গুজরাটি ছেলের সঙ্গে তামান্নার বিয়ে
১৯৯৮ সালের শহীদুল ইসলাম খোকনের ‘ভ-’ সিনেমা দিয়ে অভিষেকেই হইচই ফেলে দেন তামান্না। এরপর বেশ কিছু ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেন। এখন তিনি অভিনয় থেকে দূরে। তবে এবার তিনি আলোচনায় বিয়ের খবরে। সুইডেনপ্রবাসী এই নায়িকা বিয়ে করেছেন ভারতের গুজরাটের ছেলে ব্যবসায়ী মোহাম্মদ দাইয়াকে। গত ২৬ নভেম্বর তামান্নার বিয়ে হয়েছে। সুইডেনের স্টকহোম থেকে গণমাধ্যমকে তামান্না বলেন, ‘একেবারে অন্য রকম একটা অনুভূতি। নতুন জীবন, নতুন পরিকল্পনা। পরিবারের সবার পছন্দের একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি, এটাই বেশি ভালো লাগছে।’ দুই বছর ধরে তামান্না ও দাইয়ার পরিচয়। দাইয়া শুরু থেকেই ভালোবাসা প্রকাশ করলেও সময় চেয়েছিলেন তামান্না। গেল নভেম্বরে তামান্নাও তার ভালোবাসার কথা দাইয়াকে জানান। তামান্না বলেন, ‘দাইয়া মানুষ হিসেবে যে ভালো মনের, তা গত দুই বছরে পদে পদে উপলব্ধি করছি। আজ আম্মা বেঁচে থাকলে হয়তো খুব খুশি হতেন। আমার বিশ্বাস, দাইয়ার সঙ্গে বাকি জীবন সুখে-শান্তিতে কাটাতে পারব ইনশাল্লাহ। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন, ভালো রাখেন।’ তামান্না জানান, স্বামীকে নিয়ে আগামী বছর কানাডায় মধুচন্দ্রিমায় যাওয়ার ইচ্ছা আছে। কানাডার ঘোরাঘুরি শেষে বাংলাদেশে আসার ইচ্ছাও রয়েছে। সর্বশেষ ২০১৪ সালে বাংলাদেশে এসেছিলেন তিনি।
শেয়ার করুন

১৯৯৮ সালের শহীদুল ইসলাম খোকনের ‘ভ-’ সিনেমা দিয়ে অভিষেকেই হইচই ফেলে দেন তামান্না। এরপর বেশ কিছু ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেন। এখন তিনি অভিনয় থেকে দূরে। তবে এবার তিনি আলোচনায় বিয়ের খবরে। সুইডেনপ্রবাসী এই নায়িকা বিয়ে করেছেন ভারতের গুজরাটের ছেলে ব্যবসায়ী মোহাম্মদ দাইয়াকে। গত ২৬ নভেম্বর তামান্নার বিয়ে হয়েছে। সুইডেনের স্টকহোম থেকে গণমাধ্যমকে তামান্না বলেন, ‘একেবারে অন্য রকম একটা অনুভূতি। নতুন জীবন, নতুন পরিকল্পনা। পরিবারের সবার পছন্দের একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি, এটাই বেশি ভালো লাগছে।’ দুই বছর ধরে তামান্না ও দাইয়ার পরিচয়। দাইয়া শুরু থেকেই ভালোবাসা প্রকাশ করলেও সময় চেয়েছিলেন তামান্না। গেল নভেম্বরে তামান্নাও তার ভালোবাসার কথা দাইয়াকে জানান। তামান্না বলেন, ‘দাইয়া মানুষ হিসেবে যে ভালো মনের, তা গত দুই বছরে পদে পদে উপলব্ধি করছি। আজ আম্মা বেঁচে থাকলে হয়তো খুব খুশি হতেন। আমার বিশ্বাস, দাইয়ার সঙ্গে বাকি জীবন সুখে-শান্তিতে কাটাতে পারব ইনশাল্লাহ। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন, ভালো রাখেন।’ তামান্না জানান, স্বামীকে নিয়ে আগামী বছর কানাডায় মধুচন্দ্রিমায় যাওয়ার ইচ্ছা আছে। কানাডার ঘোরাঘুরি শেষে বাংলাদেশে আসার ইচ্ছাও রয়েছে। সর্বশেষ ২০১৪ সালে বাংলাদেশে এসেছিলেন তিনি।