বিয়ে কি হয়েই গেল!
ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে নিয়ে চর্চা থামছে না কিছুতেই। প্রতিদিনই নিত্যনতুন জল্পনা উঠে আসছে। তবে বিয়ের খবর নিয়ে মুখে কুলুপ তারকা জুটির। আদৌ তাদের বিয়ে হচ্ছে, নাকি নিছকই গুজব, তা নিয়ে ছিল ধোঁয়াশা। এবার বোধহয় সেই সন্দেহের চাদর সরে যাচ্ছে। ভিকি আর ক্যাটের বিয়েকে ঘিরে এক চিঠি ফাঁস হয়েছে। আর এই চিঠি নিশ্চিত করছে গতকালই ভিকি আর ক্যাটের বিয়ে হয়েছে! তবে সেটি আইনি বিয়ে। আর আগের তথ্যমতে, রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্টে আগামী ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়বেন তারা। এ দুই তারকা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট ১৯৫৪ অনুযায়ী বিয়ে নিবন্ধিত করাতে চান। তাই রাজস্থানের সোয়াই মাধোপুরের অতিরিক্ত জেলা কালেক্টর সুরজ সিং নেগি ভিকি আর ক্যাটের বিয়েকে নিয়ে এক চিঠি জারি করেছেন। এই চিঠি প্রকাশ্যে আসার পর সবাই নিশ্চিত যে বলিউডের এই ‘লাভ বার্ড’ নিজেদের চিরবন্ধনে বাঁধতে চলেছেন। তবে এখন সবাই তাকিয়ে আছেন ভিকি আর ক্যাটের বিয়ের আসরে বলিউডের কোন কোন তারকাকে দেখা যাবে। জোর খবর যে ক্যাটরিনা তার আমন্ত্রিতদের তালিকা থেকে সাবেক প্রেমিক রণবীর কাপুরকে বাদ দিয়েছেন। অনেকের মতে, রণবীরের সঙ্গে গভীর প্রেমের ক্ষত এখনো শুকায়নি। আর তাই এই বলিউড নায়িকা এ সিদ্ধান্ত নিয়েছেন। এও শোনা যাচ্ছে, ক্যাটরিনা তার আরেক সাবেক প্রেমিক সালমান খান ও তার পরিবারের কাউকেই বিয়েতে আমন্ত্রণ জানাননি। সালমানের ছোট বোন ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন, ‘আমরা বিয়ের জন্য কোনো আমন্ত্রণ পাইনি।’ শুধু বলিউড তারকারা নন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কয়েকজন শীর্ষ কর্মকর্তা এই বিয়েতে উপস্থিত থাকবেন। বিয়েতে শামিল হওয়ার জন্য আমন্ত্রিত ব্যক্তিদের সামনে বেশ কিছু শর্ত রাখা হয়েছে। এই শর্ত অনুযায়ী অতিথিরা জানাতে পারবেন না যে তারা বিয়েতে আমন্ত্রণ পেয়েছেন। তারা কোনো ছবিও তুলতে পারবেন না।
শেয়ার করুন

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে নিয়ে চর্চা থামছে না কিছুতেই। প্রতিদিনই নিত্যনতুন জল্পনা উঠে আসছে। তবে বিয়ের খবর নিয়ে মুখে কুলুপ তারকা জুটির। আদৌ তাদের বিয়ে হচ্ছে, নাকি নিছকই গুজব, তা নিয়ে ছিল ধোঁয়াশা। এবার বোধহয় সেই সন্দেহের চাদর সরে যাচ্ছে। ভিকি আর ক্যাটের বিয়েকে ঘিরে এক চিঠি ফাঁস হয়েছে। আর এই চিঠি নিশ্চিত করছে গতকালই ভিকি আর ক্যাটের বিয়ে হয়েছে! তবে সেটি আইনি বিয়ে। আর আগের তথ্যমতে, রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্টে আগামী ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়বেন তারা। এ দুই তারকা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট ১৯৫৪ অনুযায়ী বিয়ে নিবন্ধিত করাতে চান। তাই রাজস্থানের সোয়াই মাধোপুরের অতিরিক্ত জেলা কালেক্টর সুরজ সিং নেগি ভিকি আর ক্যাটের বিয়েকে নিয়ে এক চিঠি জারি করেছেন। এই চিঠি প্রকাশ্যে আসার পর সবাই নিশ্চিত যে বলিউডের এই ‘লাভ বার্ড’ নিজেদের চিরবন্ধনে বাঁধতে চলেছেন। তবে এখন সবাই তাকিয়ে আছেন ভিকি আর ক্যাটের বিয়ের আসরে বলিউডের কোন কোন তারকাকে দেখা যাবে। জোর খবর যে ক্যাটরিনা তার আমন্ত্রিতদের তালিকা থেকে সাবেক প্রেমিক রণবীর কাপুরকে বাদ দিয়েছেন। অনেকের মতে, রণবীরের সঙ্গে গভীর প্রেমের ক্ষত এখনো শুকায়নি। আর তাই এই বলিউড নায়িকা এ সিদ্ধান্ত নিয়েছেন। এও শোনা যাচ্ছে, ক্যাটরিনা তার আরেক সাবেক প্রেমিক সালমান খান ও তার পরিবারের কাউকেই বিয়েতে আমন্ত্রণ জানাননি। সালমানের ছোট বোন ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন, ‘আমরা বিয়ের জন্য কোনো আমন্ত্রণ পাইনি।’ শুধু বলিউড তারকারা নন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কয়েকজন শীর্ষ কর্মকর্তা এই বিয়েতে উপস্থিত থাকবেন। বিয়েতে শামিল হওয়ার জন্য আমন্ত্রিত ব্যক্তিদের সামনে বেশ কিছু শর্ত রাখা হয়েছে। এই শর্ত অনুযায়ী অতিথিরা জানাতে পারবেন না যে তারা বিয়েতে আমন্ত্রণ পেয়েছেন। তারা কোনো ছবিও তুলতে পারবেন না।