এক ঝলকে
মুনীর চৌধুরী সম্মাননা
আজ শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ৯৬তম জন্মদিন। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে জনপ্রিয় নাটকের দল ‘থিয়েটার’ প্রবর্তিত ‘মুনীর চৌধুরী সম্মাননা ও মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক প্রদান অনুষ্ঠান’। কভিড মহামারীর কারণে গত বছর এই আয়োজন সম্ভব না হওয়ায় এ বছর একই সঙ্গে ২০২০ ও ২০২১ সালের পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা ও পদক তুলে দেওয়া হবে। আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে অনুষ্ঠিত এ আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা, সভাপতিত্ব করবেন থিয়েটার ফেরদৌসী মজুমদার। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে যন্ত্রসংগীত পরিবেশন করবেন বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীরা। আইএফআইসি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। বাংলাদেশের নাট্যচর্চায় আধুনিক চেতনা সঞ্চারে অগ্রণী পুরুষ মুনীর চৌধুরী এবং বাংলা নাটকের ইতিহাসে এক অনন্যসাধারণ নাট্যব্যক্তিত্ব মোহাম্মদ জাকারিয়া। বাংলাদেশের প্রথম সারির নাট্যদল ‘থিয়েটার’ ১৯৮৯ সাল থেকে নাট্যজগতের প্রতিভাবান ব্যক্তি বা নিবেদিতপ্রাণ সংগঠনকে ‘মুনীর চৌধুরী সম্মাননা’ এবং ১৯৯৭ সাল থেকে তরুণ নাট্যকর্মীদের ‘মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক’ প্রদান করার মধ্য দিয়ে সম্মান জানিয়ে আসছে।
অক্ষয়-সারার বয়স নিয়ে আলোচনা
জমজমাট বিনোদন নিয়ে হাজির আনন্দ এল রাইয়ের ছবি ‘আতরাঙ্গরি রে’ ছবির ট্রেলার। ছবিতে দুই নায়ক ও এক নায়িকাকে নিয়ে ত্রিমুখী প্রেমের গল্প ফাঁদা হয়েছে। ট্রেলার দেখে বোঝা যায় নাচে-গানে-অভিনয়ে একদম ভরপুর ছবি এটি। এতে সারাকে রোমান্স করতে দেখা গেছে ধানুশের সঙ্গে, যিনি কিনা সারার থেকে ১২ বছরের বড়। আর অন্যদিকে অক্ষয় কুমারের বয়স সারার থেকে ২৮ বছরের বেশি। ছবিতে এ অসম বয়সের প্রেম নিয়ে নেটিজেনরা সমালোচনা করেছেন। সারা ও অক্ষয়ের অসম বয়সের রসায়ন খুবই বিরক্তিকর, অক্ষয় সারার বাবার বয়সী, সারা মেয়ের মতো এমন অনেক বাজে মন্তব্যে ছেয়ে গেছে ট্রেলারের কমেন্ট বক্স। পরিচালক আনন্দ এল রাইয়ের কানেও গেছে এই সমালোচনা। জবাবও দিয়েছেন তিনি। আনন্দ জানান, আতরাঙ্গি মানেই হলো উদ্ভট। দর্শককে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। এমন শিল্পীদের কেন নেওয়া হয়েছে, তার কারণ অবশ্যই জানতে পারবেন। তিনি মনে করেন, মানুষের অভ্যাস হয়ে গেছে সবকিছু নিয়ে কথা বলা। দর্শকের উচিত আগে দুই ঘণ্টার ছবিটি দেখা। তারপর প্রতিক্রিয়া দেওয়া। আনন্দ আরও জানান, একজন নির্মাতা হিসেবে এসব সমালোচনায় উদ্বিগ্ন নন তিনি। ডিজনি প্লাস হটস্টারে ছবিটি মুক্তি পাবে ২৪ ডিসেম্বর।
হৃতিকের লাইফ কোচের হাতে আরিয়ান
মাদক-সংশ্লিষ্টতার দায়ে গ্রেপ্তার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে জামিন দিয়েছে বোম্বে হাইকোর্ট। তবে এখনো প্রতি সপ্তাহে মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) অফিসে হাজিরা দিতে হচ্ছে তাকে। এমনকি এনসিবির অফিসে পাসপোর্ট জমা দিতে হয়েছে তাকে। পরবর্তী শুনানির আগ পর্যন্ত মুম্বাই ছেড়ে কোথাও যেতে পারবেন না তিনি। এবার জানা গেল নতুন খবর। কাউন্সেলিংয়ের জন্য সম্প্রতি একজন লাইফ কোচের হাতে তুলে দেওয়া হয়েছে তাকে। কীভাবে জীবনের বিপজ্জনক পথ এড়িয়ে চলবেন, সে ব্যাপারে আরিয়ানকে পরামর্শ দেবেন লাইফ কোচ আরফিন খান। মুম্বাইয়ে তার বিশেষ পরিচিতি আছে। বলিউড তারকা হৃতিক রোশন ও সুজান খানের বিচ্ছেদের মামলা চলাকালে তিনিই হৃতিককে কাউন্সেলিং করেছিলেন। আরিয়ান যখন কারাগারে, নিম্ন আদালতে বারবার জামিনের আবেদন করেও জামিন পাচ্ছিলেন না, তখন আরিয়ানের জন্য সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন হৃতিক। সেখানে লিখেছিলেন, প্রিয় আরিয়ান, জীবন এক অদ্ভুত যাত্রা। যেখানে চড়াই-উতরাই থাকবে। অনিশ্চয়তায় ভরা বলেই জীবন চমৎকার। কিন্তু ঈশ্বর আসলে দয়ালু। যাদের মনের জোর বেশি, তিনি কেবল তাদেরই কঠিন পরীক্ষায় ফেলেন। তোমার ভেতরের নানা রকম অনুভূতি জ্বলে-পুড়ে ছাই হয়ে যাবে। আর সেখান থেকেই বেরিয়ে আসবে তোমার নায়কসত্তা। ভুল, ঠিক, সাফল্য, ব্যর্থতা সবই সমান। কিন্তু এগুলোর মধ্যে কোনটি তুমি রাখবে, কোনটি ফেলে দেবে, সেই সিদ্ধান্ত তোমার।’
নিঃসন্তান মায়ের বেদনাগাথা
নিঃসন্তান মায়ের বেদনাগাথা নিয়ে নির্মিত হয়েছে বিটিভির নাটক ‘চার দেয়ালের মধ্যখানে’। পার্থ সারথী দাসের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। এটি প্রচারিত হবে আজ রাত ৯টায়। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, আহসান হাবীব নাসিম, সুষমা সরকার, রিমু রোজা, মোস্তাফিজুর রহমান, গাজী রোকন এবং শিশুশিল্পী ফাইজা। নাটকের গল্পে দেখা যাবে, চাকরিজীবী রায়হান অবৈধ অর্থে বিত্তবান হলেও সংসারে অসুখী। স্ত্রী রীতার সন্তান না হওয়ায় তার অবহেলায় মানসিকভাবে বিপর্যস্ত। শাশুড়িও রীতাকে বিদ্রƒপ করে। বাড়ির দারোয়ান তার মনের বেদনা বুঝতে পেরে একটি সন্তান চুরি করে এনে দিতে চাইলেও রাজি হয় না রীতা। একপর্যায়ে রীতার শাশুড়ি ছেলেকে আবার বিয়ে দেবেন বলে মনস্থির করেন। রীতা সিদ্ধান্ত নেয় স্বামীর দ্বিতীয় বিয়ের রাতেই বাড়ি ছেড়ে চলে যাওয়ার। চলতে থাকে সবার মানসিক দ্বন্দ্ব।
শেয়ার করুন

মুনীর চৌধুরী সম্মাননা
আজ শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ৯৬তম জন্মদিন। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে জনপ্রিয় নাটকের দল ‘থিয়েটার’ প্রবর্তিত ‘মুনীর চৌধুরী সম্মাননা ও মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক প্রদান অনুষ্ঠান’। কভিড মহামারীর কারণে গত বছর এই আয়োজন সম্ভব না হওয়ায় এ বছর একই সঙ্গে ২০২০ ও ২০২১ সালের পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা ও পদক তুলে দেওয়া হবে। আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে অনুষ্ঠিত এ আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা, সভাপতিত্ব করবেন থিয়েটার ফেরদৌসী মজুমদার। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে যন্ত্রসংগীত পরিবেশন করবেন বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীরা। আইএফআইসি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। বাংলাদেশের নাট্যচর্চায় আধুনিক চেতনা সঞ্চারে অগ্রণী পুরুষ মুনীর চৌধুরী এবং বাংলা নাটকের ইতিহাসে এক অনন্যসাধারণ নাট্যব্যক্তিত্ব মোহাম্মদ জাকারিয়া। বাংলাদেশের প্রথম সারির নাট্যদল ‘থিয়েটার’ ১৯৮৯ সাল থেকে নাট্যজগতের প্রতিভাবান ব্যক্তি বা নিবেদিতপ্রাণ সংগঠনকে ‘মুনীর চৌধুরী সম্মাননা’ এবং ১৯৯৭ সাল থেকে তরুণ নাট্যকর্মীদের ‘মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক’ প্রদান করার মধ্য দিয়ে সম্মান জানিয়ে আসছে।
অক্ষয়-সারার বয়স নিয়ে আলোচনা
জমজমাট বিনোদন নিয়ে হাজির আনন্দ এল রাইয়ের ছবি ‘আতরাঙ্গরি রে’ ছবির ট্রেলার। ছবিতে দুই নায়ক ও এক নায়িকাকে নিয়ে ত্রিমুখী প্রেমের গল্প ফাঁদা হয়েছে। ট্রেলার দেখে বোঝা যায় নাচে-গানে-অভিনয়ে একদম ভরপুর ছবি এটি। এতে সারাকে রোমান্স করতে দেখা গেছে ধানুশের সঙ্গে, যিনি কিনা সারার থেকে ১২ বছরের বড়। আর অন্যদিকে অক্ষয় কুমারের বয়স সারার থেকে ২৮ বছরের বেশি। ছবিতে এ অসম বয়সের প্রেম নিয়ে নেটিজেনরা সমালোচনা করেছেন। সারা ও অক্ষয়ের অসম বয়সের রসায়ন খুবই বিরক্তিকর, অক্ষয় সারার বাবার বয়সী, সারা মেয়ের মতো এমন অনেক বাজে মন্তব্যে ছেয়ে গেছে ট্রেলারের কমেন্ট বক্স। পরিচালক আনন্দ এল রাইয়ের কানেও গেছে এই সমালোচনা। জবাবও দিয়েছেন তিনি। আনন্দ জানান, আতরাঙ্গি মানেই হলো উদ্ভট। দর্শককে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে। এমন শিল্পীদের কেন নেওয়া হয়েছে, তার কারণ অবশ্যই জানতে পারবেন। তিনি মনে করেন, মানুষের অভ্যাস হয়ে গেছে সবকিছু নিয়ে কথা বলা। দর্শকের উচিত আগে দুই ঘণ্টার ছবিটি দেখা। তারপর প্রতিক্রিয়া দেওয়া। আনন্দ আরও জানান, একজন নির্মাতা হিসেবে এসব সমালোচনায় উদ্বিগ্ন নন তিনি। ডিজনি প্লাস হটস্টারে ছবিটি মুক্তি পাবে ২৪ ডিসেম্বর।
হৃতিকের লাইফ কোচের হাতে আরিয়ান
মাদক-সংশ্লিষ্টতার দায়ে গ্রেপ্তার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে জামিন দিয়েছে বোম্বে হাইকোর্ট। তবে এখনো প্রতি সপ্তাহে মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) অফিসে হাজিরা দিতে হচ্ছে তাকে। এমনকি এনসিবির অফিসে পাসপোর্ট জমা দিতে হয়েছে তাকে। পরবর্তী শুনানির আগ পর্যন্ত মুম্বাই ছেড়ে কোথাও যেতে পারবেন না তিনি। এবার জানা গেল নতুন খবর। কাউন্সেলিংয়ের জন্য সম্প্রতি একজন লাইফ কোচের হাতে তুলে দেওয়া হয়েছে তাকে। কীভাবে জীবনের বিপজ্জনক পথ এড়িয়ে চলবেন, সে ব্যাপারে আরিয়ানকে পরামর্শ দেবেন লাইফ কোচ আরফিন খান। মুম্বাইয়ে তার বিশেষ পরিচিতি আছে। বলিউড তারকা হৃতিক রোশন ও সুজান খানের বিচ্ছেদের মামলা চলাকালে তিনিই হৃতিককে কাউন্সেলিং করেছিলেন। আরিয়ান যখন কারাগারে, নিম্ন আদালতে বারবার জামিনের আবেদন করেও জামিন পাচ্ছিলেন না, তখন আরিয়ানের জন্য সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন হৃতিক। সেখানে লিখেছিলেন, প্রিয় আরিয়ান, জীবন এক অদ্ভুত যাত্রা। যেখানে চড়াই-উতরাই থাকবে। অনিশ্চয়তায় ভরা বলেই জীবন চমৎকার। কিন্তু ঈশ্বর আসলে দয়ালু। যাদের মনের জোর বেশি, তিনি কেবল তাদেরই কঠিন পরীক্ষায় ফেলেন। তোমার ভেতরের নানা রকম অনুভূতি জ্বলে-পুড়ে ছাই হয়ে যাবে। আর সেখান থেকেই বেরিয়ে আসবে তোমার নায়কসত্তা। ভুল, ঠিক, সাফল্য, ব্যর্থতা সবই সমান। কিন্তু এগুলোর মধ্যে কোনটি তুমি রাখবে, কোনটি ফেলে দেবে, সেই সিদ্ধান্ত তোমার।’
নিঃসন্তান মায়ের বেদনাগাথা
নিঃসন্তান মায়ের বেদনাগাথা নিয়ে নির্মিত হয়েছে বিটিভির নাটক ‘চার দেয়ালের মধ্যখানে’। পার্থ সারথী দাসের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। এটি প্রচারিত হবে আজ রাত ৯টায়। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, আহসান হাবীব নাসিম, সুষমা সরকার, রিমু রোজা, মোস্তাফিজুর রহমান, গাজী রোকন এবং শিশুশিল্পী ফাইজা। নাটকের গল্পে দেখা যাবে, চাকরিজীবী রায়হান অবৈধ অর্থে বিত্তবান হলেও সংসারে অসুখী। স্ত্রী রীতার সন্তান না হওয়ায় তার অবহেলায় মানসিকভাবে বিপর্যস্ত। শাশুড়িও রীতাকে বিদ্রƒপ করে। বাড়ির দারোয়ান তার মনের বেদনা বুঝতে পেরে একটি সন্তান চুরি করে এনে দিতে চাইলেও রাজি হয় না রীতা। একপর্যায়ে রীতার শাশুড়ি ছেলেকে আবার বিয়ে দেবেন বলে মনস্থির করেন। রীতা সিদ্ধান্ত নেয় স্বামীর দ্বিতীয় বিয়ের রাতেই বাড়ি ছেড়ে চলে যাওয়ার। চলতে থাকে সবার মানসিক দ্বন্দ্ব।