বিরাট-আনুশকার প্রাণী সেবাকেন্দ্র
প্রাণীদের খুব ভালোবাসেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। তার প্রেরণাতেই এবার মুম্বাইয়ে পথপ্রাণীদের জন্য দুটি সেবাকেন্দ্র খুলছে আনুশকার স্বামীর দাতব্য সংস্থা ‘বিরাট কোহলি ফাউন্ডেশন’। গত ৪ এপ্রিল ছিল বিশ্ব পথপ্রাণী দিবস। এদিনই বিরাট কোহলির দাতব্য সংস্থা থেকে অভূতপূর্ব ঘোষণা এলো। প্রাণীদের স্বাস্থ্যসেবা সংস্থা ভিভালডিস অ্যানিমেল হেলথ এবং আওয়াজ স্ট্র নামে দুটি সংস্থার সঙ্গে যোগ দিয়েছে বিরাট কোহলি ফাউন্ডেশন। মুম্বাই শহরের পথপ্রাণীদের জন্য চিকিৎসা সেবা ও নিরাপদ আশ্রয় গড়ে তোলার জন্য একসঙ্গে কাজ করবে সংস্থা তিনটি। বিরাট কোহলি টুইটারে লেখেন, ‘প্রাণীদের সেবার এটা আমাদের প্রথম পদক্ষেপ। এ জন্য আমার স্ত্রী আনুশকা শর্মাকে ধন্যবাদ জানাতে চাই। ও আমাকে অনুপ্রাণিত করেছে। প্রাণীদের প্রতি ওর ভালোবাসা অনেক। প্রাণীদের অধিকার নিয়ে সে সব সময়ই সোচ্চার।’ চলতি বছরের জানুয়ারিতে কন্যাসন্তান ভামিকা এসেছে বিরুশকার ঘরে। তার জন্যই শুধু স্নেহ সীমাবদ্ধ নয় তা জানিয়ে দিলেন এ তারকা জুটি। বিশেষত পথের কুকুর ও ভ্রাম্যমাণ প্রাণীদের প্রতি তাদের ভালোবাসা অনেক বেশি। তাই মুম্বাইয়ের বাইরে এসব প্রাণীর নিরাপদ আশ্রয় গড়ে তুলতে কাজ করছেন আনুশকা।
এদিকে, গতকাল আনুশকা শর্মার একটি ভিডিও ভাইরাল হয়েছে। কয়েক সেকেন্ডের সেই ভিডিওতে আনুশকা বিরাট কোহলিকে পেছন থেকে জাপটে ধরে ওপরে তুলে ধরেছেন। নিজেরই বিশ্বাস হলো না যে তিনি ভারতীয় ক্রিকেট দলের এই অধিনায়ককে তুলে ধরেছেন। তারপর নিজেকে বিশ্বাস করানোর জন্যই আবারও উঁচু করলেন কোহলিকে। তার আগে বলে নিলেন, ‘তুমি কিন্তু নিজে নিজে উঁচু হবা না। নিজেকে তোলার চেষ্টা করবা না। আমি নিজেই তোমাকে তুলতে পারব।’ কোহলিও মাথা নাড়িয়ে সায় দিয়েছেন যে তিনি নিজে থেকে কোনো সাহায্য করবেন না। বলেই ভারতীয় ক্রিকেট অধিনায়ককে তুলে ফেললেন বলিউড তারকা। দিয়া মির্জা, মৌনি রায়, জেরিন খানসহ অসংখ্য তারকা মন্তব্যে জানিয়েছেন, এ ভিডিও দেখে তাদের মন ভরে গেছে। আড়াই মাসের বাচ্চাকে রেখে যেদিন ভ্যানিটি ভ্যান থেকে নামলেন আনুশকা, সেদিনই তাকে দেখে অবাক সবাই। মেদ ঝরিয়ে একেবারে ফিট হয়ে ফিরেছেন। এভাবে এত তাড়াতাড়ি আনুশকাকে ফিরতে দেখে ভক্তরা যারপরনাই হতবাক আর খুশি। তবে আপাতত শুধু বিজ্ঞাপন আর ফটোশ্যুট করবেন।
শেয়ার করুন

প্রাণীদের খুব ভালোবাসেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। তার প্রেরণাতেই এবার মুম্বাইয়ে পথপ্রাণীদের জন্য দুটি সেবাকেন্দ্র খুলছে আনুশকার স্বামীর দাতব্য সংস্থা ‘বিরাট কোহলি ফাউন্ডেশন’। গত ৪ এপ্রিল ছিল বিশ্ব পথপ্রাণী দিবস। এদিনই বিরাট কোহলির দাতব্য সংস্থা থেকে অভূতপূর্ব ঘোষণা এলো। প্রাণীদের স্বাস্থ্যসেবা সংস্থা ভিভালডিস অ্যানিমেল হেলথ এবং আওয়াজ স্ট্র নামে দুটি সংস্থার সঙ্গে যোগ দিয়েছে বিরাট কোহলি ফাউন্ডেশন। মুম্বাই শহরের পথপ্রাণীদের জন্য চিকিৎসা সেবা ও নিরাপদ আশ্রয় গড়ে তোলার জন্য একসঙ্গে কাজ করবে সংস্থা তিনটি। বিরাট কোহলি টুইটারে লেখেন, ‘প্রাণীদের সেবার এটা আমাদের প্রথম পদক্ষেপ। এ জন্য আমার স্ত্রী আনুশকা শর্মাকে ধন্যবাদ জানাতে চাই। ও আমাকে অনুপ্রাণিত করেছে। প্রাণীদের প্রতি ওর ভালোবাসা অনেক। প্রাণীদের অধিকার নিয়ে সে সব সময়ই সোচ্চার।’ চলতি বছরের জানুয়ারিতে কন্যাসন্তান ভামিকা এসেছে বিরুশকার ঘরে। তার জন্যই শুধু স্নেহ সীমাবদ্ধ নয় তা জানিয়ে দিলেন এ তারকা জুটি। বিশেষত পথের কুকুর ও ভ্রাম্যমাণ প্রাণীদের প্রতি তাদের ভালোবাসা অনেক বেশি। তাই মুম্বাইয়ের বাইরে এসব প্রাণীর নিরাপদ আশ্রয় গড়ে তুলতে কাজ করছেন আনুশকা।
এদিকে, গতকাল আনুশকা শর্মার একটি ভিডিও ভাইরাল হয়েছে। কয়েক সেকেন্ডের সেই ভিডিওতে আনুশকা বিরাট কোহলিকে পেছন থেকে জাপটে ধরে ওপরে তুলে ধরেছেন। নিজেরই বিশ্বাস হলো না যে তিনি ভারতীয় ক্রিকেট দলের এই অধিনায়ককে তুলে ধরেছেন। তারপর নিজেকে বিশ্বাস করানোর জন্যই আবারও উঁচু করলেন কোহলিকে। তার আগে বলে নিলেন, ‘তুমি কিন্তু নিজে নিজে উঁচু হবা না। নিজেকে তোলার চেষ্টা করবা না। আমি নিজেই তোমাকে তুলতে পারব।’ কোহলিও মাথা নাড়িয়ে সায় দিয়েছেন যে তিনি নিজে থেকে কোনো সাহায্য করবেন না। বলেই ভারতীয় ক্রিকেট অধিনায়ককে তুলে ফেললেন বলিউড তারকা। দিয়া মির্জা, মৌনি রায়, জেরিন খানসহ অসংখ্য তারকা মন্তব্যে জানিয়েছেন, এ ভিডিও দেখে তাদের মন ভরে গেছে। আড়াই মাসের বাচ্চাকে রেখে যেদিন ভ্যানিটি ভ্যান থেকে নামলেন আনুশকা, সেদিনই তাকে দেখে অবাক সবাই। মেদ ঝরিয়ে একেবারে ফিট হয়ে ফিরেছেন। এভাবে এত তাড়াতাড়ি আনুশকাকে ফিরতে দেখে ভক্তরা যারপরনাই হতবাক আর খুশি। তবে আপাতত শুধু বিজ্ঞাপন আর ফটোশ্যুট করবেন।