বাবা, তুমিই সঠিক ছিলে
রণ | ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০
মেধাবী অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। গতকাল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে তার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আনওয়ান্টেড টুইনস’। এই তারকার সঙ্গে কথা বলেছেন রণ
অসুস্থতা...
গত সপ্তাহে জ্বর এলো, কভিড টেস্ট করালাম, ফল এলো নেগেটিভ। গত সোমবার রাত থেকে আবার সেই কাঁপুনি দেওয়া জ্বর, বমি, হালকা কাশি। গতকাল আবার কভিড টেস্ট করিয়েছি। এখন ফলের জন্য অপেক্ষা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।
ঢাকা চলচ্চিত্র উৎসবে...
যেকোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের কাজ নির্বাচিত হওয়া বিরাট আনন্দের। তবে নিজ দেশের উৎসবের বিষয়টি আলাদা। অন্যরকম আবেগ কাজ করে। গতকালই ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে আমার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আনওয়ান্টেড টুইনস’। এর কেন্দ্রীয় চরিত্রে আমি অভিনয় করেছি। আমার চরিত্রের নাম খুশি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ চলচ্চিত্রে খুশির টিনএজ থেকে প্রেম, বিয়ের আগে গর্ভবতী হওয়া, প্রেমিকের প্রতারণার শিকার, সন্তান জন্মদান, সমাজের কটাক্ষ, নিজের সঙ্গে নিজের লড়াই, সন্তানটি হারিয়ে যাওয়া পর্যন্ত দেখানো হয়েছে। অনেক ডেডিকেশন দিয়ে কাজটি করেছিলাম। কিন্তু অসুস্থতার কারণে ছবিটি সবার সঙ্গে দেখতে পারলাম না।
নতুন কাজ...
সর্বশেষ ক্রিকেট তারকা সাকিব আল হাসানের সঙ্গে একটি বিজ্ঞাপনচিত্র ও নুহাশ হুমায়ূনের একটি শর্টফিল্মে অভিনয় করলাম। আমার সহশিল্পী ছিলেন আফজাল হোসেন ও চঞ্চল চৌধুরী। মজার বিষয় হচ্ছে, আমরা তিনজনই চারুকলার শিক্ষার্থী ছিলাম। কাজটি করে খুব আনন্দ পেয়েছি। এ ছাড়া সামনে ‘ছায়াবৃক্ষ’, ‘অমানুষ’সহ যে সিনেমাগুলোর কাজ শেষ করেছি তা মুক্তি পাবে। ‘অমানুষ’-এর মোশন পোস্টার বেরিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। আশা করছি ছবিটিও দর্শকের ভালো লাগবে।
পিতৃবিয়োগ...
বাবা ছিলেন আমার আইডল, আমার ছায়ার মতো। তাকে হারিয়ে মনে হচ্ছে আমার একটা অংশই পৃথিবীতে নেই। কিন্তু আমাকে শক্ত হতে হচ্ছে। পুরো পরিবারের দায়িত্ব আমার কাঁধে। মেয়েটার পড়াশোনা, মায়ের দেখভাল করা, আমার ক্যারিয়ার জানি না সব কতটা ভালোভাবে সামলাতে পারব। বাবার কাছ থেকে সব শিখেছি ছোটবেলা থেকে। কিন্তু বাস্তবে কাজগুলো করা তো অন্য বিষয়।
উপলব্ধি...
বাবা চলে যাওয়ার পর আমার জীবনে কিছু নতুন উপলব্ধি যোগ হয়েছে। ছোটবেলা থেকেই শিল্প-সংস্কৃতিপ্রেমী একটা পরিবেশ দিয়েছিলেন বাবা-মা। বড় হয়ে যখন অভিনেত্রী হলাম কেউ কোনো বাধা দেননি। কিন্তু যখন একটা অনাকাক্সিক্ষত কারণে আমাকে জেলে যেতে হলো, তখন বাবা খুব ভেঙে পড়েন। জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি আমাকে বলেছিলেন, এই যে তুমি কাজের মাধ্যমে শিল্প, সংস্কৃতির ধারা বদলে দেওয়ার স্বপ্ন দেখ। যাদের তুমি শিল্পী ভাব, তারা আসলে তা নয়। তুমি এই পথ ছেড়ে দাও। তখন তার ইচ্ছের বাইরে গিয়ে আবার অভিনয় শুরু করি। কিন্তু বাবা চলে যাওয়ার সময় যখন দেখি পাওনা টাকা পর্যন্ত কেউ দেয় না, ফোন করলে এড়িয়ে যায়, পাশে থাকা তো দূরের কথা। তখন বাবার পা ধরে মাফ চেয়ে বলেছি, বাবা তুমিই সঠিক ছিলে। আমি হয়তো অভিনয় করে যাব, কিন্তু ভাবনার জগতে অনেক পরিবর্তন এসেছে।
শেয়ার করুন
রণ | ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০

মেধাবী অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। গতকাল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে তার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আনওয়ান্টেড টুইনস’। এই তারকার সঙ্গে কথা বলেছেন রণ
অসুস্থতা...
গত সপ্তাহে জ্বর এলো, কভিড টেস্ট করালাম, ফল এলো নেগেটিভ। গত সোমবার রাত থেকে আবার সেই কাঁপুনি দেওয়া জ্বর, বমি, হালকা কাশি। গতকাল আবার কভিড টেস্ট করিয়েছি। এখন ফলের জন্য অপেক্ষা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।
ঢাকা চলচ্চিত্র উৎসবে...
যেকোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের কাজ নির্বাচিত হওয়া বিরাট আনন্দের। তবে নিজ দেশের উৎসবের বিষয়টি আলাদা। অন্যরকম আবেগ কাজ করে। গতকালই ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে আমার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আনওয়ান্টেড টুইনস’। এর কেন্দ্রীয় চরিত্রে আমি অভিনয় করেছি। আমার চরিত্রের নাম খুশি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ চলচ্চিত্রে খুশির টিনএজ থেকে প্রেম, বিয়ের আগে গর্ভবতী হওয়া, প্রেমিকের প্রতারণার শিকার, সন্তান জন্মদান, সমাজের কটাক্ষ, নিজের সঙ্গে নিজের লড়াই, সন্তানটি হারিয়ে যাওয়া পর্যন্ত দেখানো হয়েছে। অনেক ডেডিকেশন দিয়ে কাজটি করেছিলাম। কিন্তু অসুস্থতার কারণে ছবিটি সবার সঙ্গে দেখতে পারলাম না।
নতুন কাজ...
সর্বশেষ ক্রিকেট তারকা সাকিব আল হাসানের সঙ্গে একটি বিজ্ঞাপনচিত্র ও নুহাশ হুমায়ূনের একটি শর্টফিল্মে অভিনয় করলাম। আমার সহশিল্পী ছিলেন আফজাল হোসেন ও চঞ্চল চৌধুরী। মজার বিষয় হচ্ছে, আমরা তিনজনই চারুকলার শিক্ষার্থী ছিলাম। কাজটি করে খুব আনন্দ পেয়েছি। এ ছাড়া সামনে ‘ছায়াবৃক্ষ’, ‘অমানুষ’সহ যে সিনেমাগুলোর কাজ শেষ করেছি তা মুক্তি পাবে। ‘অমানুষ’-এর মোশন পোস্টার বেরিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। আশা করছি ছবিটিও দর্শকের ভালো লাগবে।
পিতৃবিয়োগ...
বাবা ছিলেন আমার আইডল, আমার ছায়ার মতো। তাকে হারিয়ে মনে হচ্ছে আমার একটা অংশই পৃথিবীতে নেই। কিন্তু আমাকে শক্ত হতে হচ্ছে। পুরো পরিবারের দায়িত্ব আমার কাঁধে। মেয়েটার পড়াশোনা, মায়ের দেখভাল করা, আমার ক্যারিয়ার জানি না সব কতটা ভালোভাবে সামলাতে পারব। বাবার কাছ থেকে সব শিখেছি ছোটবেলা থেকে। কিন্তু বাস্তবে কাজগুলো করা তো অন্য বিষয়।
উপলব্ধি...
বাবা চলে যাওয়ার পর আমার জীবনে কিছু নতুন উপলব্ধি যোগ হয়েছে। ছোটবেলা থেকেই শিল্প-সংস্কৃতিপ্রেমী একটা পরিবেশ দিয়েছিলেন বাবা-মা। বড় হয়ে যখন অভিনেত্রী হলাম কেউ কোনো বাধা দেননি। কিন্তু যখন একটা অনাকাক্সিক্ষত কারণে আমাকে জেলে যেতে হলো, তখন বাবা খুব ভেঙে পড়েন। জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি আমাকে বলেছিলেন, এই যে তুমি কাজের মাধ্যমে শিল্প, সংস্কৃতির ধারা বদলে দেওয়ার স্বপ্ন দেখ। যাদের তুমি শিল্পী ভাব, তারা আসলে তা নয়। তুমি এই পথ ছেড়ে দাও। তখন তার ইচ্ছের বাইরে গিয়ে আবার অভিনয় শুরু করি। কিন্তু বাবা চলে যাওয়ার সময় যখন দেখি পাওনা টাকা পর্যন্ত কেউ দেয় না, ফোন করলে এড়িয়ে যায়, পাশে থাকা তো দূরের কথা। তখন বাবার পা ধরে মাফ চেয়ে বলেছি, বাবা তুমিই সঠিক ছিলে। আমি হয়তো অভিনয় করে যাব, কিন্তু ভাবনার জগতে অনেক পরিবর্তন এসেছে।