লাইফস্টাইল শো নিয়ে সুজানা
গত বছর ফেব্রুয়ারি জুড়ে একুশের বইমেলা নিয়ে চ্যানেল ২৪-এর পর্দায় ছিলেন মডেল ও উপস্থাপন সুজানা জাহেদী। সেটিই ছিল প্রথম টিভি অনুষ্ঠান উপস্থাপনা। এরপর থেকে তিনি কাজ করেছেন বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুটে। আবারও উপস্থাপনায় ব্যস্ত হয়েছেন তিনি। গত ডিসেম্বর থেকে একই টিভির প্রতিদিনের লাইফস্টাইলবিষয়ক শো ‘লাইফস্টাইল ২৪’ উপস্থাপনা করছেন তিনি। শোটির প্রযোজক ও পরিচালক নাজমুল আলম রানা। সুজানা বলেন, ‘অনুষ্ঠানটি আধঘণ্টার। প্রতি সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে প্রচার শুরু হয়। তবে এটি রেকর্ডিং করা অনুষ্ঠান। আমি যেহেতু পড়াশোনা করছি, তাই পুরো সপ্তাহের রেকর্ডিং একদিনেই সেরে ফেলি। এতে ফ্যাশনের চলতি ট্রেন্ড, সাজগোজ, খাবারের খোঁজখবর ও দেশ-বিদেশের ট্রাভেল নিয়ে নানা ধরনের প্রতিবেদন প্রচারিত হয়। শুরু থেকেই শোটি নিয়ে দর্শকের ভালো সাড়া পাচ্ছি।’ সুজানা ঢাবির নাট্যকলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। পড়াশোনা শেষে অভিনয়ে নিয়মিত হওয়ার ইচ্ছা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘নাট্যকলায় যে শুধু অভিনয় শেখানো হয়, তা নয়। একটি প্রোডাকশন তৈরির সবধরনের কাজ শেখানো হয়। আমার অভিনয় নিয়ে এখন পর্যন্ত কোনো পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে ক্যামেরার পেছনে কাজ করার ইচ্ছা। ছোটবেলা থেকেই কথা বলতে ভালোলাগে। তাই উপস্থাপনাটা উপভোগ করছি।’
শেয়ার করুন

গত বছর ফেব্রুয়ারি জুড়ে একুশের বইমেলা নিয়ে চ্যানেল ২৪-এর পর্দায় ছিলেন মডেল ও উপস্থাপন সুজানা জাহেদী। সেটিই ছিল প্রথম টিভি অনুষ্ঠান উপস্থাপনা। এরপর থেকে তিনি কাজ করেছেন বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুটে। আবারও উপস্থাপনায় ব্যস্ত হয়েছেন তিনি। গত ডিসেম্বর থেকে একই টিভির প্রতিদিনের লাইফস্টাইলবিষয়ক শো ‘লাইফস্টাইল ২৪’ উপস্থাপনা করছেন তিনি। শোটির প্রযোজক ও পরিচালক নাজমুল আলম রানা। সুজানা বলেন, ‘অনুষ্ঠানটি আধঘণ্টার। প্রতি সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিট থেকে প্রচার শুরু হয়। তবে এটি রেকর্ডিং করা অনুষ্ঠান। আমি যেহেতু পড়াশোনা করছি, তাই পুরো সপ্তাহের রেকর্ডিং একদিনেই সেরে ফেলি। এতে ফ্যাশনের চলতি ট্রেন্ড, সাজগোজ, খাবারের খোঁজখবর ও দেশ-বিদেশের ট্রাভেল নিয়ে নানা ধরনের প্রতিবেদন প্রচারিত হয়। শুরু থেকেই শোটি নিয়ে দর্শকের ভালো সাড়া পাচ্ছি।’ সুজানা ঢাবির নাট্যকলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। পড়াশোনা শেষে অভিনয়ে নিয়মিত হওয়ার ইচ্ছা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘নাট্যকলায় যে শুধু অভিনয় শেখানো হয়, তা নয়। একটি প্রোডাকশন তৈরির সবধরনের কাজ শেখানো হয়। আমার অভিনয় নিয়ে এখন পর্যন্ত কোনো পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে ক্যামেরার পেছনে কাজ করার ইচ্ছা। ছোটবেলা থেকেই কথা বলতে ভালোলাগে। তাই উপস্থাপনাটা উপভোগ করছি।’