এক ঝলকে
| ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০
হল্যান্ড ভক্তদের জন্য সুখবর
১৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘স্পাইডারম্যান : নো ওয়ে হোম’। এই ছবির মাধ্যমেই শেষ হচ্ছে সিরিজটির ‘হোমকামিং’ ট্রিলজি। শোনা গিয়েছিল, এই ছবির টম হল্যান্ডকে আর মাকড়সা মানবরূপে দেখা যাবে না! কিন্তু স্পাইডারম্যানের ভক্তদের জন্য সুখবর। সিরিজের আরও একটি ত্রয়ী আসছে, আর সেখানে হল্যান্ডই থাকছেন। এটিও যৌথভাবে প্রযোজনা করবে সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট ও মার্ভেল স্টুডিওস। মার্কিন গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের চেয়ারপারসন এমি প্যাসকেল বলেন, ‘মার্ভেলের সঙ্গে এটাই শেষ ছবি নয়। এটা শেষ স্পাইডারম্যানও নয়। আমরা টম হল্যান্ড ও মার্ভেলের সঙ্গে পরবর্তী স্পাইডারম্যান ছবি নিয়ে প্রস্তুতি নিচ্ছি। অন্তত তিনটি ছবি নিয়ে ভাবছি।’ তবে ট্রিলজিটির বিষয়ে এখনো কোনো অফিশিয়াল ঘোষণা আসেনি। ‘হোমকামিং’ত্রয়ীর প্রথম পর্ব ‘স্পাইডারম্যান : হোমকামিং’ মুক্তি পায় ২০১৭ সালে, ২০১৯ সালে আসে ‘স্পাইডারম্যান : ফার ফ্রম হোম’ এবং আগামী ১৭ ডিসেম্বর মুক্তি পাবে শেষ পর্ব ‘স্পাইডারম্যান : নো ওয়ে হোম’। সনির প্রযোজিত ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আয় করে এই ত্রয়ী। ২০০২ থেকে ২০১৪ সাল পর্যন্ত ‘স্পাইডারম্যান’ সিরিজের পাঁচটি ছবি বানায় সনি। কিন্তু ২০১৫ সালে ‘দ্য অ্যামাজিং স্পাইডারম্যান টু’ বক্স অফিসে সুবিধা করতে পারেনি। তখন মার্ভেল ও সনি একটি চুক্তি করে। যার মাধ্যমে ২০১৬ সালে মার্ভেলের ‘ক্যাপ্টেন আমেরিকা : সিভিল ওয়ার’ ছবিতে ঢুকে পড়ে স্পাইডারম্যান।
শাহরুখের পাশে মমতা
ভাইয়ের পাশে দাঁড়ালেন বোন। মুম্বাই সফরে গিয়েই ভাই শাহরুখ খানকে নিয়ে বোন মমতা বললেন, ‘শাহরুখ ষড়যন্ত্রের শিকার।’ বলিউডের কিং খানকে ভাই বলে ডাকেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিং খানের কাছে মমতাও তার বোনের মতো। সেই প্রেক্ষাপটে তিন দিনের মুম্বাই সফরে গিয়ে শাহরুখের কঠিন সময়ের উল্লেখ করলেন ‘দিদি’। মুম্বাই সফরে গিয়ে দ্বিতীয় দিন সিভিল সোসাইটির সদস্যদের সঙ্গে দেখা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী। সেখানে ছিলেন নির্মাতা মহেশ ভাট, গীতিকার জাভেদ আখতার, অভিনেতা শত্রুঘœ সিনহা, রিচা চাড্ডা, স্বরা ভাস্কর, কৌতুকাভিনেতা মুনাওয়ার ফারুকী, সুধেন্দ্র কুলকার্নিসহ অন্যরা। মমতা বলেন, ‘আমি জানি, মহেশ ভাট ষড়যন্ত্রের শিকার, শাহরুখ খান ষড়যন্ত্রের শিকার। আরও অনেকেই ষড়যন্ত্রের শিকার হয়েছেন। কেউ মুখ খুলতে পারছেন, কেউ পারছেন না।’ গত অক্টোবরে মুম্বাই উপকূলে প্রমোদতরীতে মাদককা-ে নাম জড়িয়েছিল শাহরুখপুত্র আরিয়ান খানের। যার জেরে জেলও খাটতে হয়েছে তারকাসন্তানকে। এক মাস পর বাড়ি ফিরেও স্বস্তি নেই। প্রত্যেক শুক্রবারই আদালতের নির্দেশমাফিক আরিয়ানকে হাজিরা দিতে হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর অফিসে। তিন দিনের মুম্বাই সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শাহরুখের সেই কঠিন সময়ের কথাই বললেন। বুঝিয়ে দিলেন, তিনি ভাই কিং খানের পাশেই আছেন।
শেয়ার করুন
| ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০

হল্যান্ড ভক্তদের জন্য সুখবর
১৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘স্পাইডারম্যান : নো ওয়ে হোম’। এই ছবির মাধ্যমেই শেষ হচ্ছে সিরিজটির ‘হোমকামিং’ ট্রিলজি। শোনা গিয়েছিল, এই ছবির টম হল্যান্ডকে আর মাকড়সা মানবরূপে দেখা যাবে না! কিন্তু স্পাইডারম্যানের ভক্তদের জন্য সুখবর। সিরিজের আরও একটি ত্রয়ী আসছে, আর সেখানে হল্যান্ডই থাকছেন। এটিও যৌথভাবে প্রযোজনা করবে সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট ও মার্ভেল স্টুডিওস। মার্কিন গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের চেয়ারপারসন এমি প্যাসকেল বলেন, ‘মার্ভেলের সঙ্গে এটাই শেষ ছবি নয়। এটা শেষ স্পাইডারম্যানও নয়। আমরা টম হল্যান্ড ও মার্ভেলের সঙ্গে পরবর্তী স্পাইডারম্যান ছবি নিয়ে প্রস্তুতি নিচ্ছি। অন্তত তিনটি ছবি নিয়ে ভাবছি।’ তবে ট্রিলজিটির বিষয়ে এখনো কোনো অফিশিয়াল ঘোষণা আসেনি। ‘হোমকামিং’ত্রয়ীর প্রথম পর্ব ‘স্পাইডারম্যান : হোমকামিং’ মুক্তি পায় ২০১৭ সালে, ২০১৯ সালে আসে ‘স্পাইডারম্যান : ফার ফ্রম হোম’ এবং আগামী ১৭ ডিসেম্বর মুক্তি পাবে শেষ পর্ব ‘স্পাইডারম্যান : নো ওয়ে হোম’। সনির প্রযোজিত ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আয় করে এই ত্রয়ী। ২০০২ থেকে ২০১৪ সাল পর্যন্ত ‘স্পাইডারম্যান’ সিরিজের পাঁচটি ছবি বানায় সনি। কিন্তু ২০১৫ সালে ‘দ্য অ্যামাজিং স্পাইডারম্যান টু’ বক্স অফিসে সুবিধা করতে পারেনি। তখন মার্ভেল ও সনি একটি চুক্তি করে। যার মাধ্যমে ২০১৬ সালে মার্ভেলের ‘ক্যাপ্টেন আমেরিকা : সিভিল ওয়ার’ ছবিতে ঢুকে পড়ে স্পাইডারম্যান।
শাহরুখের পাশে মমতা
ভাইয়ের পাশে দাঁড়ালেন বোন। মুম্বাই সফরে গিয়েই ভাই শাহরুখ খানকে নিয়ে বোন মমতা বললেন, ‘শাহরুখ ষড়যন্ত্রের শিকার।’ বলিউডের কিং খানকে ভাই বলে ডাকেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিং খানের কাছে মমতাও তার বোনের মতো। সেই প্রেক্ষাপটে তিন দিনের মুম্বাই সফরে গিয়ে শাহরুখের কঠিন সময়ের উল্লেখ করলেন ‘দিদি’। মুম্বাই সফরে গিয়ে দ্বিতীয় দিন সিভিল সোসাইটির সদস্যদের সঙ্গে দেখা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী। সেখানে ছিলেন নির্মাতা মহেশ ভাট, গীতিকার জাভেদ আখতার, অভিনেতা শত্রুঘœ সিনহা, রিচা চাড্ডা, স্বরা ভাস্কর, কৌতুকাভিনেতা মুনাওয়ার ফারুকী, সুধেন্দ্র কুলকার্নিসহ অন্যরা। মমতা বলেন, ‘আমি জানি, মহেশ ভাট ষড়যন্ত্রের শিকার, শাহরুখ খান ষড়যন্ত্রের শিকার। আরও অনেকেই ষড়যন্ত্রের শিকার হয়েছেন। কেউ মুখ খুলতে পারছেন, কেউ পারছেন না।’ গত অক্টোবরে মুম্বাই উপকূলে প্রমোদতরীতে মাদককা-ে নাম জড়িয়েছিল শাহরুখপুত্র আরিয়ান খানের। যার জেরে জেলও খাটতে হয়েছে তারকাসন্তানকে। এক মাস পর বাড়ি ফিরেও স্বস্তি নেই। প্রত্যেক শুক্রবারই আদালতের নির্দেশমাফিক আরিয়ানকে হাজিরা দিতে হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর অফিসে। তিন দিনের মুম্বাই সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শাহরুখের সেই কঠিন সময়ের কথাই বললেন। বুঝিয়ে দিলেন, তিনি ভাই কিং খানের পাশেই আছেন।