ঈদে সায়েরা রেজার ‘ইতরপনা’
সুফি ও ফোক গানের জন্য পরিচিত হলেও লালন গানে রয়েছে শিল্পী সায়েরা রেজার বিশেষ মুন্সিয়ানা। এর আগে প্রকাশিত লালন গানগুলোর মধ্যে কালার কথা, আরশিনগর বেশ জনপ্রিয়তা পায়। সে ধারাবাহিকতায় এবার আসছে তার কণ্ঠে লালনগীতি ‘ইতরপনা’।
তবে গানটির মিউজিক কম্পোজিশন হয়েছে রক ধাঁচের। গানটি কম্পোজ করেছেন নিউ ইয়র্কের ফয়সাল সরওয়ার এবং ঢাকার এম জে মিশু। নিউ ইয়র্কে চিত্রায়িত গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হবে চাঁদ রাতে শিল্পীর অফিশিয়াল ইউটিউব চ্যানেল সায়েরা রেজা মিউজিক লাউঞ্জ থেকে। গত বছর সেরা ফোকশিল্পী হিসেবে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পাওয়া সায়েরা রেজা এখন পারিবারিক কারণে যুক্তরাষ্ট্রে রয়েছেন। সম্প্রতি দেশে ফিরে বেশ কিছু কনসার্ট, সিনেমা, নাটক ও মৌলিক গানের কাজ করেছেন তিনি।
শেয়ার করুন

সুফি ও ফোক গানের জন্য পরিচিত হলেও লালন গানে রয়েছে শিল্পী সায়েরা রেজার বিশেষ মুন্সিয়ানা। এর আগে প্রকাশিত লালন গানগুলোর মধ্যে কালার কথা, আরশিনগর বেশ জনপ্রিয়তা পায়। সে ধারাবাহিকতায় এবার আসছে তার কণ্ঠে লালনগীতি ‘ইতরপনা’।
তবে গানটির মিউজিক কম্পোজিশন হয়েছে রক ধাঁচের। গানটি কম্পোজ করেছেন নিউ ইয়র্কের ফয়সাল সরওয়ার এবং ঢাকার এম জে মিশু। নিউ ইয়র্কে চিত্রায়িত গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হবে চাঁদ রাতে শিল্পীর অফিশিয়াল ইউটিউব চ্যানেল সায়েরা রেজা মিউজিক লাউঞ্জ থেকে। গত বছর সেরা ফোকশিল্পী হিসেবে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পাওয়া সায়েরা রেজা এখন পারিবারিক কারণে যুক্তরাষ্ট্রে রয়েছেন। সম্প্রতি দেশে ফিরে বেশ কিছু কনসার্ট, সিনেমা, নাটক ও মৌলিক গানের কাজ করেছেন তিনি।
শেয়ার করুন