এক ঝলকে
ফের লিন্ডসের বাগদান
আংটিবদল করলেন হলিউড অভিনেত্রী ও গায়িকা লিন্ডসে লোহান। রবিবার ভোরে নিজেই সে খবর জানিয়েছেন। অনামিকায় আংটিসহ হাতটি গালে রেখে প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। লিখেছেন, ‘আমার প্রেম, আমার জীবন, আমার পরিবার।’ লোহানের সেই পরিবার, প্রেম ও জীবনের নাম বেডার শ্যামাস, পেশায় ব্যবসায়ী। দুবাইয়ের একটি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের এভিপি। তার সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন লোহান। সব কটি ছবিতেই লোহানের হাতে দেখা গেছে আংটি। দুই বছর হলো তারা সম্পর্কে জড়িয়েছেন। বেডার শ্যামাস লোহানের পোস্ট শেয়ার করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দীর্ঘদিন বেপরোয়া জীবনযাপনের পর স্বাভাবিক জীবনে ফিরেছেন তিনি। এটি লোহানের দ্বিতীয় বাগদান। এর আগে রাশিয়ান এক ধনকুবেরের সঙ্গে আংটিবদল করেছিলেন তিনি। ২০১৬ সালে তাদের সম্পর্ক ভেঙে যায়। অভিনয় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর লিন্ডসে লোহান ইউরোপ ও দুবাইয়ে থাকতে শুরু করেন। ধারণা করা হচ্ছে, সে সময়ই বেডারের সঙ্গে তার পরিচয়। বড়দিনে নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে লোহান অভিনীত নতুন একটি সিনেমা। ইতিমধ্যে ছবিটির ফার্স্ট লুক প্রকাশ করেছে নেটফ্লিক্স। তবে এখন পর্যন্ত ছবির নাম প্রকাশ করেনি তারা। এ ছবির মধ্য দিয়ে অনেক দিন পর আবারও পর্দায় ফিরছেন লোহান। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন কর্ড ওভারস্ট্রিট। ছবিতেও লোহান সদ্য বাগদান হওয়া এক তরুণী। স্কি করতে গিয়ে দুর্ঘটনায় স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন তিনি। জ্ঞান ফেরার পর দেখতে পান এক সুপুরুষ তার দেখভাল করছেন। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জর্জ ইয়াং, জ্যাক ওয়াগনার, অলিভিয়া পেরেজ প্রমুখ।
দুই খানের সম্পর্কের গভীরতা
দুজনের বন্ধুত্বের কথা নতুন করে বলার আর দরকার পড়ে না। শাহরুখ খানের ছেলে আরিয়ান খান গ্রেপ্তার হওয়ার পর তারকাদের মধ্যে শাহরুখের কাছে প্রথম ছুটে গিয়েছিলেন সালমান খান। শোনা যায়, সে সময় শ্যুটিংও বন্ধ রেখেছিলেন তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে সেই বন্ধুত্বের বন্ধন যেন আরও শক্তিশালী করলেন সালমান। সম্প্রতি ‘দ্য কপিল শর্মা’ শোতে গিয়েছিলেন সালমান খান। উদ্দেশ্য ‘অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ’ ছবির প্রচারণা। সেই অনুষ্ঠানে এক ভক্তের সঙ্গে কথা বলছিলেন সালমান। ওই ভক্ত সালমানকে জানান, তিনি একজন ছোটখাটো অভিনেতা। তাকে থামিয়ে দিয়েই সালমান খান বলেন, ‘কোনো কাজই ছোটখাটো নয়। শাহরুখের সিনেমার ওই সংলাপটা মনে নেই তোমার?’ উত্তরে ওই ভক্ত বলেন, ‘একজনই ভাই আছেন। তিনি গোটা হিন্দুস্তানের ভাই। একমাত্র তাকেই আমি চিনি।’ ভক্তের মুখে এমন কথা শুনে পাল্টা উত্তর দেন ভাইজান। তিনি বলেন, ‘কিন্তু শাহরুখ তো আমার ভাই। আর ভাইয়ের ভাইকে তুমি কী বলবে?’ এরপরই ওই ব্যক্তি বলেন, ‘ভাই-ই বলব।’ এটা শুনে সালমান বলেন, ‘হ্যাঁ, এটা সব সময় মনে রাখবে।’ সালমান খান, তার ভগ্নিপতি আয়ুষ শর্মা ও মহিমা মাকওয়ানা অভিনীত ‘অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ’ এখন সিনেমা হলে চলছে। সামনেই ভাইজানের ‘দাবাং ফোর’ আসছে। সম্প্রতি তিনি জানিয়েছেন, ভিন্নধর্মী একটি ছবি হতে যাচ্ছে ‘দাবাং ফোর’। তার হাতে আছে ‘টাইগার থ্রি’ ছবিটিও।
শেয়ার করুন

ফের লিন্ডসের বাগদান
আংটিবদল করলেন হলিউড অভিনেত্রী ও গায়িকা লিন্ডসে লোহান। রবিবার ভোরে নিজেই সে খবর জানিয়েছেন। অনামিকায় আংটিসহ হাতটি গালে রেখে প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। লিখেছেন, ‘আমার প্রেম, আমার জীবন, আমার পরিবার।’ লোহানের সেই পরিবার, প্রেম ও জীবনের নাম বেডার শ্যামাস, পেশায় ব্যবসায়ী। দুবাইয়ের একটি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের এভিপি। তার সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন লোহান। সব কটি ছবিতেই লোহানের হাতে দেখা গেছে আংটি। দুই বছর হলো তারা সম্পর্কে জড়িয়েছেন। বেডার শ্যামাস লোহানের পোস্ট শেয়ার করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দীর্ঘদিন বেপরোয়া জীবনযাপনের পর স্বাভাবিক জীবনে ফিরেছেন তিনি। এটি লোহানের দ্বিতীয় বাগদান। এর আগে রাশিয়ান এক ধনকুবেরের সঙ্গে আংটিবদল করেছিলেন তিনি। ২০১৬ সালে তাদের সম্পর্ক ভেঙে যায়। অভিনয় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর লিন্ডসে লোহান ইউরোপ ও দুবাইয়ে থাকতে শুরু করেন। ধারণা করা হচ্ছে, সে সময়ই বেডারের সঙ্গে তার পরিচয়। বড়দিনে নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে লোহান অভিনীত নতুন একটি সিনেমা। ইতিমধ্যে ছবিটির ফার্স্ট লুক প্রকাশ করেছে নেটফ্লিক্স। তবে এখন পর্যন্ত ছবির নাম প্রকাশ করেনি তারা। এ ছবির মধ্য দিয়ে অনেক দিন পর আবারও পর্দায় ফিরছেন লোহান। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন কর্ড ওভারস্ট্রিট। ছবিতেও লোহান সদ্য বাগদান হওয়া এক তরুণী। স্কি করতে গিয়ে দুর্ঘটনায় স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন তিনি। জ্ঞান ফেরার পর দেখতে পান এক সুপুরুষ তার দেখভাল করছেন। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জর্জ ইয়াং, জ্যাক ওয়াগনার, অলিভিয়া পেরেজ প্রমুখ।
দুই খানের সম্পর্কের গভীরতা
দুজনের বন্ধুত্বের কথা নতুন করে বলার আর দরকার পড়ে না। শাহরুখ খানের ছেলে আরিয়ান খান গ্রেপ্তার হওয়ার পর তারকাদের মধ্যে শাহরুখের কাছে প্রথম ছুটে গিয়েছিলেন সালমান খান। শোনা যায়, সে সময় শ্যুটিংও বন্ধ রেখেছিলেন তিনি। সম্প্রতি একটি অনুষ্ঠানে সেই বন্ধুত্বের বন্ধন যেন আরও শক্তিশালী করলেন সালমান। সম্প্রতি ‘দ্য কপিল শর্মা’ শোতে গিয়েছিলেন সালমান খান। উদ্দেশ্য ‘অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ’ ছবির প্রচারণা। সেই অনুষ্ঠানে এক ভক্তের সঙ্গে কথা বলছিলেন সালমান। ওই ভক্ত সালমানকে জানান, তিনি একজন ছোটখাটো অভিনেতা। তাকে থামিয়ে দিয়েই সালমান খান বলেন, ‘কোনো কাজই ছোটখাটো নয়। শাহরুখের সিনেমার ওই সংলাপটা মনে নেই তোমার?’ উত্তরে ওই ভক্ত বলেন, ‘একজনই ভাই আছেন। তিনি গোটা হিন্দুস্তানের ভাই। একমাত্র তাকেই আমি চিনি।’ ভক্তের মুখে এমন কথা শুনে পাল্টা উত্তর দেন ভাইজান। তিনি বলেন, ‘কিন্তু শাহরুখ তো আমার ভাই। আর ভাইয়ের ভাইকে তুমি কী বলবে?’ এরপরই ওই ব্যক্তি বলেন, ‘ভাই-ই বলব।’ এটা শুনে সালমান বলেন, ‘হ্যাঁ, এটা সব সময় মনে রাখবে।’ সালমান খান, তার ভগ্নিপতি আয়ুষ শর্মা ও মহিমা মাকওয়ানা অভিনীত ‘অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ’ এখন সিনেমা হলে চলছে। সামনেই ভাইজানের ‘দাবাং ফোর’ আসছে। সম্প্রতি তিনি জানিয়েছেন, ভিন্নধর্মী একটি ছবি হতে যাচ্ছে ‘দাবাং ফোর’। তার হাতে আছে ‘টাইগার থ্রি’ ছবিটিও।