এখনই কিছু বলতে পারব না
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। অল্পদিনের ক্যারিয়ারে জয় করে চলেছেন দর্শকহৃদয়। অনেক জনপ্রিয় কাজ উপহার দিয়েছেন। সমসাময়িক কাজ নিয়ে কথা বলেছেন তিনি
ফারুকীর নির্দেশনায়...
প্রথমবারের মতো ওয়েব প্ল্যাটফর্মের জন্য কাজ করছেন বড় পর্দার তারকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এ সিরিজে আমি অভিনয় করছি, এমন খবর অনেক জায়গায় দেখতে পেয়েছি। কিন্তু এখনই এ নিয়ে আমি কিছুই বলতে পারব না। সময় হলে সবাই জানতে পারবেন। তবে এ নির্মাতার নির্দেশনায় একটি বিজ্ঞাপনে কাজ করেছি। সেটি বলতে কোনো বাধা নেই। ‘আমাদের নীরবতাই ওদের সাহস। তাই নারীর প্রতি সহিংসতায় আর একচুলও ছাড় নয়’ এমন বক্তব্যকে উপজীব্য করে সম্প্রতি নির্মিত হয়েছে বিজ্ঞাপনটি। এটি জুঁই নারিকেল তেলের বিজ্ঞাপন। যা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও টিভি চ্যানেলেগুলোতে প্রচারিত হচ্ছে। কাজটির জন্য বেশ প্রশংসা পাচ্ছি। দেশের মেয়েরা জীবনের সব ক্ষেত্রে একচুলও ছাড় না দিয়ে এগিয়ে যাবে। মেয়েদের প্রতি যেকোনো সহিংসতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার দৃঢ়তার কথা বলা হয়েছে এতে।
টিভি না ইউটিউব...
আমি কোনো মাধ্যমকেই গুরুত্ব দিই না। কোন প্ল্যাটফর্মে কাজটি যাচ্ছে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমি কাজ এবং গল্পকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। নাটকের গল্প ভালো হলে, ভালো অভিনয় করলে মানুষ অবশ্যই দেখবে, সেটা যে মাধ্যমেই হোক। টিভি নাটক থেকে দর্শকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। এমন কথা প্রায়ই শুনি। কিন্তু আমার কাছে মনে হয়, টিভি নাটকও দর্শক দেখছেন। কারণ বেশিরভাগ নাটক তো আগে টিভিতেই যাচ্ছে। তারপর অন্য মাধ্যমে। এভাবেই তো লগ্নিকৃত অর্থ ফেরত আসছে। তাই টিভি দর্শক যে আছে সেটা মানতেই হবে। যারা তরুণ তারা ইউটিউবমুখী, বাকি দর্শকরা কিন্তু টিভিতেই নাটক দেখেন। টিভির দর্শকরা নীরব দর্শক। এদের নিয়ে মাতামাতি হয় না, তাদের চোখেও পড়ে না। তাই আমার মনে হয় দুই মাধ্যমই গুরুত্বপূর্ণ।
জুটি প্রথা...
আমি সিনিয়র-জুনিয়র সব অভিনেতার সঙ্গেই নিয়মিত কাজ করছি। আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে আমিই একমাত্র অভিনেত্রী যে সবার সঙ্গেই কাজ করি। এমনকি আমি আগে জিজ্ঞেসও করি না কার সঙ্গে কাজ করছি। একজন অভিনেতার সঙ্গেই আমার সব জনপ্রিয় কাজ এমন নয়, সবার সঙ্গেই আমার জনপ্রিয় কাজ আছে। এ নিয়ে ইন্ডাস্ট্রিতে আমার বেশ সুনামও আছে। আর আমিও এটাকে এনজয় করি।
ফেইসবুকে নেই...
আমি আসলে কোনো সময়ই ফেইসবুকে নিয়মিত ছিলাম না। আমার সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি ততটা আগ্রহ নেই। সামাজিক যোগাযোগমাধ্যম দিয়ে নয়, কাজ দিয়ে জনপ্রিয় হতে চেয়েছি। আমি চাই কাজ দিয়ে মানুষ আমাকে চিনবে এবং সেটাই চেষ্টা করছি।
শেয়ার করুন

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। অল্পদিনের ক্যারিয়ারে জয় করে চলেছেন দর্শকহৃদয়। অনেক জনপ্রিয় কাজ উপহার দিয়েছেন। সমসাময়িক কাজ নিয়ে কথা বলেছেন তিনি
ফারুকীর নির্দেশনায়...
প্রথমবারের মতো ওয়েব প্ল্যাটফর্মের জন্য কাজ করছেন বড় পর্দার তারকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এ সিরিজে আমি অভিনয় করছি, এমন খবর অনেক জায়গায় দেখতে পেয়েছি। কিন্তু এখনই এ নিয়ে আমি কিছুই বলতে পারব না। সময় হলে সবাই জানতে পারবেন। তবে এ নির্মাতার নির্দেশনায় একটি বিজ্ঞাপনে কাজ করেছি। সেটি বলতে কোনো বাধা নেই। ‘আমাদের নীরবতাই ওদের সাহস। তাই নারীর প্রতি সহিংসতায় আর একচুলও ছাড় নয়’ এমন বক্তব্যকে উপজীব্য করে সম্প্রতি নির্মিত হয়েছে বিজ্ঞাপনটি। এটি জুঁই নারিকেল তেলের বিজ্ঞাপন। যা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও টিভি চ্যানেলেগুলোতে প্রচারিত হচ্ছে। কাজটির জন্য বেশ প্রশংসা পাচ্ছি। দেশের মেয়েরা জীবনের সব ক্ষেত্রে একচুলও ছাড় না দিয়ে এগিয়ে যাবে। মেয়েদের প্রতি যেকোনো সহিংসতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার দৃঢ়তার কথা বলা হয়েছে এতে।
টিভি না ইউটিউব...
আমি কোনো মাধ্যমকেই গুরুত্ব দিই না। কোন প্ল্যাটফর্মে কাজটি যাচ্ছে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমি কাজ এবং গল্পকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। নাটকের গল্প ভালো হলে, ভালো অভিনয় করলে মানুষ অবশ্যই দেখবে, সেটা যে মাধ্যমেই হোক। টিভি নাটক থেকে দর্শকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। এমন কথা প্রায়ই শুনি। কিন্তু আমার কাছে মনে হয়, টিভি নাটকও দর্শক দেখছেন। কারণ বেশিরভাগ নাটক তো আগে টিভিতেই যাচ্ছে। তারপর অন্য মাধ্যমে। এভাবেই তো লগ্নিকৃত অর্থ ফেরত আসছে। তাই টিভি দর্শক যে আছে সেটা মানতেই হবে। যারা তরুণ তারা ইউটিউবমুখী, বাকি দর্শকরা কিন্তু টিভিতেই নাটক দেখেন। টিভির দর্শকরা নীরব দর্শক। এদের নিয়ে মাতামাতি হয় না, তাদের চোখেও পড়ে না। তাই আমার মনে হয় দুই মাধ্যমই গুরুত্বপূর্ণ।
জুটি প্রথা...
আমি সিনিয়র-জুনিয়র সব অভিনেতার সঙ্গেই নিয়মিত কাজ করছি। আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে আমিই একমাত্র অভিনেত্রী যে সবার সঙ্গেই কাজ করি। এমনকি আমি আগে জিজ্ঞেসও করি না কার সঙ্গে কাজ করছি। একজন অভিনেতার সঙ্গেই আমার সব জনপ্রিয় কাজ এমন নয়, সবার সঙ্গেই আমার জনপ্রিয় কাজ আছে। এ নিয়ে ইন্ডাস্ট্রিতে আমার বেশ সুনামও আছে। আর আমিও এটাকে এনজয় করি।
ফেইসবুকে নেই...
আমি আসলে কোনো সময়ই ফেইসবুকে নিয়মিত ছিলাম না। আমার সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি ততটা আগ্রহ নেই। সামাজিক যোগাযোগমাধ্যম দিয়ে নয়, কাজ দিয়ে জনপ্রিয় হতে চেয়েছি। আমি চাই কাজ দিয়ে মানুষ আমাকে চিনবে এবং সেটাই চেষ্টা করছি।