অভিনয়ের ইচ্ছা এখনো আছে
| ২৭ নভেম্বর, ২০২১ ০০:০০
কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী। পাশাপাশি মডেলিং ও অভিনয়েও তাকে দেখা গেছে। এখন ব্যস্ত একটি রিয়েলিটি শো নিয়ে। সমসাময়িক বিষয়ে কথা বলেছেন তিনি
সুবর্ণজয়ন্তীতে...
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাড়া জাগানো গান ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ নতুন করে রেকর্ড করা হয়েছে। যে গানের সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জড়িয়ে আছে, তা নতুন করে গাইতে পারা যেকোনো শিল্পীর জন্যই আনন্দের। গান রেকর্ডের মুহূর্তটায় অন্যরকম এক ভালো লাগায় মন ভরে গিয়েছিল। এই কালজয়ী গানের মূল শিল্পীদের একজন ডালিয়া নওশিন আমাদের সঙ্গে আরও একবার গেয়েছেন, এটাই ছিল ভীষণ ভালো লাগার। গানের অন্য শিল্পীরা আমার ভীষণ প্রিয়। সব মিলিয়ে এটি আমার জীবনের স্মরণীয় কাজের একটি।
নতুন গান...
এর মধ্যে বেশ কিছু গানের কথা, সুর ও সংগীতায়োজন করা হয়েছে; কিন্তু রেকর্ড করা হয়নি। রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’ নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি যে চাইলেও নতুন গান রেকর্ড করার সুযোগ হচ্ছে না। ব্যস্ততা কমলে তারপর নতুন গানের প্রকাশনা নিয়ে ভাবব।
প্রতিযোগী থেকে বিচারক...
কয়েক বছরের ব্যবধানে রিয়েলিটি শোর প্রতিযোগী থেকে বিচারক হয়ে যাওয়াটা আমার কাছে স্বপ্নের মতো। যারা আমাকে এই দায়িত্ব পালনের যোগ্য মনে করেছেন, তাদের আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। ‘ইয়াং স্টার’ সংগীত প্রতিযোগিতায় বিচারকের আসনে বসতে পারা যতটা আনন্দের, ততটাই চ্যালেঞ্জিং। আমি কোনোভাবেই চাই না, আমার একটা ভুলের জন্য কোনো প্রতিযোগীকে নিরাশ হতে হয়। তাই সর্বোচ্চ চেষ্টা করছি, বিচারকাজটা যেন নিখুঁত হয়। সেই সঙ্গে নতুনদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি, যাতে তারা প্রতিযোগিতায় ভালো কিছু করে দেখাতে পারে। প্রতিযোগিতার অন্য দুই বিচারক ইবরার টিপু, যাকে আমরা মেন্টর মনে করি, তিনি এবং বড় ভাইতুল্য শিল্পী প্রতীক হাসান সব ধরনের সহযোগিতা করে যাচ্ছেন। তাদের সাহস আর সহযোগিতায় বিচারকের দায়িত্ব ঠিকভাবেই পালন করতে পারছি।
সম্ভাবনা...
এই প্রতিযোগিতায় যারা অংশ নিচ্ছেন তাদের অনেকেই সম্ভাবনাময়। আমি ১৩ বছর গানের ভুবনে পথ চলছি। এক যুগের বেশি সময় আমি যে পর্যায়ে আসতে পেরেছি, তাদের অনেকের হয়তো প্রতিষ্ঠার জন্য এতটা সময় লাগবে না। এমন কয়েকজন শিল্পী খুঁজে বের করতে পারাই সবচেয়ে বড় আনন্দের। গানের এই প্ল্যাটফর্ম থেকে অনেকে প্রতিষ্ঠা পাবেন বলেই আমার বিশ্বাস।
মডেলিং ও অভিনয়...
গানের ভিডিওতে তো মডেল হিসেবে কাজ করছিই। তবে বিজ্ঞাপনে কবে দেখা যাবে, এটা বলা কঠিন। নাটক ও সিনেমার বিষয়েও নিশ্চিত করে বলতে পারব না। তবে অভিনয়ের ইচ্ছা এখনো আছে। ভালো কাজের প্রস্তাব পেলেই বড় কিংবা ছোটপর্দায় কাজ করব।
শেয়ার করুন
| ২৭ নভেম্বর, ২০২১ ০০:০০

কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী। পাশাপাশি মডেলিং ও অভিনয়েও তাকে দেখা গেছে। এখন ব্যস্ত একটি রিয়েলিটি শো নিয়ে। সমসাময়িক বিষয়ে কথা বলেছেন তিনি
সুবর্ণজয়ন্তীতে...
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাড়া জাগানো গান ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ নতুন করে রেকর্ড করা হয়েছে। যে গানের সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জড়িয়ে আছে, তা নতুন করে গাইতে পারা যেকোনো শিল্পীর জন্যই আনন্দের। গান রেকর্ডের মুহূর্তটায় অন্যরকম এক ভালো লাগায় মন ভরে গিয়েছিল। এই কালজয়ী গানের মূল শিল্পীদের একজন ডালিয়া নওশিন আমাদের সঙ্গে আরও একবার গেয়েছেন, এটাই ছিল ভীষণ ভালো লাগার। গানের অন্য শিল্পীরা আমার ভীষণ প্রিয়। সব মিলিয়ে এটি আমার জীবনের স্মরণীয় কাজের একটি।
নতুন গান...
এর মধ্যে বেশ কিছু গানের কথা, সুর ও সংগীতায়োজন করা হয়েছে; কিন্তু রেকর্ড করা হয়নি। রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’ নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি যে চাইলেও নতুন গান রেকর্ড করার সুযোগ হচ্ছে না। ব্যস্ততা কমলে তারপর নতুন গানের প্রকাশনা নিয়ে ভাবব।
প্রতিযোগী থেকে বিচারক...
কয়েক বছরের ব্যবধানে রিয়েলিটি শোর প্রতিযোগী থেকে বিচারক হয়ে যাওয়াটা আমার কাছে স্বপ্নের মতো। যারা আমাকে এই দায়িত্ব পালনের যোগ্য মনে করেছেন, তাদের আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। ‘ইয়াং স্টার’ সংগীত প্রতিযোগিতায় বিচারকের আসনে বসতে পারা যতটা আনন্দের, ততটাই চ্যালেঞ্জিং। আমি কোনোভাবেই চাই না, আমার একটা ভুলের জন্য কোনো প্রতিযোগীকে নিরাশ হতে হয়। তাই সর্বোচ্চ চেষ্টা করছি, বিচারকাজটা যেন নিখুঁত হয়। সেই সঙ্গে নতুনদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি, যাতে তারা প্রতিযোগিতায় ভালো কিছু করে দেখাতে পারে। প্রতিযোগিতার অন্য দুই বিচারক ইবরার টিপু, যাকে আমরা মেন্টর মনে করি, তিনি এবং বড় ভাইতুল্য শিল্পী প্রতীক হাসান সব ধরনের সহযোগিতা করে যাচ্ছেন। তাদের সাহস আর সহযোগিতায় বিচারকের দায়িত্ব ঠিকভাবেই পালন করতে পারছি।
সম্ভাবনা...
এই প্রতিযোগিতায় যারা অংশ নিচ্ছেন তাদের অনেকেই সম্ভাবনাময়। আমি ১৩ বছর গানের ভুবনে পথ চলছি। এক যুগের বেশি সময় আমি যে পর্যায়ে আসতে পেরেছি, তাদের অনেকের হয়তো প্রতিষ্ঠার জন্য এতটা সময় লাগবে না। এমন কয়েকজন শিল্পী খুঁজে বের করতে পারাই সবচেয়ে বড় আনন্দের। গানের এই প্ল্যাটফর্ম থেকে অনেকে প্রতিষ্ঠা পাবেন বলেই আমার বিশ্বাস।
মডেলিং ও অভিনয়...
গানের ভিডিওতে তো মডেল হিসেবে কাজ করছিই। তবে বিজ্ঞাপনে কবে দেখা যাবে, এটা বলা কঠিন। নাটক ও সিনেমার বিষয়েও নিশ্চিত করে বলতে পারব না। তবে অভিনয়ের ইচ্ছা এখনো আছে। ভালো কাজের প্রস্তাব পেলেই বড় কিংবা ছোটপর্দায় কাজ করব।