শাকিবের জন্য গাইলেন বলিউডের জুবিন
মাসিদ রণ | ২৭ নভেম্বর, ২০২১ ০০:০০
বলিউড সংগীতশিল্পী জুবিন নটিয়াল এখন প্লেব্যাক কিং আরিজিৎ সিংয়ের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। এ বছর আরিজিতের চেয়ে জুবিনের গাওয়া গানগুলো নিয়ে বেশি আলোচনা হয়েছে। বিশেষ করে সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদভানি অভিনীত ‘শেরশাহ’ সিনেমায় ‘রাতা লাম্বিয়া’ গানটি মানুষের মুখে মুখে। ‘লুট গায়ে’, ‘হাম্মা হাম্মা’, ‘মে জিস দিন ভুলাদু’ ‘তারকা শেহের’, ‘মেরি আশিকি’, ‘গালতি কার ব্যাঠা হে দিল’, ‘হামনাভা’, ‘তুঝে কিতনা চাহে অউর হাম’সহ অসংখ্য হিট গানের এই গায়কের জনিপ্রয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তার জনিপ্রয় গানের মধ্যে জনপ্রিয় এই গায়ক প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায়। এর পেছনের কারণ ঢালিউড সুপারস্টার শাকিব খান। তিনি সব সময় ট্রেন্ড বুঝে কাজ করেন। আরিজিৎ সিং যখন ক্রেজ, তখন শাকিব খানের ‘শিকারি’ দিয়েই বাংলাদেশের সিনেমায় প্রথমবার কণ্ঠ দেন তিনি। এবার জুবিন গেয়েছেন শাকিবের ‘অন্তরাত্মা’ ছবিতে। গানের শিরোনামও ‘অন্তরাত্মা’। গানটির সুর ও সংগীত করেছেন কলকাতার ইন্দ্রদীপ দাশগুপ্ত। ‘আয়নাবাজি’ ছবির আবহ সংগীত করেছিলেন তিনি। ‘অন্তরাত্মা’র গানটি করা প্রসঙ্গে কলকাতা থেকে এই সংগীত পরিচালক বলেন, ‘ছবির প্রযোজক আমাকে ও জুবিনকে দিয়ে গানটি করতে চেয়েছেন। বিষয়টি ছবির পরিচালক আমাকে জানান। এর নায়ক শাকিব খানও গানটির জন্য একবার ফোন দিয়েছিলেন আমাকে। অনেক দিন পর পুরো বাণিজ্যিক ছবির গানের সংগীত পরিচালনা করলাম। জুবিন বর্তমান সময়ে বলিউডের জনপ্রিয় গায়ক। এজন্য সময় নিয়ে গানটির সুর ও সংগীতের কাজ করেছি।’ জুবিনের সঙ্গে ইন্দ্রদীপের এটাই প্রথম কাজ। বললেন, ‘অনলাইনে জুবিনের সঙ্গে যখন গানটি নিয়ে কথা হয়, তখন তিনি জানিয়েছিলেন গানের কথা ও মিউজিক পছন্দ হলে করবেন। এরপর তাকে সবকিছু পাঠাই। প্রায় দুই মাস পর গানটি করে আমাকে পাঠান। একটু কারেকশন ছিল। পরে ঠিক করে দিয়েছেন। আমাদের সামনাসামনি দেখা হয়নি। সবকিছু অনলাইনেই করেছি। গানটি করার পর জুবিনও খুশি।’
মুম্বাই থেকে এক ভিডিও বার্তায় জুবিন বলেন, “বাংলাদেশের সিনেমার গানে নতুন অভিজ্ঞতা হলো। সুন্দর একটি গান করলাম। ‘অন্তরাত্মা’ ছবির টিমের জন্য শুভকামনা।”
‘অন্তরাত্মা’ ছবির চিত্রনাট্য ও পরিচালনার কাজ করেছেন ওয়াজেদ আলী। এর কাহিনী লিখেছেন সোহানী হোসেন, সংলাপ ফেরারি ফরহাদ। অভিনয় করেছেন শাকিব খান, দর্শনা বণিক (ভারত), অরুণা বিশ্বাস, আল মামুন, এস এম মহসিন, ঝুনা চৌধুরী, মাসুম বাশার প্রমুখ। ছবিটি এখন সম্পাদনার টেবিলে। প্রযোজক জানিয়েছেন, করোনা না থাকলে এত দিন অন্তরাত্মা মুক্তি পেত। শিগগির সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
শাকিব খান এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে। সেখানে তিনি দুটি নতুন ছবি প্রযোজনার ঘোষণা দেন। নাম চূড়ান্ত না হওয়া ছবি দুটি পরিচালনা করবেন তরুণ নির্মাতা হিমেল আশরাফ। যিনি কয়েক বছর ধরে আমেরিকাতেই থাকছেন। শাকিবের আরও দুটি চলচ্চিত্র ‘প্রিয়তমা’ ও ‘মায়া’ও নির্মাণ করবেন তিনি। নতুন ছবি প্রসঙ্গে হিমেল আশরাফ বলেন, ‘আগামী বছরের শুরুতে নতুন সিনেমাটির ৭০ ভাগ দৃশ্যধারণ হবে আমেরিকার লাসভেগাস, লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক ও হলিউডে। বাকি ৩০ ভাগ হবে বাংলাদেশে।’ যুক্তরাষ্ট্র থেকে শাকিব খান বলেন, ‘অনেক দেশেই যাওয়া হয়। প্রতিবারই দেশের মাটি মিস করি। আমেরিকা উন্নত দেশ। এখানে সব নিয়মের মধ্য দিয়ে চলে। সব মিলিয়ে দারুণ সময় কাটছে। এবার এসেছি একাধিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে। যেহেতু ছবিটি নির্মিত হবে আমার প্রযোজনা সংস্থা থেকে, নির্মাতা এখানে থাকেন, ছবির বেশিরভাগ চিত্রায়ণ আমেরিকাতেই হবে। সব মিলিয়ে এখানেই ছবির ঘোষণা দেওয়া। এরই মধ্যে আমার প্রতিষ্ঠানে বেশ কয়েকজন মেধাবীকে নিয়োগ দিয়েছি।’
শাকিব অহংকারী, শ্যুটিংয়ে আসেন দেরিতেএমন অনেক কথাই শোনা যায় সিনেমাপাড়ায়। অথচ তার সঙ্গে কাজ করলেই ভেঙে যায় সব ভুল। কতটা দায়িত্বশীল, তা কাজের পরই টের পান প্রযোজক ও পরিচালক। বিশেষ করে করোনার পর নতুন এক শাকিবকে আবিষ্কার করেছেন অনেকে। যে শাকিব মানবিক, দায়িত্বশীল ও ধার্মিক। আগামীতে তাই সবাইকে নিয়েই চলচ্চিত্রশিল্পকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে নির্মাণ করবেন নতুন নতুন সিনেমা। সেখানে শাকিব নয়, কাজ করবেন অন্য নায়করা।
শেয়ার করুন
মাসিদ রণ | ২৭ নভেম্বর, ২০২১ ০০:০০

বলিউড সংগীতশিল্পী জুবিন নটিয়াল এখন প্লেব্যাক কিং আরিজিৎ সিংয়ের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। এ বছর আরিজিতের চেয়ে জুবিনের গাওয়া গানগুলো নিয়ে বেশি আলোচনা হয়েছে। বিশেষ করে সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদভানি অভিনীত ‘শেরশাহ’ সিনেমায় ‘রাতা লাম্বিয়া’ গানটি মানুষের মুখে মুখে। ‘লুট গায়ে’, ‘হাম্মা হাম্মা’, ‘মে জিস দিন ভুলাদু’ ‘তারকা শেহের’, ‘মেরি আশিকি’, ‘গালতি কার ব্যাঠা হে দিল’, ‘হামনাভা’, ‘তুঝে কিতনা চাহে অউর হাম’সহ অসংখ্য হিট গানের এই গায়কের জনিপ্রয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। তার জনিপ্রয় গানের মধ্যে জনপ্রিয় এই গায়ক প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায়। এর পেছনের কারণ ঢালিউড সুপারস্টার শাকিব খান। তিনি সব সময় ট্রেন্ড বুঝে কাজ করেন। আরিজিৎ সিং যখন ক্রেজ, তখন শাকিব খানের ‘শিকারি’ দিয়েই বাংলাদেশের সিনেমায় প্রথমবার কণ্ঠ দেন তিনি। এবার জুবিন গেয়েছেন শাকিবের ‘অন্তরাত্মা’ ছবিতে। গানের শিরোনামও ‘অন্তরাত্মা’। গানটির সুর ও সংগীত করেছেন কলকাতার ইন্দ্রদীপ দাশগুপ্ত। ‘আয়নাবাজি’ ছবির আবহ সংগীত করেছিলেন তিনি। ‘অন্তরাত্মা’র গানটি করা প্রসঙ্গে কলকাতা থেকে এই সংগীত পরিচালক বলেন, ‘ছবির প্রযোজক আমাকে ও জুবিনকে দিয়ে গানটি করতে চেয়েছেন। বিষয়টি ছবির পরিচালক আমাকে জানান। এর নায়ক শাকিব খানও গানটির জন্য একবার ফোন দিয়েছিলেন আমাকে। অনেক দিন পর পুরো বাণিজ্যিক ছবির গানের সংগীত পরিচালনা করলাম। জুবিন বর্তমান সময়ে বলিউডের জনপ্রিয় গায়ক। এজন্য সময় নিয়ে গানটির সুর ও সংগীতের কাজ করেছি।’ জুবিনের সঙ্গে ইন্দ্রদীপের এটাই প্রথম কাজ। বললেন, ‘অনলাইনে জুবিনের সঙ্গে যখন গানটি নিয়ে কথা হয়, তখন তিনি জানিয়েছিলেন গানের কথা ও মিউজিক পছন্দ হলে করবেন। এরপর তাকে সবকিছু পাঠাই। প্রায় দুই মাস পর গানটি করে আমাকে পাঠান। একটু কারেকশন ছিল। পরে ঠিক করে দিয়েছেন। আমাদের সামনাসামনি দেখা হয়নি। সবকিছু অনলাইনেই করেছি। গানটি করার পর জুবিনও খুশি।’
মুম্বাই থেকে এক ভিডিও বার্তায় জুবিন বলেন, “বাংলাদেশের সিনেমার গানে নতুন অভিজ্ঞতা হলো। সুন্দর একটি গান করলাম। ‘অন্তরাত্মা’ ছবির টিমের জন্য শুভকামনা।”
‘অন্তরাত্মা’ ছবির চিত্রনাট্য ও পরিচালনার কাজ করেছেন ওয়াজেদ আলী। এর কাহিনী লিখেছেন সোহানী হোসেন, সংলাপ ফেরারি ফরহাদ। অভিনয় করেছেন শাকিব খান, দর্শনা বণিক (ভারত), অরুণা বিশ্বাস, আল মামুন, এস এম মহসিন, ঝুনা চৌধুরী, মাসুম বাশার প্রমুখ। ছবিটি এখন সম্পাদনার টেবিলে। প্রযোজক জানিয়েছেন, করোনা না থাকলে এত দিন অন্তরাত্মা মুক্তি পেত। শিগগির সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
শাকিব খান এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে। সেখানে তিনি দুটি নতুন ছবি প্রযোজনার ঘোষণা দেন। নাম চূড়ান্ত না হওয়া ছবি দুটি পরিচালনা করবেন তরুণ নির্মাতা হিমেল আশরাফ। যিনি কয়েক বছর ধরে আমেরিকাতেই থাকছেন। শাকিবের আরও দুটি চলচ্চিত্র ‘প্রিয়তমা’ ও ‘মায়া’ও নির্মাণ করবেন তিনি। নতুন ছবি প্রসঙ্গে হিমেল আশরাফ বলেন, ‘আগামী বছরের শুরুতে নতুন সিনেমাটির ৭০ ভাগ দৃশ্যধারণ হবে আমেরিকার লাসভেগাস, লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক ও হলিউডে। বাকি ৩০ ভাগ হবে বাংলাদেশে।’ যুক্তরাষ্ট্র থেকে শাকিব খান বলেন, ‘অনেক দেশেই যাওয়া হয়। প্রতিবারই দেশের মাটি মিস করি। আমেরিকা উন্নত দেশ। এখানে সব নিয়মের মধ্য দিয়ে চলে। সব মিলিয়ে দারুণ সময় কাটছে। এবার এসেছি একাধিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে। যেহেতু ছবিটি নির্মিত হবে আমার প্রযোজনা সংস্থা থেকে, নির্মাতা এখানে থাকেন, ছবির বেশিরভাগ চিত্রায়ণ আমেরিকাতেই হবে। সব মিলিয়ে এখানেই ছবির ঘোষণা দেওয়া। এরই মধ্যে আমার প্রতিষ্ঠানে বেশ কয়েকজন মেধাবীকে নিয়োগ দিয়েছি।’
শাকিব অহংকারী, শ্যুটিংয়ে আসেন দেরিতেএমন অনেক কথাই শোনা যায় সিনেমাপাড়ায়। অথচ তার সঙ্গে কাজ করলেই ভেঙে যায় সব ভুল। কতটা দায়িত্বশীল, তা কাজের পরই টের পান প্রযোজক ও পরিচালক। বিশেষ করে করোনার পর নতুন এক শাকিবকে আবিষ্কার করেছেন অনেকে। যে শাকিব মানবিক, দায়িত্বশীল ও ধার্মিক। আগামীতে তাই সবাইকে নিয়েই চলচ্চিত্রশিল্পকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে নির্মাণ করবেন নতুন নতুন সিনেমা। সেখানে শাকিব নয়, কাজ করবেন অন্য নায়করা।