এ অর্জন একদিনে আসেনি
| ২৬ নভেম্বর, ২০২১ ০০:০০
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘ছিটমহল’। সম্প্রতি পেয়েছেন আন্তর্জাতিক মডেলের সম্মাননা। তার সঙ্গে কথা বলেছেন রণ। ছবি : শেখ সাদী
ব্যস্ততা...
আমি সব সময়ই মাল্টিটাস্কার। একসঙ্গে নানা কাজে ব্যস্ত থাকতে হয়। মা হওয়ার পর সেই ব্যস্ততা আরও বেড়ে গেছে। সন্তান মানুষ করতে একজন মাকে পুরোটা সময় দিলেও মনে হয় পর্যাপ্ত নয়। আর আমি তো ওয়ার্কিং মাদার। তাই কাজ আর সন্তানের দেখাশোনাকে ব্যালেন্স করতে কষ্ট হয়। কাজের মধ্যে আবার অনেক রকম ব্যস্ততা। তাই আপাতত অভিনয় করছি না। কারণ অভিনয়ের জন্য সবচেয়ে বেশি সময় দিতে হয়। এখন অভিনয় সংক্রান্ত কোনো কাজ হাতে নিলে দেখা যাবে অন্য সব কাজ বন্ধ হয়ে গেছে। তাই নিয়মিত বিভিন্ন ব্রান্ডের প্রচারণা সংক্রান্ত কাজ করছি। মাঝে টি২০ বিশ^কাপ ক্রিকেটের শো উপস্থাপনা করলাম। এখন জজকোর্টে আইনি পেশার প্র্যাকটিস চলছে। হাইকোর্টের জন্য পরীক্ষা ডিসেম্বরে। পাশাপাশি এমবিএ শুরু করেছি। বুঝতেই পারছেন, এতগুলো কাজ করতে কতটা পরিশ্রম আর ধৈর্য ধারণ করতে হয় আমাকে।
ছিটমহল...
ছবিটির কাজ করোনার বেশ আগেই শেষ হয়েছে। অবশেষে আগামী জানুয়ারির ১২ তারিখে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসবে। এর আগে আমি ‘চোরাবলি’ আর ‘গ্যাংস্টার’ ছবি দুটি করেছি। যা ছিল অ্যাকশন থ্রিলার ঘরানার। কিন্তু এটি একেবারেই আলাদা গল্পের সিনেমা। শৈল্পিক সিনেমা বলতে যা বোঝায়। আমাকে একেবারেই ভিন্ন লুকে, ভিন্ন চরিত্রে দেখা যাবে। ছবিটি পরিচালনা করেছেন এইচ আর হাবিব। এতে সহশিল্পী হিসেবে আছেন শিমুল খান, মৌসুমী হামিদ প্রমুখ। অনেকদিন পর সিনেমা মুক্তি পাচ্ছে। বিষয়টি সত্যিই আনন্দের।
সম্মাননা...
ক্যারিয়ারের শুরু থেকেই চেয়েছি নিজের দেশকে কাজের মাধ্যমে বিশে^র দরবারে ধরতে। সেই স্বপ্ন একটু হলেও যে পূরণ হয়েছে তাতে আমি খুশি। বিশে^র বিখ্যাত কয়েকটি বিউটি প্রেজেন্টে দেশকে রিপ্রেজেন্ট করেছি। সেরার মুকুটও এসেছে মাথায়। বিশ্ববিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ভোগের প্রচ্ছদে ঠাঁই পেয়েছি। সেটিও বড় একটি অর্জন। এছাড়া আন্তর্জাতিক ব্র্যান্ড ও ফ্যাশন ডিজাইনারদের সঙ্গে কাজের অভিজ্ঞতা আছে। এই অর্জন একদিনে আসেনি। অনেক সময় লেগেছে, অনেক পরিশ্রম রয়েছে। জীবনের কোনো ক্ষেত্রে সফলতা পেতে শর্টকার্ট বলে কিছু নেই। এসব কারণেই আমাকে জনপ্রিয় ডিজাইনার পিয়াল আহমেদের আয়োজনে আইকনিক ফ্যাশন অ্যাওয়ার্ডসে ‘সেরা আন্তর্জাতিক মডেল’-এর স্বীকৃতি দেওয়া হয়েছে। গত ২১ নভেম্বর রাতে রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে হয়েছে জমকালো এ আয়োজন। আন্তর্জাতিক অঙ্গনে ডিজাইনের ক্ষেত্রে স্বকীয়তার ছাপ ফেলা বিবি রাসেলকে দেওয়া হয় আজীবন সম্মাননা। এ ছাড়া সেরা আন্তর্জাতিক মডেল (পুরুষ) হয়েছেন আসিফ আজিম। সেরা কোরিওগ্রাফার পুরস্কার পেয়েছেন আজরা মাহমুদ। যেকোনো স্বীকৃতিই আনন্দের। আমি আনন্দিত। আইকনিক ফ্যাশন অ্যাওয়ার্ডকে ধন্যবাদ। মহামারীকালে অন্যান্য খাতের মতো ফ্যাশন শিল্পও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসব স্থবির সময় পেরিয়ে আবারও জমতে শুরু করেছেন ফ্যাশনের মেলা। ইন্ডাস্ট্রিকে জমজমাট রাখতে এ রকম পুরস্কারের আয়োজন গুরুত্ব রাখে।
শেয়ার করুন
| ২৬ নভেম্বর, ২০২১ ০০:০০

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সিনেমা ‘ছিটমহল’। সম্প্রতি পেয়েছেন আন্তর্জাতিক মডেলের সম্মাননা। তার সঙ্গে কথা বলেছেন রণ। ছবি : শেখ সাদী
ব্যস্ততা...
আমি সব সময়ই মাল্টিটাস্কার। একসঙ্গে নানা কাজে ব্যস্ত থাকতে হয়। মা হওয়ার পর সেই ব্যস্ততা আরও বেড়ে গেছে। সন্তান মানুষ করতে একজন মাকে পুরোটা সময় দিলেও মনে হয় পর্যাপ্ত নয়। আর আমি তো ওয়ার্কিং মাদার। তাই কাজ আর সন্তানের দেখাশোনাকে ব্যালেন্স করতে কষ্ট হয়। কাজের মধ্যে আবার অনেক রকম ব্যস্ততা। তাই আপাতত অভিনয় করছি না। কারণ অভিনয়ের জন্য সবচেয়ে বেশি সময় দিতে হয়। এখন অভিনয় সংক্রান্ত কোনো কাজ হাতে নিলে দেখা যাবে অন্য সব কাজ বন্ধ হয়ে গেছে। তাই নিয়মিত বিভিন্ন ব্রান্ডের প্রচারণা সংক্রান্ত কাজ করছি। মাঝে টি২০ বিশ^কাপ ক্রিকেটের শো উপস্থাপনা করলাম। এখন জজকোর্টে আইনি পেশার প্র্যাকটিস চলছে। হাইকোর্টের জন্য পরীক্ষা ডিসেম্বরে। পাশাপাশি এমবিএ শুরু করেছি। বুঝতেই পারছেন, এতগুলো কাজ করতে কতটা পরিশ্রম আর ধৈর্য ধারণ করতে হয় আমাকে।
ছিটমহল...
ছবিটির কাজ করোনার বেশ আগেই শেষ হয়েছে। অবশেষে আগামী জানুয়ারির ১২ তারিখে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসবে। এর আগে আমি ‘চোরাবলি’ আর ‘গ্যাংস্টার’ ছবি দুটি করেছি। যা ছিল অ্যাকশন থ্রিলার ঘরানার। কিন্তু এটি একেবারেই আলাদা গল্পের সিনেমা। শৈল্পিক সিনেমা বলতে যা বোঝায়। আমাকে একেবারেই ভিন্ন লুকে, ভিন্ন চরিত্রে দেখা যাবে। ছবিটি পরিচালনা করেছেন এইচ আর হাবিব। এতে সহশিল্পী হিসেবে আছেন শিমুল খান, মৌসুমী হামিদ প্রমুখ। অনেকদিন পর সিনেমা মুক্তি পাচ্ছে। বিষয়টি সত্যিই আনন্দের।
সম্মাননা...
ক্যারিয়ারের শুরু থেকেই চেয়েছি নিজের দেশকে কাজের মাধ্যমে বিশে^র দরবারে ধরতে। সেই স্বপ্ন একটু হলেও যে পূরণ হয়েছে তাতে আমি খুশি। বিশে^র বিখ্যাত কয়েকটি বিউটি প্রেজেন্টে দেশকে রিপ্রেজেন্ট করেছি। সেরার মুকুটও এসেছে মাথায়। বিশ্ববিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ভোগের প্রচ্ছদে ঠাঁই পেয়েছি। সেটিও বড় একটি অর্জন। এছাড়া আন্তর্জাতিক ব্র্যান্ড ও ফ্যাশন ডিজাইনারদের সঙ্গে কাজের অভিজ্ঞতা আছে। এই অর্জন একদিনে আসেনি। অনেক সময় লেগেছে, অনেক পরিশ্রম রয়েছে। জীবনের কোনো ক্ষেত্রে সফলতা পেতে শর্টকার্ট বলে কিছু নেই। এসব কারণেই আমাকে জনপ্রিয় ডিজাইনার পিয়াল আহমেদের আয়োজনে আইকনিক ফ্যাশন অ্যাওয়ার্ডসে ‘সেরা আন্তর্জাতিক মডেল’-এর স্বীকৃতি দেওয়া হয়েছে। গত ২১ নভেম্বর রাতে রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে হয়েছে জমকালো এ আয়োজন। আন্তর্জাতিক অঙ্গনে ডিজাইনের ক্ষেত্রে স্বকীয়তার ছাপ ফেলা বিবি রাসেলকে দেওয়া হয় আজীবন সম্মাননা। এ ছাড়া সেরা আন্তর্জাতিক মডেল (পুরুষ) হয়েছেন আসিফ আজিম। সেরা কোরিওগ্রাফার পুরস্কার পেয়েছেন আজরা মাহমুদ। যেকোনো স্বীকৃতিই আনন্দের। আমি আনন্দিত। আইকনিক ফ্যাশন অ্যাওয়ার্ডকে ধন্যবাদ। মহামারীকালে অন্যান্য খাতের মতো ফ্যাশন শিল্পও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসব স্থবির সময় পেরিয়ে আবারও জমতে শুরু করেছেন ফ্যাশনের মেলা। ইন্ডাস্ট্রিকে জমজমাট রাখতে এ রকম পুরস্কারের আয়োজন গুরুত্ব রাখে।