৫০টির মতো নাটক প্রচার হবে
এবারের ঈদে সর্বাধিক নাটক প্রচারিত হতে যাচ্ছে ছোটপর্দার ব্যস্ত অভিনেতা তৌসিফ মাহবুবের। এর সঙ্গে একটি বেসরকারি টিভি ও ইউটিউবে ‘সেভেন সেড অব তৌসিফ মাহবুব’ নামে সাত দিনব্যাপী ঈদ উৎসবের আয়োজন করা হয়েছে। এসব নিয়ে কথা বলেছেন তিনি
ঈদে সর্বাধিক নাটক...
আমি কখনো চাইনি যে এক ঈদেই ৫০টির মতো নাটক প্রচার হোক। গত দুই ঈদে প্যান্ডামিকের কারণে অনেক নাটক প্রচার হয়নি। এ বছর ভালোবাসা দিবসের কিছু কাজ জমে ছিল। ৫০টির মধ্যে ৩০ থেকে ৩৫টি কাজ আগের করা। এবার ঈদের জন্য সর্বোচ্চ ২০টির মতো নাটক করতে পেরেছি, যেটি সব সময় করা হয়। নতুন-পুরনো মিলিয়ে সংখ্যা দাঁড়িয়েছে ৫০টির মতো। আমার এক ফ্যান আমাকে ৪২টি নাটকের লিস্ট পাঠিয়ে বলল, রেটিং করে ওপরে সিরিয়ালি ভালো কাজগুলো জানাতে। কিন্তু আমি কোনটা রেখে কোনটাকে নম্বর ওয়ানে রাখব, বুঝতে পারিনি। সবগুলো ভালো কাজ। আবার এ-ও হয়েছে, লিস্টে নাম দেখে মনে হয়েছে এটা আমার কাজ না। পরে ছবি দেখে মনে হয়েছে অনেক আগে করেছি। তবে আমি অবশ্যই লাকি, পরিকল্পনা না করেও একসঙ্গে এত কাজ চলে এসেছে। মানসম্পন্ন কাজগুলোর একটা সেড হচ্ছে, সেভেন সেড অব তৌসিফ।
বৈচিত্র্যময় চরিত্রে...
নাটকের সংখ্যা অনেক হলেও বৈচিত্র্যময় চরিত্রে কাজ করার চেষ্টা করছি। একজন অভিনেতার সব ধরনের কাজ করতে হয়। এর মধ্যে দর্শক ফান কমেডি এন্টারটেইনিং বা রোমান্টিক কাজ পছন্দ করে বেশি। তবে আমার পছন্দের ঘরানা হচ্ছে একটু
থ্রিলার। এবার আমি কমেডি করার চেষ্টা করেছি ভেরিয়েশন রেখে। ভাষা, গেটআপে ভিন্নতা রেখেছি। এর মধ্যে ৭-৮টি কমেডি কাজ রয়েছে, যা ক্রিটিকসে ফেলার মতো। সবকিছু মিলিয়ে কাজগুলো খুব সুন্দর হয়েছে। সবাই দেখুক, নিজেদের মতামত জানাক। আমি অপেক্ষায় আছি।
সেভেন সেড অব তৌসিফ...
কয়েক বছরের ক্যারিয়ারে একজন অভিনেতাকে নিয়ে এমন আয়োজন আগে কারও সঙ্গে ঘটেছে বলে দেখিনি। প্রথমে যখন শুনলাম এমন হতে যাচ্ছে বিশ্বাস হয়নি। অনেকেই বলে, এটা করব, ওটা করব। সবকিছু সম্ভব হয়ে ওঠে না। কিন্তু ফাইনালি বাস্তবায়ন করতে যাচ্ছে স্পন্সর কোম্পানি এসএমসি ওরস্যালাইন এন প্লাস, প্রাণ ও থ্রি ডিক্সটি ডিগ্রি। তারা আমার ওপর বিশ্বাস রেখেছে যে তৌসিফ তার কাজগুলোতে কোয়ালিটি ছাড় দেয়নি। এ জন্য তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ কাজগুলো আমার অনেক সেরার মধ্যে সেরা সাত; যা ঈদের সাত দিন একই সময়ে টিভিতে প্রচারিত হবে। এ ছাড়া আমার আরও কিছু বড় বড় কাজ আছে।
সিনেমায়...
প্যান্ডামিক সব চিন্তাভাবনা ওলট-পালট করে দিয়েছে। চাইলেই সবকিছু করতে পারছি না। লম্বা সময় পিছিয়ে যেতে হয়েছে। সিনেমা নিয়ে ফ্রন্টফুটে যে ভাবনা ছিল, সেটাকে একটু পেছাতে হয়েছে। আমার মতো সবাই পিছিয়েছে। সবাই আবার একসঙ্গে শুরু করব। তবে আমি যে সিনেমা করব, সেটা বড় ক্যানভাসের হবে। যেটা করব, সেটা যেন অবশ্যই বাণিজ্যিকভাবে সাফল্য পায় এমন কাজ করব।
শেয়ার করুন

এবারের ঈদে সর্বাধিক নাটক প্রচারিত হতে যাচ্ছে ছোটপর্দার ব্যস্ত অভিনেতা তৌসিফ মাহবুবের। এর সঙ্গে একটি বেসরকারি টিভি ও ইউটিউবে ‘সেভেন সেড অব তৌসিফ মাহবুব’ নামে সাত দিনব্যাপী ঈদ উৎসবের আয়োজন করা হয়েছে। এসব নিয়ে কথা বলেছেন তিনি
ঈদে সর্বাধিক নাটক...
আমি কখনো চাইনি যে এক ঈদেই ৫০টির মতো নাটক প্রচার হোক। গত দুই ঈদে প্যান্ডামিকের কারণে অনেক নাটক প্রচার হয়নি। এ বছর ভালোবাসা দিবসের কিছু কাজ জমে ছিল। ৫০টির মধ্যে ৩০ থেকে ৩৫টি কাজ আগের করা। এবার ঈদের জন্য সর্বোচ্চ ২০টির মতো নাটক করতে পেরেছি, যেটি সব সময় করা হয়। নতুন-পুরনো মিলিয়ে সংখ্যা দাঁড়িয়েছে ৫০টির মতো। আমার এক ফ্যান আমাকে ৪২টি নাটকের লিস্ট পাঠিয়ে বলল, রেটিং করে ওপরে সিরিয়ালি ভালো কাজগুলো জানাতে। কিন্তু আমি কোনটা রেখে কোনটাকে নম্বর ওয়ানে রাখব, বুঝতে পারিনি। সবগুলো ভালো কাজ। আবার এ-ও হয়েছে, লিস্টে নাম দেখে মনে হয়েছে এটা আমার কাজ না। পরে ছবি দেখে মনে হয়েছে অনেক আগে করেছি। তবে আমি অবশ্যই লাকি, পরিকল্পনা না করেও একসঙ্গে এত কাজ চলে এসেছে। মানসম্পন্ন কাজগুলোর একটা সেড হচ্ছে, সেভেন সেড অব তৌসিফ।
বৈচিত্র্যময় চরিত্রে...
নাটকের সংখ্যা অনেক হলেও বৈচিত্র্যময় চরিত্রে কাজ করার চেষ্টা করছি। একজন অভিনেতার সব ধরনের কাজ করতে হয়। এর মধ্যে দর্শক ফান কমেডি এন্টারটেইনিং বা রোমান্টিক কাজ পছন্দ করে বেশি। তবে আমার পছন্দের ঘরানা হচ্ছে একটু
থ্রিলার। এবার আমি কমেডি করার চেষ্টা করেছি ভেরিয়েশন রেখে। ভাষা, গেটআপে ভিন্নতা রেখেছি। এর মধ্যে ৭-৮টি কমেডি কাজ রয়েছে, যা ক্রিটিকসে ফেলার মতো। সবকিছু মিলিয়ে কাজগুলো খুব সুন্দর হয়েছে। সবাই দেখুক, নিজেদের মতামত জানাক। আমি অপেক্ষায় আছি।
সেভেন সেড অব তৌসিফ...
কয়েক বছরের ক্যারিয়ারে একজন অভিনেতাকে নিয়ে এমন আয়োজন আগে কারও সঙ্গে ঘটেছে বলে দেখিনি। প্রথমে যখন শুনলাম এমন হতে যাচ্ছে বিশ্বাস হয়নি। অনেকেই বলে, এটা করব, ওটা করব। সবকিছু সম্ভব হয়ে ওঠে না। কিন্তু ফাইনালি বাস্তবায়ন করতে যাচ্ছে স্পন্সর কোম্পানি এসএমসি ওরস্যালাইন এন প্লাস, প্রাণ ও থ্রি ডিক্সটি ডিগ্রি। তারা আমার ওপর বিশ্বাস রেখেছে যে তৌসিফ তার কাজগুলোতে কোয়ালিটি ছাড় দেয়নি। এ জন্য তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ কাজগুলো আমার অনেক সেরার মধ্যে সেরা সাত; যা ঈদের সাত দিন একই সময়ে টিভিতে প্রচারিত হবে। এ ছাড়া আমার আরও কিছু বড় বড় কাজ আছে।
সিনেমায়...
প্যান্ডামিক সব চিন্তাভাবনা ওলট-পালট করে দিয়েছে। চাইলেই সবকিছু করতে পারছি না। লম্বা সময় পিছিয়ে যেতে হয়েছে। সিনেমা নিয়ে ফ্রন্টফুটে যে ভাবনা ছিল, সেটাকে একটু পেছাতে হয়েছে। আমার মতো সবাই পিছিয়েছে। সবাই আবার একসঙ্গে শুরু করব। তবে আমি যে সিনেমা করব, সেটা বড় ক্যানভাসের হবে। যেটা করব, সেটা যেন অবশ্যই বাণিজ্যিকভাবে সাফল্য পায় এমন কাজ করব।