল করব। ছবির শেষের দিকে রণবীরকে দেখা গেছে। এর মানে হলো আমাদের আরও গল্প বলার আছে। কিন্তু অভিজাত (চিত্রনাট্যকার অভিজাত যোশি) এখনো কিছু লেখেনি। যেদিন সে দ্বিতীয় কিস্তির চিত্রনাট্য শেষ করবে, সেদিনই ছবিটি শুরু করব’, বলেন বিধু বিনোদ। সাত বছর আগে ছবিটি সারা বিশে দুর্দান্ত ব্যবসা করে। ছবিতে আমির খান ছাড়াও ছিলেন সঞ্জয় দত্ত, আনুশকা শর্মা ও অকালপ্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত।
শেয়ার করুন
| ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০

রুবিনাই বিগ বস চ্যাম্পিয়ন
ভারতের জনপ্রিয় টেলিভিশন রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর ১৪তম আসরে চ্যাম্পিয়ন হলেন ছোটপর্দার অভিনেত্রী রুবিনা দিলেক। গত রবিবার রাতে গ্র্যান্ড ফাইনালের তিন ঘণ্টার জমকালো অনুষ্ঠান শেষে বিজয়ীর নাম ঘোষণা করেন সঞ্চালক বলিউড সুপারস্টার সালমান খান। ফাইনালে খেতাব জেতার লড়াইয়ে ছিলেন পাঁচ প্রতিযোগী। বলিউডের আইটেম কুইন রাখী সাওয়ান্ত, ছোটপর্দার চার্মিং তারকা আলী গনি ও বিগ বস দিয়েই তারকাখ্যাতি পাওয়া নিকি তাম্বলি একে একে বাদ পড়ার পর চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ছিলেন রুবিনা ও পাঞ্জাবি গায়ক রাহুল বৈদ্য। রানারআপ রাহুল মাঝে একবার শো ছেড়ে বের হয়ে গিয়েছিলেন। পরে আবার ফিরে আসেন। তবে প্রথম থেকে শেষ পর্যন্ত অনড় ছিলেন রুবিনা। তার স্বামী অভিনেতা অভিনবও ছিলেন সেরা সাত প্রতিযোগীর একজন। কিন্তু তিনি সেরা পাঁচে পৌঁছানোর আগেই বাদ পড়ে যান। শুরু থেকেই রুবিনা খুবই বুদ্ধিমত্তা ও প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে খেলছিলেন। তিনি সবচেয়ে আলোচনায় আসেন স্বামীর সঙ্গে প্রায় বিচ্ছেদের কথা প্রকাশ্যে আনার পর। সেই থেকেই জোর গুঞ্জন শোনা যাচ্ছিল তিনিই হবেন এবারের বিগ বস চ্যাম্পিয়ন। অবশেষে দর্শকের ধারণাই সত্যি হয়েছে। তাকে জোর টেক্কা দিয়েছেন শোয়ের মাঝামাঝি পর্যায়ে আসা রাখী সাওয়ান্ত। কিন্তু তিনি ১৪ লাখ টাকার প্রাইজ বেছে নিয়ে শেষ লড়াই থেকে নিজেকে সরিয়ে নেন। গ্র্যান্ড ফিনালে পাঁচ প্রতিযোগী ছাড়াও পারফর্ম করেছেন সালমান খান, নোরা ফাতেহি ও শক্তিমান অভিনেতা ধর্মেন্দ্র। ভারতে লকডাউন শেষ হওয়ার পর শুরু হয় ‘বিগ বস ১৪’। এবারের আসরটি বিগ বসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলেছে।
প্রিয়াঙ্কার সিনেমায় মুগ্ধ অস্কারজয়ী নির্মাতা
গত ২২ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ভারতীয় বংশোদ্ভুদ আর্ন্তজাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ও প্রযোজিত সিনেমা ‘দ্য হোয়াইট টাইগার’। মুক্তির পর থেকেই সবার প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী। এবার প্রিয়াঙ্কার সিনেমার প্রশংসা করলেন অস্কারজয়ী নির্মাতা গুইলারমো দেল তোরো। ‘দ্য শেপ অব ওয়াটার’খ্যাত গুইলারমো দেল তোরো টুইটারে বলেছেন, গভীর ও নির্মম গল্পের সিনেমা ‘দ্য হোয়াইট টাইগার’। সিনেমার সমাপ্তি চমকপ্রদ। বিখ্যাত এই নির্মাতার প্রশংসার উত্তরে ধন্যবাদ জানিয়েছেন প্রিয়াঙ্কা। টুইটারে অভিনেত্রী লিখেছেন,
‘কৃতজ্ঞ।’ ভারতীয় সমাজের শ্রেণিবৈষম্যের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি। পরিচালক রামিন বাহরানির এই সিনেমায় আরও অভিনয় করেছেন রাজকুমার রাও, আদর্শ গৌরব প্রমুখ।
পিকের সিক্যুয়েলে রণবীর কাপুর
২০১৪ সালে বলিউড পারফেকশনিস্ট আমির খানের ব্লকবাস্টার হিট ছবি ‘পিকে’ মুক্তির পর থেকে এটির সিক্যুয়েল নিয়ে আলোচনা শুরু হয়। বিশেষ করে ছবির শেষে তরুণ প্রজন্মের সুপারস্টার রণবীর কাপুরের উপস্থিতি সেই ইঙ্গিতই দিয়েছিল। কিন্তু গেল ছয় বছরে বিষয়টি নিয়ে পরিচালক রাজকুমার হিরানি বা রণবীর কেউই মুখ খোলেননি। এরই মধ্যে অবশ্য এই জুটি ‘সাঞ্জু’ ছবি দিয়ে সবার মন ভরিয়েছেন। অবশেষে ‘পিকে’ নিয়ে কথা বললেন প্রযোজক বিধু বিনোদ চোপড়া। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ভবিষ্যতে ‘পিকে’র সিক্যুয়েল তৈরি হবে। আর তাতে অভিনয় করবেন রণবীরই। ‘আমরা ছবির সিক্যুয়াল করব। ছবির শেষের দিকে রণবীরকে দেখা গেছে। এর মানে হলো আমাদের আরও গল্প বলার আছে। কিন্তু অভিজাত (চিত্রনাট্যকার অভিজাত যোশি) এখনো কিছু লেখেনি। যেদিন সে দ্বিতীয় কিস্তির চিত্রনাট্য শেষ করবে, সেদিনই ছবিটি শুরু করব’, বলেন বিধু বিনোদ। সাত বছর আগে ছবিটি সারা বিশে দুর্দান্ত ব্যবসা করে। ছবিতে আমির খান ছাড়াও ছিলেন সঞ্জয় দত্ত, আনুশকা শর্মা ও অকালপ্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত।