টিনার ‘পাগলেরই বেশ’
সংগীতশিল্পী টিনা রাসেল শোবিজের নানা মাধ্যমে মেধার ছাপ রেখেছেন। গানের পাশাপাশি উপস্থাপনা, ফ্যাশন ডিজাইনিং এবং কনটেন্ট ক্রিয়েশন নিয়ে ব্যস্ত। গতকাল প্রকাশ হয়েছে তার নতুন গান ‘পাগলেরই বেশ’। তিনি বলেন, ‘প্রতিটি সংগীতশিল্পী জীবনে অনেক গান করেন। কিন্তু অপেক্ষায় থাকেন তার জীবনের সেরা গানটি গাওয়ার জন্য। আমার বেলাতেও তাই। আমি এ পর্যন্ত যতগুলো কাজ করেছি, আমার কাছে মনে হয়েছে ‘পাগলেরই বেশ’ গানটি আমার সেই কাক্সিক্ষত গান। ভালো গান মানে ভালো কিছু কথা, তার সঙ্গে সামঞ্জস্য রেখে সুর এবং সংগীতের সমন্বয়। এর সব কিছুই আছে ‘পাগলেরই বেশ’ গানটিতে। গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী জিসান শুভর কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।’ টিনা আরও বলেন, ‘সুনামগঞ্জের নয়নাভিরাম লোকেশনে চিত্রায়ণ করে গানটির ভিডিও নির্মাণ করেছেন সাইফুল ইসলাম রোমান। ভিডিওতে অভিনয় করেছেন পূর্ণিমা বৃষ্টি এবং নোমান। আমার উপস্থিতিও রয়েছে।’
করোনাকালেও নানা ধরনের কাজে ব্যস্ত টিনা। ফেইসবুক লাইভ, ইউটিউবে লাইফস্টাইল, ফ্যাশন টিপস, রান্না বান্না নানা বিষয়ে ভিডিও তৈরি করছেন। এ ছাড়া নিজের ফ্যাশন লাইন নিয়েও রয়েছে ব্যস্ততা।
শেয়ার করুন

সংগীতশিল্পী টিনা রাসেল শোবিজের নানা মাধ্যমে মেধার ছাপ রেখেছেন। গানের পাশাপাশি উপস্থাপনা, ফ্যাশন ডিজাইনিং এবং কনটেন্ট ক্রিয়েশন নিয়ে ব্যস্ত। গতকাল প্রকাশ হয়েছে তার নতুন গান ‘পাগলেরই বেশ’। তিনি বলেন, ‘প্রতিটি সংগীতশিল্পী জীবনে অনেক গান করেন। কিন্তু অপেক্ষায় থাকেন তার জীবনের সেরা গানটি গাওয়ার জন্য। আমার বেলাতেও তাই। আমি এ পর্যন্ত যতগুলো কাজ করেছি, আমার কাছে মনে হয়েছে ‘পাগলেরই বেশ’ গানটি আমার সেই কাক্সিক্ষত গান। ভালো গান মানে ভালো কিছু কথা, তার সঙ্গে সামঞ্জস্য রেখে সুর এবং সংগীতের সমন্বয়। এর সব কিছুই আছে ‘পাগলেরই বেশ’ গানটিতে। গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী জিসান শুভর কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।’ টিনা আরও বলেন, ‘সুনামগঞ্জের নয়নাভিরাম লোকেশনে চিত্রায়ণ করে গানটির ভিডিও নির্মাণ করেছেন সাইফুল ইসলাম রোমান। ভিডিওতে অভিনয় করেছেন পূর্ণিমা বৃষ্টি এবং নোমান। আমার উপস্থিতিও রয়েছে।’
করোনাকালেও নানা ধরনের কাজে ব্যস্ত টিনা। ফেইসবুক লাইভ, ইউটিউবে লাইফস্টাইল, ফ্যাশন টিপস, রান্না বান্না নানা বিষয়ে ভিডিও তৈরি করছেন। এ ছাড়া নিজের ফ্যাশন লাইন নিয়েও রয়েছে ব্যস্ততা।