শোবিজ তারকা হতে চাইনি
রণ | ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০
আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে পরপর দুটি প্রদর্শনী হবে গুণী অভিনেতা আশীষ খন্দকার নির্দেশিত ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’ নাটকের। এই নাটক ও সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন রণ
দুই আগন্তুক বনাম করবী ফুল...
আজ নাটকটির ৪১ ও ৪২তম প্রদর্শনী হবে সন্ধ্যা ৭টা ও ৮টা থেকে। এটি একেবারেই সমকালীন গল্প। ফেরিটেইলের আদলে চার-পাঁচ দশকের গল্প বলা হয়েছে। এতে মানবিক বোধ, বিচ্ছিন্নতা, রাজনৈতিক অস্থিরতায় বিচ্ছিন্ন মানুষের সম্পর্কের দোদুল্যমানতা দেখানো হবে। প্রতি শতকেই পৃথিবী মহামারীর মধ্য দিয়ে যায়। এটি গত শতকের এক মহামারীর গল্প। সমাজে প্রচলিত মিথের ধারণা থেকেই তো বিজ্ঞানের দিকে ধাবিত হয়েছে পৃথিবী। এই যে স্যাটেলাইট ক্যামেরার আবিষ্কার, সেটি এসেছে রূপকথার ম্যাজিক আয়না থেকে। এ নাটকে পাঁচটি চরিত্র আছে। দুজন গরিব রাজকুমার হলো দুই আগন্তুক। তারা প্রাসাদ ষড়যন্ত্রের কারণে রাজপ্রাসাদ থেকে পালায়। পরিচয় হয় জাহাজের পাহারাদার মামুলি ইনসানের সঙ্গে। নিজেকে মামুমি বললেও তার আসলে অনেক রূপ! পরিস্থিতি বুঝে নিজের বেশ বদল করতে সক্ষম। তার সরাইখানায় সাক্ষাৎ মেলে আরেক রহস্যময়ী রমণী বান্দ্রার। সে বনের কাঠুরিয়ার মেয়ে। আরেকটি চরিত্র ঘোড়া। সে হলো, এখনকার সময়ের বুদ্ধিজীবী সন্ত্রাসী। অভিনয় করেছেন ফরহাদ শাওন, তোতো তীমথিয়, মানিসা অর্চি, ওমর ফারুক ও রাসেল ইসলাম।
নতুন নাটক...
শিগগিরই নতুন দুটি মঞ্চ নাটক নিয়ে আসছি। এর মধ্যে একটি পরিবেশ থিয়েটার। নাম ‘দ্য সিক্রেট অব দ্য ব্ল্যাড ডেথ’। আলবেয়ার কামু, কাফকা আর সমকালীন জীবন নিয়ে এই নাটক। প্রায় ৩০ বছর আগে এ দেশে পরিবেশ থিয়েটার ইন্ট্রিডিউজ করি আমি। এ ছাড়া একটি স্টুডিও থিয়েটার করছি। নাম ‘স্টেজ ডোর’। এটা উনিশ শতকের থিয়েটার চর্চার গল্প। তখন সার্কাসের দল ভেঙে যাওয়ায় সেখানকার শিল্পীরা থিয়েটারে যোগ দেয়। লক্ষেèৗ, হায়দরাবাদ থেকে বাঈ এবং সিঙ্গার নিয়ে আসা হয়। তারা ৫০ ভাগ অভিনেত্রী আর ৫০ ভাগ দেহ অপসারিণী।
তারকাখ্যাতি...
নিজেকে আপাদমস্তক থিয়েটারের মানুষ মনে করি। তবে সেটা ভিকিরি কিংবা লাইলি-মজনুটাইপ থিয়েটার নয়। আমি আর্টকে লালন করি। আর্টই আমার সব। নিজের মতো করে আর্ট ফর্ম তৈরি করে কাজ করতে পছন্দ করি। কখনোই সো কলড শোবিজ তারকা হতে চাইনি।
চলচ্চিত্রে...
চলচ্চিত্র শক্তিশালী মাধ্যম। দীর্ঘদিন থেকে যায়। কিন্তু আমি সব ধরনের কাজ করতে পারি না। আমি যেভাবে কাজ করতে চাই, সবাই সেভাবে করেও না। তবে ২০২০-২১ সালে এসে আমাকে সেই সুযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে ১০টির মতো সিনেমায় অভিনয় করেছি। ১০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে নুরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’। এ ছাড়া রয়েছে সৈকত নাসিরের ‘বর্ডার’, আবু রায়হান জুয়েলের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’সহ বেশ কিছু সিনেমা।
শেয়ার করুন
রণ | ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০

আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে পরপর দুটি প্রদর্শনী হবে গুণী অভিনেতা আশীষ খন্দকার নির্দেশিত ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’ নাটকের। এই নাটক ও সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন রণ
দুই আগন্তুক বনাম করবী ফুল...
আজ নাটকটির ৪১ ও ৪২তম প্রদর্শনী হবে সন্ধ্যা ৭টা ও ৮টা থেকে। এটি একেবারেই সমকালীন গল্প। ফেরিটেইলের আদলে চার-পাঁচ দশকের গল্প বলা হয়েছে। এতে মানবিক বোধ, বিচ্ছিন্নতা, রাজনৈতিক অস্থিরতায় বিচ্ছিন্ন মানুষের সম্পর্কের দোদুল্যমানতা দেখানো হবে। প্রতি শতকেই পৃথিবী মহামারীর মধ্য দিয়ে যায়। এটি গত শতকের এক মহামারীর গল্প। সমাজে প্রচলিত মিথের ধারণা থেকেই তো বিজ্ঞানের দিকে ধাবিত হয়েছে পৃথিবী। এই যে স্যাটেলাইট ক্যামেরার আবিষ্কার, সেটি এসেছে রূপকথার ম্যাজিক আয়না থেকে। এ নাটকে পাঁচটি চরিত্র আছে। দুজন গরিব রাজকুমার হলো দুই আগন্তুক। তারা প্রাসাদ ষড়যন্ত্রের কারণে রাজপ্রাসাদ থেকে পালায়। পরিচয় হয় জাহাজের পাহারাদার মামুলি ইনসানের সঙ্গে। নিজেকে মামুমি বললেও তার আসলে অনেক রূপ! পরিস্থিতি বুঝে নিজের বেশ বদল করতে সক্ষম। তার সরাইখানায় সাক্ষাৎ মেলে আরেক রহস্যময়ী রমণী বান্দ্রার। সে বনের কাঠুরিয়ার মেয়ে। আরেকটি চরিত্র ঘোড়া। সে হলো, এখনকার সময়ের বুদ্ধিজীবী সন্ত্রাসী। অভিনয় করেছেন ফরহাদ শাওন, তোতো তীমথিয়, মানিসা অর্চি, ওমর ফারুক ও রাসেল ইসলাম।
নতুন নাটক...
শিগগিরই নতুন দুটি মঞ্চ নাটক নিয়ে আসছি। এর মধ্যে একটি পরিবেশ থিয়েটার। নাম ‘দ্য সিক্রেট অব দ্য ব্ল্যাড ডেথ’। আলবেয়ার কামু, কাফকা আর সমকালীন জীবন নিয়ে এই নাটক। প্রায় ৩০ বছর আগে এ দেশে পরিবেশ থিয়েটার ইন্ট্রিডিউজ করি আমি। এ ছাড়া একটি স্টুডিও থিয়েটার করছি। নাম ‘স্টেজ ডোর’। এটা উনিশ শতকের থিয়েটার চর্চার গল্প। তখন সার্কাসের দল ভেঙে যাওয়ায় সেখানকার শিল্পীরা থিয়েটারে যোগ দেয়। লক্ষেèৗ, হায়দরাবাদ থেকে বাঈ এবং সিঙ্গার নিয়ে আসা হয়। তারা ৫০ ভাগ অভিনেত্রী আর ৫০ ভাগ দেহ অপসারিণী।
তারকাখ্যাতি...
নিজেকে আপাদমস্তক থিয়েটারের মানুষ মনে করি। তবে সেটা ভিকিরি কিংবা লাইলি-মজনুটাইপ থিয়েটার নয়। আমি আর্টকে লালন করি। আর্টই আমার সব। নিজের মতো করে আর্ট ফর্ম তৈরি করে কাজ করতে পছন্দ করি। কখনোই সো কলড শোবিজ তারকা হতে চাইনি।
চলচ্চিত্রে...
চলচ্চিত্র শক্তিশালী মাধ্যম। দীর্ঘদিন থেকে যায়। কিন্তু আমি সব ধরনের কাজ করতে পারি না। আমি যেভাবে কাজ করতে চাই, সবাই সেভাবে করেও না। তবে ২০২০-২১ সালে এসে আমাকে সেই সুযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে ১০টির মতো সিনেমায় অভিনয় করেছি। ১০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে নুরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’। এ ছাড়া রয়েছে সৈকত নাসিরের ‘বর্ডার’, আবু রায়হান জুয়েলের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’সহ বেশ কিছু সিনেমা।