রোজিনার নতুন তিন মিউজিক ভিডিও
মাটির সোঁদা গন্ধ সংগীতশিল্পী রোজিনার কণ্ঠে। দরাজ কণ্ঠে তিনি গেয়ে ওঠেন ফোক গান, আবার কখনো চলমান কোনো ইস্যু নিয়ে। পরপর নতুন তিনটি গানের ভিডিও প্রকাশিত হলো এই গায়িকার। গত ১ ডিসেম্বর প্রকাশিত হয়েছে মিউজিক ভিডিও ‘মনপাখি’। এর আগে প্রকাশ হয় ‘রাত জেগে থাকি’ গানের ভিডিও। দুটি ভিডিওই ‘বেঙ্গল চ্যানেল ২৪’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। রোজিনা বলেন, ‘‘লোক আঙ্গিকের ‘মনপাখি’ গানটি লিখেছেন পুলিশ কর্মকর্তা নুরুল ইসলাম বিপিএম। আর ‘রাত জেগে থাকি’ গানটি লিখেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ হোসেন বাবু। গানটি গ্রামবাংলার সহজ সরল এক মেয়ের প্রেম ও বিরহকে কেন্দ্র করে। গান দুটির কথা, সুর এবং সংগীতায়োজন দারুণ হয়েছে। প্রকাশের পর শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। আশা করছি সময় যত গড়াবে গানটি আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে।’’ এই গান দুটির আগে রোজিনার কণ্ঠে ‘আলো তুমি অধরা’ নামের আরেকটি গানের ভিডিও প্রকাশ হয় ‘গানের আসর’ নামের ইউটিউব চ্যানেলে। সেই গানে উঠে এসেছে করোনাকালে মানুষের স্বপ্নভঙ্গের কথা। সম্প্রতি আরও কিছু নতুন গানের কাজ করছেন রোজিনা। গানের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডেও জড়িত এ সংগীতশিল্পী।
শেয়ার করুন

মাটির সোঁদা গন্ধ সংগীতশিল্পী রোজিনার কণ্ঠে। দরাজ কণ্ঠে তিনি গেয়ে ওঠেন ফোক গান, আবার কখনো চলমান কোনো ইস্যু নিয়ে। পরপর নতুন তিনটি গানের ভিডিও প্রকাশিত হলো এই গায়িকার। গত ১ ডিসেম্বর প্রকাশিত হয়েছে মিউজিক ভিডিও ‘মনপাখি’। এর আগে প্রকাশ হয় ‘রাত জেগে থাকি’ গানের ভিডিও। দুটি ভিডিওই ‘বেঙ্গল চ্যানেল ২৪’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। রোজিনা বলেন, ‘‘লোক আঙ্গিকের ‘মনপাখি’ গানটি লিখেছেন পুলিশ কর্মকর্তা নুরুল ইসলাম বিপিএম। আর ‘রাত জেগে থাকি’ গানটি লিখেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ হোসেন বাবু। গানটি গ্রামবাংলার সহজ সরল এক মেয়ের প্রেম ও বিরহকে কেন্দ্র করে। গান দুটির কথা, সুর এবং সংগীতায়োজন দারুণ হয়েছে। প্রকাশের পর শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। আশা করছি সময় যত গড়াবে গানটি আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে।’’ এই গান দুটির আগে রোজিনার কণ্ঠে ‘আলো তুমি অধরা’ নামের আরেকটি গানের ভিডিও প্রকাশ হয় ‘গানের আসর’ নামের ইউটিউব চ্যানেলে। সেই গানে উঠে এসেছে করোনাকালে মানুষের স্বপ্নভঙ্গের কথা। সম্প্রতি আরও কিছু নতুন গানের কাজ করছেন রোজিনা। গানের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডেও জড়িত এ সংগীতশিল্পী।