এটিই শাফকাতের প্রথম বাংলা গান
রণ | ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০
গত বৃহস্পতিবার রাতে ইউটিউবে প্রকাশিত হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী সিঁথি সাহার মিউজিক ভিডিও ‘রাত জাগা পাখি’। এর বিশেষ আকর্ষণ উপমহাদেশের প্রখ্যাত গায়ক শাফকাত আমানত আলী। এই গান ও সমসাময়িক বিষয়ে গায়িকার সঙ্গে কথা বলেছেন রণ। ছবি : আবুল কালাম আজাদ
রাত জাগা পাখি...
অল্প সময়ের মধ্যে ‘রাত জাগা পাখি’র ভিডিও থেকে যে সাড়া পাচ্ছি সেটা আসলে প্রত্যাশা করিনি। তবে কাজটির প্রতি আমার ভালোবাসা ও সততা ছিল অন্যরকম। অনেক আগেই গানটি রেকর্ড করা হয়েছিল। এটি শাফকাত আমানত আলীর প্রথম বাংলা গান। বুঝতেই পারছেন, তার মতো শিল্পী কতটা বাছবিচার করেছেন গানটির ব্যাপারে। এমনকি তিনি ‘রাত জাগা পাখি’র প্রকাশনা অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়েও বলেছেন, গানটির কথা, সুর ও কম্পোজিশন তাকে মুগ্ধ করেছে বলেই কাজটি তিনি করেছেন। কলকাতার নামকরা সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত গানটির কথা ও সুর করেছেন। তার সঙ্গে এর আগেও কাজ করে সফলতা পেয়েছি। সব মিলিয়ে অদ্ভুত ভালো লাগা কাজ করছে।
মিউজিক ভিডিও...
করোনার জন্য গানটি প্রকাশ করতে দেরি হয়েছে। তাই মিউজিক ভিডিওর কাজ করেছি সম্প্রতি। শাহরিয়ার পলকের কাজের ব্যাপারে অনেকেই জানেন। ‘রাত জাগা পাখি’তে আমার সঙ্গে মডেল হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক এবিএম সুমন। সেমি ক্লাসিক্যাল ধাঁচের গানটির প্রশংসা তো পাচ্ছিই, ভিডিওটির জন্যও সমান ভালোবাসা পাচ্ছি। যারা দেখেছেন তারা বলেছেন, এমন একটি গানের জন্য এমনই একটি লার্জার দ্যান লাইফ মিউজিক ভিডিও দরকার ছিল। বড় আয়োজনে শৈল্পিক কিছু দৃশ্যের মাধ্যমে একটি ভিন্ন ধাঁচের রোমান্টিক গল্প তুলে ধরা হয়েছে। ভিডিওতে শাফকাত আমানত আলীকে খুব মিস করেছি। করোনার কারণে তিনি আসতে পারেননি। তবে সামনে যে তিনটি গান আমরা দুজন করছি, আশা করছি সব কটির ভিডিওতেই তিনি থাকবেন।
প্রকাশনা...
শীতকাল হলো কনসার্টের মৌসুম। তাই ‘রাত জাগা পাখি’র প্রকাশনা অনুষ্ঠানে একটি একক কনসার্ট করতে চেয়েছিলাম। যাতে অতিথিরা দারুণ একটা সময় কাটাতে পারেন। উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, ভিডিওর স্পন্সর কোম্পানি স্কয়ার গ্রুপের স্বপন চৌধুরী, চলচ্চিত্র অভিনেতা ওমর সানি, সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ, ধ্রুবগুহসহ তরুণ প্রজন্মের অনেকে। সাধারণত দর্শকের সামনেই আমরা সরাসরি পারফর্ম করি। এদিন কাছের মানুষদের সামনে পারফর্ম করে অন্যরকম ভালোলাগা কাজ করছিল। অনেকে পরে আমাকে ফোন করে জানিয়েছেন, তারা অন্য এক সিঁথিকে আবিষ্কার করেছেন। কেউ বলেছেন, যার লাইভ পারফরমেন্স অসাধারণ সে-ই তো ট্রু আর্টিস্ট।
ব্যস্ততা...
গত মাস থেকে স্টেজ শো শুরু হয়েছে। গত মাসে ছয়টি শো করলাম। এ মাসের জন্য এখনই অনেকগুলো শোয়ের কথা চূড়ান্ত হয়েছে। মাছরাঙা টেলিভিশনে ‘সিঁথির অতিথি’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করি। প্রায় ৭০টি পর্ব প্রচারিত হয়েছে। এই অনুষ্ঠানের পুরো পরিকল্পনাই আমার। আমি যদি একজন কিংবদন্তি শিল্পীর বাড়িতে বেড়াতে যেতাম বা আমার বাড়িতে যদি তারা আসতেন, তখন যেভাবে কথা বলতাম, সেভাবেই অনুষ্ঠানটা করছি। তাই এটাকে আমার ঠিক উপস্থাপনা মনে হয় না।
শেয়ার করুন
রণ | ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০

গত বৃহস্পতিবার রাতে ইউটিউবে প্রকাশিত হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী সিঁথি সাহার মিউজিক ভিডিও ‘রাত জাগা পাখি’। এর বিশেষ আকর্ষণ উপমহাদেশের প্রখ্যাত গায়ক শাফকাত আমানত আলী। এই গান ও সমসাময়িক বিষয়ে গায়িকার সঙ্গে কথা বলেছেন রণ। ছবি : আবুল কালাম আজাদ
রাত জাগা পাখি...
অল্প সময়ের মধ্যে ‘রাত জাগা পাখি’র ভিডিও থেকে যে সাড়া পাচ্ছি সেটা আসলে প্রত্যাশা করিনি। তবে কাজটির প্রতি আমার ভালোবাসা ও সততা ছিল অন্যরকম। অনেক আগেই গানটি রেকর্ড করা হয়েছিল। এটি শাফকাত আমানত আলীর প্রথম বাংলা গান। বুঝতেই পারছেন, তার মতো শিল্পী কতটা বাছবিচার করেছেন গানটির ব্যাপারে। এমনকি তিনি ‘রাত জাগা পাখি’র প্রকাশনা অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়েও বলেছেন, গানটির কথা, সুর ও কম্পোজিশন তাকে মুগ্ধ করেছে বলেই কাজটি তিনি করেছেন। কলকাতার নামকরা সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত গানটির কথা ও সুর করেছেন। তার সঙ্গে এর আগেও কাজ করে সফলতা পেয়েছি। সব মিলিয়ে অদ্ভুত ভালো লাগা কাজ করছে।
মিউজিক ভিডিও...
করোনার জন্য গানটি প্রকাশ করতে দেরি হয়েছে। তাই মিউজিক ভিডিওর কাজ করেছি সম্প্রতি। শাহরিয়ার পলকের কাজের ব্যাপারে অনেকেই জানেন। ‘রাত জাগা পাখি’তে আমার সঙ্গে মডেল হয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক এবিএম সুমন। সেমি ক্লাসিক্যাল ধাঁচের গানটির প্রশংসা তো পাচ্ছিই, ভিডিওটির জন্যও সমান ভালোবাসা পাচ্ছি। যারা দেখেছেন তারা বলেছেন, এমন একটি গানের জন্য এমনই একটি লার্জার দ্যান লাইফ মিউজিক ভিডিও দরকার ছিল। বড় আয়োজনে শৈল্পিক কিছু দৃশ্যের মাধ্যমে একটি ভিন্ন ধাঁচের রোমান্টিক গল্প তুলে ধরা হয়েছে। ভিডিওতে শাফকাত আমানত আলীকে খুব মিস করেছি। করোনার কারণে তিনি আসতে পারেননি। তবে সামনে যে তিনটি গান আমরা দুজন করছি, আশা করছি সব কটির ভিডিওতেই তিনি থাকবেন।
প্রকাশনা...
শীতকাল হলো কনসার্টের মৌসুম। তাই ‘রাত জাগা পাখি’র প্রকাশনা অনুষ্ঠানে একটি একক কনসার্ট করতে চেয়েছিলাম। যাতে অতিথিরা দারুণ একটা সময় কাটাতে পারেন। উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, ভিডিওর স্পন্সর কোম্পানি স্কয়ার গ্রুপের স্বপন চৌধুরী, চলচ্চিত্র অভিনেতা ওমর সানি, সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ, ধ্রুবগুহসহ তরুণ প্রজন্মের অনেকে। সাধারণত দর্শকের সামনেই আমরা সরাসরি পারফর্ম করি। এদিন কাছের মানুষদের সামনে পারফর্ম করে অন্যরকম ভালোলাগা কাজ করছিল। অনেকে পরে আমাকে ফোন করে জানিয়েছেন, তারা অন্য এক সিঁথিকে আবিষ্কার করেছেন। কেউ বলেছেন, যার লাইভ পারফরমেন্স অসাধারণ সে-ই তো ট্রু আর্টিস্ট।
ব্যস্ততা...
গত মাস থেকে স্টেজ শো শুরু হয়েছে। গত মাসে ছয়টি শো করলাম। এ মাসের জন্য এখনই অনেকগুলো শোয়ের কথা চূড়ান্ত হয়েছে। মাছরাঙা টেলিভিশনে ‘সিঁথির অতিথি’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করি। প্রায় ৭০টি পর্ব প্রচারিত হয়েছে। এই অনুষ্ঠানের পুরো পরিকল্পনাই আমার। আমি যদি একজন কিংবদন্তি শিল্পীর বাড়িতে বেড়াতে যেতাম বা আমার বাড়িতে যদি তারা আসতেন, তখন যেভাবে কথা বলতাম, সেভাবেই অনুষ্ঠানটা করছি। তাই এটাকে আমার ঠিক উপস্থাপনা মনে হয় না।