বিচ্ছেদের গুঞ্জনের পর রেড কার্পেটে
ইফতেখার শুভ | ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০
গত ২৯ নভেম্বর দ্য ব্রিটিশ ফ্যাশন কাউন্সিল আয়োজন করেছিল দ্য ফ্যাশন অ্যাওয়ার্ডস ২০২১। এ উপলক্ষে লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে বসেছিল তারার মেলা। সেখানে লালগালিচা ঝলমলিয়ে উঠেছিল মডেল থেকে অভিনেত্রীদের বাহারি সাজে। রেড কার্পেটে আবারও মাত করলেন ভারতের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী হলিউড গায়ক নিক জোনাস। কদিন আগে এই জুটির বিচ্ছেদেও গুঞ্জন ওঠে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজের নাম থেকে জোনাস পদবি বাদ দেওয়ায় শুরু হয় গুঞ্জন। পরে জানা যায়, বহাল তবিয়তেই আছেন এই জুটি। নেটফ্লিক্সের একটি রোস্ট শোয়ের জন্য এমন ব্যতিক্রমী প্রচার কৌশল বের করেন তিনি। সেই শোতে স্বামী নিক জোনাসসহ দেবর ও ভাসুরকে রোস্ট করেন প্রিয়াঙ্কা। সবমিলিয়ে কটা দিন একসঙ্গে থাকা হচ্ছে নিক প্রিয়াঙ্কার। কারণ ২০১৮ সালে তাদের বিয়ের পর গেল তিন বছরে এই তারকা দম্পতি একসঙ্গে কয়দিন কাটিয়েছেন, সেটা হিসাব করে বলে দেওয়া যায়। তাদের দেখা না হওয়ার মূল কারণ পেশাগত ব্যস্ততা। এই যেমন গেল এক বছর প্রিয়াঙ্কা লন্ডনে ‘সিটাডেল’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত, নিক আছেন আটলান্টিকের ওপারে লস অ্যাঞ্জেলেসে। প্রিয় মানুষের সান্নিধ্য বঞ্চিত থাকা এই সময়কে ‘ভীষণ কঠিন’ বলে আখ্যা দিয়েছেন ভারতীয় অভিনেত্রী। ‘লেডিস ফার্স্ট উইথ লরা ব্রাউন’ পডকাস্টে হাজির হয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘নিককে ছাড়া অনেক সময়ই একাকিত্বে ভুগেছি। তবে সারাক্ষণই আমাদের ফোনে কথা হয়, আমরা একে অন্যের সম্পর্কে জানি। লং ডিস্ট্যান্স রিলেশনশিপ ভীষণ কঠিন হলেও কোনো রকমে আমরা মানিয়ে নিয়েছি। গেল এক বছরে বহুবার নিক লন্ডনে এসেছে। এমনও হয়েছে সন্ধ্যায় পৌঁছে ডিনার সেরে আবার ফিরে গেছে।’ কভিডের প্রভাব ব্যক্তিগত সম্পর্কেও পড়েছে প্রিয়াঙ্কা-নিকের। কারণ এখন অনেক ছবিরই শ্যুটিং হয় জৈব সুরক্ষা বলয়ে। এ ছাড়া গেল বছরের দীর্ঘ সময় ইউরোপে কোয়ারেন্টাইনের কঠোর নিয়ম ছিল। সব মিলিয়ে কঠিন সময় পার করেছেন দুজন। জনপ্রিয় এই পডকাস্টে ব্যক্তিগত সম্পর্ক ছাড়াও প্রিয়াঙ্কা কথা বলেছেন এশিয়ায় বর্ণবৈষম্য নিয়েও। ‘এশিয়ায় সৌন্দর্যের মানদ- নিয়ে অদ্ভুত সব ধারণা প্রচলিত। আমার মতো ধূসর বর্ণের মেয়েরা নিশ্চিতভাবেই সেখানে নানা ধরনের বৈষম্যের শিকার হয়’ বলেন প্রিয়াঙ্কা।
শেয়ার করুন
ইফতেখার শুভ | ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০

গত ২৯ নভেম্বর দ্য ব্রিটিশ ফ্যাশন কাউন্সিল আয়োজন করেছিল দ্য ফ্যাশন অ্যাওয়ার্ডস ২০২১। এ উপলক্ষে লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে বসেছিল তারার মেলা। সেখানে লালগালিচা ঝলমলিয়ে উঠেছিল মডেল থেকে অভিনেত্রীদের বাহারি সাজে। রেড কার্পেটে আবারও মাত করলেন ভারতের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী হলিউড গায়ক নিক জোনাস। কদিন আগে এই জুটির বিচ্ছেদেও গুঞ্জন ওঠে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজের নাম থেকে জোনাস পদবি বাদ দেওয়ায় শুরু হয় গুঞ্জন। পরে জানা যায়, বহাল তবিয়তেই আছেন এই জুটি। নেটফ্লিক্সের একটি রোস্ট শোয়ের জন্য এমন ব্যতিক্রমী প্রচার কৌশল বের করেন তিনি। সেই শোতে স্বামী নিক জোনাসসহ দেবর ও ভাসুরকে রোস্ট করেন প্রিয়াঙ্কা। সবমিলিয়ে কটা দিন একসঙ্গে থাকা হচ্ছে নিক প্রিয়াঙ্কার। কারণ ২০১৮ সালে তাদের বিয়ের পর গেল তিন বছরে এই তারকা দম্পতি একসঙ্গে কয়দিন কাটিয়েছেন, সেটা হিসাব করে বলে দেওয়া যায়। তাদের দেখা না হওয়ার মূল কারণ পেশাগত ব্যস্ততা। এই যেমন গেল এক বছর প্রিয়াঙ্কা লন্ডনে ‘সিটাডেল’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত, নিক আছেন আটলান্টিকের ওপারে লস অ্যাঞ্জেলেসে। প্রিয় মানুষের সান্নিধ্য বঞ্চিত থাকা এই সময়কে ‘ভীষণ কঠিন’ বলে আখ্যা দিয়েছেন ভারতীয় অভিনেত্রী। ‘লেডিস ফার্স্ট উইথ লরা ব্রাউন’ পডকাস্টে হাজির হয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘নিককে ছাড়া অনেক সময়ই একাকিত্বে ভুগেছি। তবে সারাক্ষণই আমাদের ফোনে কথা হয়, আমরা একে অন্যের সম্পর্কে জানি। লং ডিস্ট্যান্স রিলেশনশিপ ভীষণ কঠিন হলেও কোনো রকমে আমরা মানিয়ে নিয়েছি। গেল এক বছরে বহুবার নিক লন্ডনে এসেছে। এমনও হয়েছে সন্ধ্যায় পৌঁছে ডিনার সেরে আবার ফিরে গেছে।’ কভিডের প্রভাব ব্যক্তিগত সম্পর্কেও পড়েছে প্রিয়াঙ্কা-নিকের। কারণ এখন অনেক ছবিরই শ্যুটিং হয় জৈব সুরক্ষা বলয়ে। এ ছাড়া গেল বছরের দীর্ঘ সময় ইউরোপে কোয়ারেন্টাইনের কঠোর নিয়ম ছিল। সব মিলিয়ে কঠিন সময় পার করেছেন দুজন। জনপ্রিয় এই পডকাস্টে ব্যক্তিগত সম্পর্ক ছাড়াও প্রিয়াঙ্কা কথা বলেছেন এশিয়ায় বর্ণবৈষম্য নিয়েও। ‘এশিয়ায় সৌন্দর্যের মানদ- নিয়ে অদ্ভুত সব ধারণা প্রচলিত। আমার মতো ধূসর বর্ণের মেয়েরা নিশ্চিতভাবেই সেখানে নানা ধরনের বৈষম্যের শিকার হয়’ বলেন প্রিয়াঙ্কা।