১৯৭১ সালের প্রেক্ষাপটে গল্পটা
সুদীপ্ত সাইদ খান | ১৭ জানুয়ারি, ২০২২ ০০:০০
আসন্ন অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে ‘আইন ও কল্যাণবিষয়ক সম্পাদক’ পদে লড়ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। নির্বাচন ও অন্যান্য বিষয় নিয়ে তিনি কথা বললেন দেশ রূপান্তরের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত সাইদ খান
নির্বাচন...
নির্বাচন ভালো চলছে। আমি তো এর আগে এই কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলাম। মাঝে বিরতি। এবার শিল্পী সংঘের নির্বাচনে ‘আইন ও কল্যাণবিষয়ক সম্পাদক’ পদে লড়ছি। আইন আমার পছন্দের একটা বিষয়। যেহেতু আমি নিজেই আইনে পড়াশোনা করেছি। আইনের ছাত্রী হিসেবে মনে হলো এই বিষয়টাকে এবার নিই। আর কল্যাণের বিষয়টা আমার অন্যরকম একটা ভালো লাগার জায়গা। আমি অনেকগুলো অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত রয়েছি। মানুষের যেকোনো সমস্যা সমাধানের বিষয়ে সব সময় সহায়তার চেষ্টা করেছি। সব মিলিয়ে দুটি বিষয়ই আমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেই জায়গা থেকেই আমার ‘আইন ও কল্যাণবিষয়ক সম্পাদক’ পদে দাঁড়ানো।
আশাবাদ...
নির্বাচন তো আসলে এমন একটা বিষয়, যেটা নিয়ে আসলে কিছু বলা যায় না। একটা জটিল ব্যাপার। আমি জয়ের ব্যাপারে আশাবাদী, কিন্তু ওভাবে হান্ড্রেড পারসেন্ট বলা যাচ্ছে না। আমার কলিগরা যদি মনে করেন আমি তাদের জন্য কাজ করতে পারব, তাহলে তারা অবশ্যই ভোট দেবেন। আর আমাকে সবাই ভোট দিলে আমি অবশ্যই নির্বাচনে জয়ী হব। আমি খুবই সাড়া পাচ্ছি। সবাই আমাকে অনেক ভরসা দিচ্ছে।
রাজনীতি...
আমি আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটিতে রয়েছি। ওখানকার কাজকর্মও ভালো চলছে।
শ্যুটিং...
এই মুহূর্তে শ্যুটিংয়েরও বেশ ভালো ব্যস্ততা চলছে। এখন ‘উগান্ডাপুর’ ধারাবাহিকের কাজ করছি। উগান্ডাপুরে কমলা নামের একটি চরিত্রে কাজ করছি। আমার বিপরীতে মিলন ভাই আছেন। এ ছাড়া ‘শান্তি মলম ১০ টাকা’ ধারাবাহিকের কাজও চলছে। ২০০ পর্বের কাজ শেষ। ৪০০ পর্ব পর্যন্ত যাবে। আর একটা ওয়েবের কাজ করছি। আর শ্যুটিং স্পটগুলোতে এসে দেখছি এখানেও নির্বাচনের হাওয়া বইছে। খুবই উৎসবমুখর একটা পরিবেশ দেখতে পাচ্ছি নির্বাচন ঘিরে। সবাই নির্বাচন নিয়ে আলাপ আলোচনা করছে। খুবই ভালো লাগছে।
সিনেমা...
প্রথম সিনেমা শাহনেওয়াজ কাকলীর ছবি ‘ফ্রম বাংলাদেশ’-এর কাজ শেষ করেছি প্রায় দেড় বছর হলো। এতে ফেরদৌসী মজুমদার কাজ করেছেন। আশীষ খন্দকার আছেন। তমালিকা কর্মকার আছেন। আমার যুগল ছিলেন কলকাতার ‘রানী রাসমণি’ সিরিয়ালের নূর। পুরোপুরি ১৯৭১ সালের প্রেক্ষাপটে গল্পটা। এ বছর সিনেমাটি দেখতে পারব বলে আশা করি। এতে আমার চরিত্রের নাম ভারতী। এ সিনেমায় বনেদি হিন্দু পরিবারের বউয়ের চরিত্রে কাজ করেছি।
শেয়ার করুন
সুদীপ্ত সাইদ খান | ১৭ জানুয়ারি, ২০২২ ০০:০০

আসন্ন অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে ‘আইন ও কল্যাণবিষয়ক সম্পাদক’ পদে লড়ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। নির্বাচন ও অন্যান্য বিষয় নিয়ে তিনি কথা বললেন দেশ রূপান্তরের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত সাইদ খান
নির্বাচন...
নির্বাচন ভালো চলছে। আমি তো এর আগে এই কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলাম। মাঝে বিরতি। এবার শিল্পী সংঘের নির্বাচনে ‘আইন ও কল্যাণবিষয়ক সম্পাদক’ পদে লড়ছি। আইন আমার পছন্দের একটা বিষয়। যেহেতু আমি নিজেই আইনে পড়াশোনা করেছি। আইনের ছাত্রী হিসেবে মনে হলো এই বিষয়টাকে এবার নিই। আর কল্যাণের বিষয়টা আমার অন্যরকম একটা ভালো লাগার জায়গা। আমি অনেকগুলো অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত রয়েছি। মানুষের যেকোনো সমস্যা সমাধানের বিষয়ে সব সময় সহায়তার চেষ্টা করেছি। সব মিলিয়ে দুটি বিষয়ই আমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেই জায়গা থেকেই আমার ‘আইন ও কল্যাণবিষয়ক সম্পাদক’ পদে দাঁড়ানো।
আশাবাদ...
নির্বাচন তো আসলে এমন একটা বিষয়, যেটা নিয়ে আসলে কিছু বলা যায় না। একটা জটিল ব্যাপার। আমি জয়ের ব্যাপারে আশাবাদী, কিন্তু ওভাবে হান্ড্রেড পারসেন্ট বলা যাচ্ছে না। আমার কলিগরা যদি মনে করেন আমি তাদের জন্য কাজ করতে পারব, তাহলে তারা অবশ্যই ভোট দেবেন। আর আমাকে সবাই ভোট দিলে আমি অবশ্যই নির্বাচনে জয়ী হব। আমি খুবই সাড়া পাচ্ছি। সবাই আমাকে অনেক ভরসা দিচ্ছে।
রাজনীতি...
আমি আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটিতে রয়েছি। ওখানকার কাজকর্মও ভালো চলছে।
শ্যুটিং...
এই মুহূর্তে শ্যুটিংয়েরও বেশ ভালো ব্যস্ততা চলছে। এখন ‘উগান্ডাপুর’ ধারাবাহিকের কাজ করছি। উগান্ডাপুরে কমলা নামের একটি চরিত্রে কাজ করছি। আমার বিপরীতে মিলন ভাই আছেন। এ ছাড়া ‘শান্তি মলম ১০ টাকা’ ধারাবাহিকের কাজও চলছে। ২০০ পর্বের কাজ শেষ। ৪০০ পর্ব পর্যন্ত যাবে। আর একটা ওয়েবের কাজ করছি। আর শ্যুটিং স্পটগুলোতে এসে দেখছি এখানেও নির্বাচনের হাওয়া বইছে। খুবই উৎসবমুখর একটা পরিবেশ দেখতে পাচ্ছি নির্বাচন ঘিরে। সবাই নির্বাচন নিয়ে আলাপ আলোচনা করছে। খুবই ভালো লাগছে।
সিনেমা...
প্রথম সিনেমা শাহনেওয়াজ কাকলীর ছবি ‘ফ্রম বাংলাদেশ’-এর কাজ শেষ করেছি প্রায় দেড় বছর হলো। এতে ফেরদৌসী মজুমদার কাজ করেছেন। আশীষ খন্দকার আছেন। তমালিকা কর্মকার আছেন। আমার যুগল ছিলেন কলকাতার ‘রানী রাসমণি’ সিরিয়ালের নূর। পুরোপুরি ১৯৭১ সালের প্রেক্ষাপটে গল্পটা। এ বছর সিনেমাটি দেখতে পারব বলে আশা করি। এতে আমার চরিত্রের নাম ভারতী। এ সিনেমায় বনেদি হিন্দু পরিবারের বউয়ের চরিত্রে কাজ করেছি।