এবার এলো পপির মা হওয়ার খবর
মাসিদ রণ | ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০
তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভীন পপি। এখনো তার সৌন্দর্য আর লাস্যময়তা দর্শককে মুগ্ধ করে। করোনাকালের আগেও তিনি বেশকিছু নতুন সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। করোনার শুরুর দিকে শিল্পী হিসেবে সামাজিক দায়বদ্ধতার পরিচয়ও দিয়েছেন চমৎকারভাবে। নিজ হাতে দুস্থ মানুষকে খাবার ও অর্থ বিতরণ করেছেন। সে সময় দেশ রূপান্তরকে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘দেশের মানুষের জন্যই আমি আজ সাধারণ একটি মেয়ে থেকে সুপারস্টার পপি হয়েছি। আমার সেটা ভুলে গেলে চলবে না। তাই করোনার ভয় না করে আমি তাদের মধ্যে ছুটে গিয়েছি। সাধ্যমতো সহায়তা করেছি। খুলনার মেয়ে হিসেবে এই এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতা বেশি। তাই সেখানে ছুটে গিয়েছি সহায়তার হাত বাড়াতে।’ এই কাজ করতে গিয়েই পপি করোনা আক্রান্তও হয়েছিলেন। সেই পপিকে খুঁজে পাওয়া যায়নি গত দেড় বছর। তার সবগুলো ফোন নম্বর বন্ধ। শোবিজের কেউই তার কোনো খবর জানেন না। পপির প্রথম সিনেমা ‘কুলি’র নায়ক ও কাজিন মৌসুমীর স্বামী ওমর সানিও নাকি তার কোনো খোঁজ জানেন না। তবে আড়ালে থেকেও পপি ঠিকই লাইমলাইট পেয়ে যান। কিছু দিন পর পরই তার প্রেম, বিয়ে, সংসার, সন্তান, বাবা-মায়ের সঙ্গে বৈরী সম্পর্ক, দেশত্যাগসহ নানা খবর প্রকাশ হয়েছে। সর্বশেষ গত বছরের অক্টোবরে পপি আলোচনায় আসেন গোপনে বিয়ের পর পুত্রসন্তানের মা হয়েছেন- এমন খবরের জের ধরে। তখন অবশ্য বিষয়টি নিয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তাই গুঞ্জনটি কদিন বাদেই ধাপাচাপা পড়ে। তবে যা রটে তার কিছুটা হলেও যে বটে-সেটা তো সবারই জানা। ঢালিউড সংশ্লিষ্টরা মোটামুটি ধারণা করেই নিয়েছেন যে, পপির সন্তান না হলেও তিনি বিয়ে থা করে দিব্যি সুখে সংসার করছেন। সংসারটা উপভোগ করছেন বলেই মিডিয়া কিংবা ক্যারিয়ারকে সচেতনভাবে দূরে রেখেছেন।
তবে সুপারস্টার হওয়ার বিড়ম্বনাও তো আছে। তাই তো পপিকে আর বেশিদিন অগোচরে রাখা গেল না। আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এখন বিএফডিসি উত্তাল। প্রতিদিন নানা কর্মযজ্ঞ হচ্ছে। তবে সেখানে পপি বাদ থাকেন কীভাবে? অনেকেই জানেন, দীর্ঘদিন ধরে প্রথম সারির তারকা থাকার কারণে শিল্পী মহলে এই নায়িকার প্রভাব ভালোই। মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল প্রথমবার জয়ী হওয়ার পেছনে নাকি এই নায়িকার বড় হাত ছিল। তখন তিনি সবার সামনেই জায়েদ খানকে সাপোর্ট করেছিলেন। এই দুই তারকার মধ্যে তখন প্রেমের সম্পর্ক ছিল বলেও গুঞ্জন শোনা যায়। পরে সেই সম্পর্ক তিক্ততায় পরিণত হয়। ফলে গতবারের নির্বাচনে পপিকে আর পাশে পাননি জায়েদ খান! শোনা গিয়েছিল এবারে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে নির্বাচন করবেন পপি। নির্বাচন তো দূরের কথা, এখনো লোকচক্ষুর আড়ালে রয়েছেন নায়িকা। এমন সময়েই তাকে ঘিরে নতুন খবর। কন্যাসন্তানের মা হয়েছেন ঢাকাই সিনেমার এই নন্দিত নায়িকা। পপির বেশ কয়েকজন ঘনিষ্ঠ প্রযোজক, পরিচালক ও সহশিল্পী এই তথ্য নিশ্চিত করেছেন। তবে কেউই পপির বিয়ের সময়, পাত্রের নাম-পরিচয় ও মেয়ে জন্ম নেওয়ার সময়-নাম বলতে চাইছেন না। এ বিষয়ে তারা এখনো মুখে কুলুপ এঁটে রয়েছেন। পপির ঘনিষ্ঠ কিছু সূত্রে জানা গেল, পপি ঢাকাতেই আছেন। বিয়ে করে সংসারী হয়েছেন। পাত্র ব্যবসায়ী। সংসারে মন দিতেই নিজেকে অভিনয় থেকে গুটিয়ে নিয়েছেন। গর্ভবতী অবস্থায় পাড়ি দিয়েছিলেন মালয়েশিয়া। সেখানেই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। খুব দ্রুতই মেয়ে-স্বামীসহ সবার সামনে এসে চমক দেবেন তিনি।
এদিকে শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হয়েছেন এমন কয়েকজন শিল্পীর সঙ্গে পপি প্রসঙ্গে কথা বলতে গেলে তারাও নায়িকার বিয়ে ও সন্তান হওয়ার বিষয়গুলো শুনেছেন বলে দাবি করেছেন। তাদের ভাষ্য, ‘পপি গুণী অভিনেত্রী। সিনিয়র অভিনেত্রী। বহু হিট-সুপারহিট সিনেমা তিনি দিয়েছেন। বিয়ে থা করেছেন, মা হয়েছেন বলে শুনেছি। তিনি নিজেকে সময় দিচ্ছেন। এটা তার ব্যক্তিগত অধিকার। আপাতত আমরা তাকে বিরক্ত করছি না। তিনি আপাদমস্তক একজন অভিনেত্রী, সিনেমার মানুষ। আজ বা কাল অবশ্যই ফিরবেন। যেখানেই থাকুন না কেন, দোয়া করি আমাদের পপি ভালো থাকুন।’
শেয়ার করুন
মাসিদ রণ | ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০

তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভীন পপি। এখনো তার সৌন্দর্য আর লাস্যময়তা দর্শককে মুগ্ধ করে। করোনাকালের আগেও তিনি বেশকিছু নতুন সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। করোনার শুরুর দিকে শিল্পী হিসেবে সামাজিক দায়বদ্ধতার পরিচয়ও দিয়েছেন চমৎকারভাবে। নিজ হাতে দুস্থ মানুষকে খাবার ও অর্থ বিতরণ করেছেন। সে সময় দেশ রূপান্তরকে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘দেশের মানুষের জন্যই আমি আজ সাধারণ একটি মেয়ে থেকে সুপারস্টার পপি হয়েছি। আমার সেটা ভুলে গেলে চলবে না। তাই করোনার ভয় না করে আমি তাদের মধ্যে ছুটে গিয়েছি। সাধ্যমতো সহায়তা করেছি। খুলনার মেয়ে হিসেবে এই এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতা বেশি। তাই সেখানে ছুটে গিয়েছি সহায়তার হাত বাড়াতে।’ এই কাজ করতে গিয়েই পপি করোনা আক্রান্তও হয়েছিলেন। সেই পপিকে খুঁজে পাওয়া যায়নি গত দেড় বছর। তার সবগুলো ফোন নম্বর বন্ধ। শোবিজের কেউই তার কোনো খবর জানেন না। পপির প্রথম সিনেমা ‘কুলি’র নায়ক ও কাজিন মৌসুমীর স্বামী ওমর সানিও নাকি তার কোনো খোঁজ জানেন না। তবে আড়ালে থেকেও পপি ঠিকই লাইমলাইট পেয়ে যান। কিছু দিন পর পরই তার প্রেম, বিয়ে, সংসার, সন্তান, বাবা-মায়ের সঙ্গে বৈরী সম্পর্ক, দেশত্যাগসহ নানা খবর প্রকাশ হয়েছে। সর্বশেষ গত বছরের অক্টোবরে পপি আলোচনায় আসেন গোপনে বিয়ের পর পুত্রসন্তানের মা হয়েছেন- এমন খবরের জের ধরে। তখন অবশ্য বিষয়টি নিয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তাই গুঞ্জনটি কদিন বাদেই ধাপাচাপা পড়ে। তবে যা রটে তার কিছুটা হলেও যে বটে-সেটা তো সবারই জানা। ঢালিউড সংশ্লিষ্টরা মোটামুটি ধারণা করেই নিয়েছেন যে, পপির সন্তান না হলেও তিনি বিয়ে থা করে দিব্যি সুখে সংসার করছেন। সংসারটা উপভোগ করছেন বলেই মিডিয়া কিংবা ক্যারিয়ারকে সচেতনভাবে দূরে রেখেছেন।
তবে সুপারস্টার হওয়ার বিড়ম্বনাও তো আছে। তাই তো পপিকে আর বেশিদিন অগোচরে রাখা গেল না। আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে এখন বিএফডিসি উত্তাল। প্রতিদিন নানা কর্মযজ্ঞ হচ্ছে। তবে সেখানে পপি বাদ থাকেন কীভাবে? অনেকেই জানেন, দীর্ঘদিন ধরে প্রথম সারির তারকা থাকার কারণে শিল্পী মহলে এই নায়িকার প্রভাব ভালোই। মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল প্রথমবার জয়ী হওয়ার পেছনে নাকি এই নায়িকার বড় হাত ছিল। তখন তিনি সবার সামনেই জায়েদ খানকে সাপোর্ট করেছিলেন। এই দুই তারকার মধ্যে তখন প্রেমের সম্পর্ক ছিল বলেও গুঞ্জন শোনা যায়। পরে সেই সম্পর্ক তিক্ততায় পরিণত হয়। ফলে গতবারের নির্বাচনে পপিকে আর পাশে পাননি জায়েদ খান! শোনা গিয়েছিল এবারে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে নির্বাচন করবেন পপি। নির্বাচন তো দূরের কথা, এখনো লোকচক্ষুর আড়ালে রয়েছেন নায়িকা। এমন সময়েই তাকে ঘিরে নতুন খবর। কন্যাসন্তানের মা হয়েছেন ঢাকাই সিনেমার এই নন্দিত নায়িকা। পপির বেশ কয়েকজন ঘনিষ্ঠ প্রযোজক, পরিচালক ও সহশিল্পী এই তথ্য নিশ্চিত করেছেন। তবে কেউই পপির বিয়ের সময়, পাত্রের নাম-পরিচয় ও মেয়ে জন্ম নেওয়ার সময়-নাম বলতে চাইছেন না। এ বিষয়ে তারা এখনো মুখে কুলুপ এঁটে রয়েছেন। পপির ঘনিষ্ঠ কিছু সূত্রে জানা গেল, পপি ঢাকাতেই আছেন। বিয়ে করে সংসারী হয়েছেন। পাত্র ব্যবসায়ী। সংসারে মন দিতেই নিজেকে অভিনয় থেকে গুটিয়ে নিয়েছেন। গর্ভবতী অবস্থায় পাড়ি দিয়েছিলেন মালয়েশিয়া। সেখানেই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। খুব দ্রুতই মেয়ে-স্বামীসহ সবার সামনে এসে চমক দেবেন তিনি।
এদিকে শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হয়েছেন এমন কয়েকজন শিল্পীর সঙ্গে পপি প্রসঙ্গে কথা বলতে গেলে তারাও নায়িকার বিয়ে ও সন্তান হওয়ার বিষয়গুলো শুনেছেন বলে দাবি করেছেন। তাদের ভাষ্য, ‘পপি গুণী অভিনেত্রী। সিনিয়র অভিনেত্রী। বহু হিট-সুপারহিট সিনেমা তিনি দিয়েছেন। বিয়ে থা করেছেন, মা হয়েছেন বলে শুনেছি। তিনি নিজেকে সময় দিচ্ছেন। এটা তার ব্যক্তিগত অধিকার। আপাতত আমরা তাকে বিরক্ত করছি না। তিনি আপাদমস্তক একজন অভিনেত্রী, সিনেমার মানুষ। আজ বা কাল অবশ্যই ফিরবেন। যেখানেই থাকুন না কেন, দোয়া করি আমাদের পপি ভালো থাকুন।’