এক ঝলকে
বিলি এবার পারসন অব দ্য ইয়ার
বিশ্বজুড়ে প্রাণী অধিকার রক্ষা নিয়ে কাজ করে ‘পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব এনিম্যালস’ বা পেটা। প্রতিবছরই প্রাণী অধিকার রক্ষায় কাজ করা সংগঠনটি তারকাদের স্বীকৃতি দেয়। এ বছর তাদের ‘পারসন অব দ্য ইয়ার’ হয়েছেন জনপ্রিয় গায়িকা বিলি আইলিশ। গ্র্যামিজয়ী এই মার্কিন গায়িকা ১২ বছর বয়স থেকেই ভেগান (মাছ, মাংস ও দুগ্ধজাত খাবার গ্রহণ করেন না, প্রাণী থেকে তৈরি পোশাকও পরেন না)। এ ছাড়া প্রাণী অধিকার রক্ষায়ও সব সময় সরব ‘হ্যাপিয়ার দ্যান এভার’ গায়িকা। উনিশ বছর বয়সী বিলিই পেটার স্বীকৃতি পাওয়া সর্বকনিষ্ঠ তারকা। তাকে স্বীকৃতি দেওয়ার কারণ ব্যাখ্যা করে পেটার প্রতিষ্ঠাতা ইনগ্রিদ নিউকার্ক এক বিবৃতিতে বলেন, ‘বিলি আইলিশ মাংস ও দুগ্ধজাত পণ্যকে না বলেছেন। সিল্ক ও চামড়ার তৈরি পোশাক পরেন না। ভেগান খাবার ও ফ্যাশন যে প্রাণীর জন্য আরও নিরাপদ পরিবেশ তৈরি করে সেই বার্তাটা দুনিয়ার কাছে পৌঁছে দিতে চাই।’ এ বছর মেট গালার সভাপতির দায়িত্ব পালন করেন বিলি। তখন তিনি প্রাণীর তৈরি পোশাক পরতে অস্বীকৃতি জানিয়েছিলেন, যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এ ছাড়া তিনি আরেকটি জুতা কোম্পানির সঙ্গে যুক্ত হন, যে কোম্পানিটি ১০০ শতাংশ ভেগান পণ্যের তৈরি স্নিকার্স বাজারজাত করেছে।
প্রি-ওয়েডিং সারলেন অঙ্কিতা
বিখ্যাত হিন্দি সিরিয়াল ‘পবিত্র রিশতা’র মিষ্টি বউ হয়ে দর্শকের মনে জায়গা করে নেন অঙ্কিতা লোখান্ডে। সেই সিরিয়ালের সহশিল্পী অকালপ্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়ান। একসঙ্গে থাকতেন তারা। জুটি হিসেবেই তারা বেশি পরিচিতি পান। সুশান্ত বলিউডে সফলতা পাওয়ার দীর্ঘদিনের সেই সম্পর্ক ভেঙে যায়। অঙ্কিতা দীর্ঘদিন একা থাকলেও সুশান্তের সঙ্গে কৃতি শ্যানন, সারা আলি খান ও রিয়া চক্রবর্তীর প্রেমের গুঞ্জন শোনা যায়। অঙ্কিতা এখন বলিউডে কাজ করলেও তাকে নিয়ে বেশি আলোচনা হয় সুশান্তের আত্মহত্যার পর। অবশেষে অঙ্কিতাও গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন। প্রেমিক অভিনেতা ভিকি জৈনকে বিয়ে করছেন তিনি। আগামী ১২ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে হবে তাদের বিয়ে। তবে এরইমধ্যে হয়ে গেল প্রি-ওয়েডিং (বিয়ে-পূর্ববর্তী) অনুষ্ঠান। অঙ্কিতা ও ভিকি দুজনের ইন্সটাগ্রামেই পাওয়া গেল তাদের হাসিমাখা ছবি। অনলাইনে বিয়ের আগের এই ফটোসেশন নিয়ে জোর আলোচনা চলছে। এ সময় পরিবারের সদস্যরা সঙ্গে ছিলেন। গত মঙ্গলবার সকালে অঙ্কিতা ও ভিকিকে মুম্বাইয়ের রাস্তায় দেখা গিয়েছিল। সেখানে তারা বিয়ের কার্ড বিতরণ করছিলেন কাছের বন্ধুদের। এর আগে নভেম্বরে ব্যাচেলর পার্টির আয়োজন করেছিলেন অঙ্কিতা। ২০১৮ সাল থেকে ভিকির সঙ্গে প্রেম করছেন অঙ্কিতা।
শেয়ার করুন

বিলি এবার পারসন অব দ্য ইয়ার
বিশ্বজুড়ে প্রাণী অধিকার রক্ষা নিয়ে কাজ করে ‘পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব এনিম্যালস’ বা পেটা। প্রতিবছরই প্রাণী অধিকার রক্ষায় কাজ করা সংগঠনটি তারকাদের স্বীকৃতি দেয়। এ বছর তাদের ‘পারসন অব দ্য ইয়ার’ হয়েছেন জনপ্রিয় গায়িকা বিলি আইলিশ। গ্র্যামিজয়ী এই মার্কিন গায়িকা ১২ বছর বয়স থেকেই ভেগান (মাছ, মাংস ও দুগ্ধজাত খাবার গ্রহণ করেন না, প্রাণী থেকে তৈরি পোশাকও পরেন না)। এ ছাড়া প্রাণী অধিকার রক্ষায়ও সব সময় সরব ‘হ্যাপিয়ার দ্যান এভার’ গায়িকা। উনিশ বছর বয়সী বিলিই পেটার স্বীকৃতি পাওয়া সর্বকনিষ্ঠ তারকা। তাকে স্বীকৃতি দেওয়ার কারণ ব্যাখ্যা করে পেটার প্রতিষ্ঠাতা ইনগ্রিদ নিউকার্ক এক বিবৃতিতে বলেন, ‘বিলি আইলিশ মাংস ও দুগ্ধজাত পণ্যকে না বলেছেন। সিল্ক ও চামড়ার তৈরি পোশাক পরেন না। ভেগান খাবার ও ফ্যাশন যে প্রাণীর জন্য আরও নিরাপদ পরিবেশ তৈরি করে সেই বার্তাটা দুনিয়ার কাছে পৌঁছে দিতে চাই।’ এ বছর মেট গালার সভাপতির দায়িত্ব পালন করেন বিলি। তখন তিনি প্রাণীর তৈরি পোশাক পরতে অস্বীকৃতি জানিয়েছিলেন, যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এ ছাড়া তিনি আরেকটি জুতা কোম্পানির সঙ্গে যুক্ত হন, যে কোম্পানিটি ১০০ শতাংশ ভেগান পণ্যের তৈরি স্নিকার্স বাজারজাত করেছে।
প্রি-ওয়েডিং সারলেন অঙ্কিতা
বিখ্যাত হিন্দি সিরিয়াল ‘পবিত্র রিশতা’র মিষ্টি বউ হয়ে দর্শকের মনে জায়গা করে নেন অঙ্কিতা লোখান্ডে। সেই সিরিয়ালের সহশিল্পী অকালপ্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়ান। একসঙ্গে থাকতেন তারা। জুটি হিসেবেই তারা বেশি পরিচিতি পান। সুশান্ত বলিউডে সফলতা পাওয়ার দীর্ঘদিনের সেই সম্পর্ক ভেঙে যায়। অঙ্কিতা দীর্ঘদিন একা থাকলেও সুশান্তের সঙ্গে কৃতি শ্যানন, সারা আলি খান ও রিয়া চক্রবর্তীর প্রেমের গুঞ্জন শোনা যায়। অঙ্কিতা এখন বলিউডে কাজ করলেও তাকে নিয়ে বেশি আলোচনা হয় সুশান্তের আত্মহত্যার পর। অবশেষে অঙ্কিতাও গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন। প্রেমিক অভিনেতা ভিকি জৈনকে বিয়ে করছেন তিনি। আগামী ১২ থেকে ১৪ ডিসেম্বরের মধ্যে হবে তাদের বিয়ে। তবে এরইমধ্যে হয়ে গেল প্রি-ওয়েডিং (বিয়ে-পূর্ববর্তী) অনুষ্ঠান। অঙ্কিতা ও ভিকি দুজনের ইন্সটাগ্রামেই পাওয়া গেল তাদের হাসিমাখা ছবি। অনলাইনে বিয়ের আগের এই ফটোসেশন নিয়ে জোর আলোচনা চলছে। এ সময় পরিবারের সদস্যরা সঙ্গে ছিলেন। গত মঙ্গলবার সকালে অঙ্কিতা ও ভিকিকে মুম্বাইয়ের রাস্তায় দেখা গিয়েছিল। সেখানে তারা বিয়ের কার্ড বিতরণ করছিলেন কাছের বন্ধুদের। এর আগে নভেম্বরে ব্যাচেলর পার্টির আয়োজন করেছিলেন অঙ্কিতা। ২০১৮ সাল থেকে ভিকির সঙ্গে প্রেম করছেন অঙ্কিতা।