গাঁটছড়া বাঁধছেন শামিতা
ইফতেখার শুভ | ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০
বড় বোন বলিউড শিল্পা শেঠীর তারকাখ্যাতির পিছে বেশ আড়াল হয়ে আছে শামিতা শেঠীর নাম। অথচ এই বোনকে নিয়েই একটা সময় ইনসিকিউরিটিতে ভুগতেন শিল্পা। কারণ তার চেয়ে শামিতা মিষ্টি দেখতে, গায়ের রং টকটকে ফর্সা। এমনকি শিল্পা একাধিক সাক্ষাৎকারে স্বীকার করেছেন, তার চেয়ে ছোট বোন শামিতা ভালো অভিনেত্রী। তাইতো বলিউডে রাজকীয় অভিষেকই হয়েছিল শামিতার। যশরাজ ফিল্মসের সুপারহিট সিনেমা মহব্বতের মাধ্যমে তার অভিনয় ক্যারিয়ার শুরু। তার সহশিল্পী ছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঐশ^রিয়া রাইয়ের মতো সুপারস্টার। এই ছবি করার জন্য শামিতা ছেড়ে দিয়েছিলেন আমির খানের বিপরীতে ‘লাগান’-এর মতো বিখ্যাত ছবি। তবে শামিতা সবচেয়ে জনপ্রিয়তা পান তার অভিনীত ‘মেরে ইয়ার কি সাদি হে’ ছবিতে আশা ভোশলের গাওয়া ‘সারারা সারারা’ গানে চমৎকার পারফরমেন্সের জন্য। তার ক্যারিয়ারে আরও রয়েছে ‘মাইন্ডব্লোয়িং মাহিয়া’, ‘চোরি পে চোরি’, ‘বারাস জায়ে বাদল’-এর মতো সাড়াজাগানো গান। তিনি বেশকিছু হিন্দি ছবিতে অভিনয় করেন। তবে বিগত এক দশক তিনি সেভাবে অভিনয়ে নিয়মিত ছিলেন না। ব্যক্তিগত কারণেই দূরে ছিলেন এই গ্ল্যামার গার্ল। অবশেষে গত বছরের মাঝামাঝিতে ভারতের ওটিটি প্ল্যাটফর্মের জন্য প্রথমবার আয়োজিত ‘বিগ বস’ রিয়েলিটি শো’র প্রতিযোগী হয়ে আলোচনায় আসেন। পুরো সিজনে তার পারফরমেন্স মুগ্ধ করে সবাইকে। শো জিততে না পারলেও সেখানেই পেয়ে যান মনের মানুষ। আরেক প্রতিযোগী অভিনেতা, মডেল ও পেইন্টার রাকেশ বাপটকে মন দেন তিনি।
শামিতা সেই শো শেষ করে আবারও যোগ দেন সালমান খানের সঞ্চালনায় ‘বিগ বস সিজন ১৫’তে। সেখানেও কয়েক সপ্তাহের জন্য পাশে পান প্রেমিক রাকেশকে। অবশেষে ৪২ বছর বয়সী এই তারকা জানালেন নিজের বিয়ের পরিকল্পনা। বিগ বসের সেটেই আরেক প্রতিযোগী কোরিওগ্রাফার নিশান্ত ভাটকে শামিতা জানান, তিনি চলতি বছরেই বিয়ে করবেন। কিন্তু পাত্রের খোঁজ নেই। নিশান্ত তাই পাল্টা প্রশ্ন ছুড়েছেন, ‘কেন, রাকেশই তো আছে।’ শামিতার সাফ উত্তর, ‘তেমনভাবে চিনি না রাকেশকে। কেবল অনুষ্ঠানেই সময়ে কাটিয়েছি আমরা।’ শামিতাকে সতর্ক করে নিশান্ত বলেন, ‘রাকেশকে আমি অনেক দিন ধরে চিনি। ও কিন্তু খুবই জটিল।’ শামিতাও জবাবে বলেন, ‘আমিও কিন্তু খুব সহজ নই।’ বিয়ে নিয়ে দুই প্রতিযোগীর মধ্যে এমন পাল্টাপাল্টি কথার পর অনেকেই মনে করতে শুরু করেছেন, রাকেশের সঙ্গে শামিতার প্রেম পর্বের আয়ু ‘বিগ বস’ পর্যন্তই। নায়িকা বিয়ে করবেন বটে, তবে প্রেমিক রাকেশকে হয়তো নয়।
শেয়ার করুন
ইফতেখার শুভ | ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০

বড় বোন বলিউড শিল্পা শেঠীর তারকাখ্যাতির পিছে বেশ আড়াল হয়ে আছে শামিতা শেঠীর নাম। অথচ এই বোনকে নিয়েই একটা সময় ইনসিকিউরিটিতে ভুগতেন শিল্পা। কারণ তার চেয়ে শামিতা মিষ্টি দেখতে, গায়ের রং টকটকে ফর্সা। এমনকি শিল্পা একাধিক সাক্ষাৎকারে স্বীকার করেছেন, তার চেয়ে ছোট বোন শামিতা ভালো অভিনেত্রী। তাইতো বলিউডে রাজকীয় অভিষেকই হয়েছিল শামিতার। যশরাজ ফিল্মসের সুপারহিট সিনেমা মহব্বতের মাধ্যমে তার অভিনয় ক্যারিয়ার শুরু। তার সহশিল্পী ছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঐশ^রিয়া রাইয়ের মতো সুপারস্টার। এই ছবি করার জন্য শামিতা ছেড়ে দিয়েছিলেন আমির খানের বিপরীতে ‘লাগান’-এর মতো বিখ্যাত ছবি। তবে শামিতা সবচেয়ে জনপ্রিয়তা পান তার অভিনীত ‘মেরে ইয়ার কি সাদি হে’ ছবিতে আশা ভোশলের গাওয়া ‘সারারা সারারা’ গানে চমৎকার পারফরমেন্সের জন্য। তার ক্যারিয়ারে আরও রয়েছে ‘মাইন্ডব্লোয়িং মাহিয়া’, ‘চোরি পে চোরি’, ‘বারাস জায়ে বাদল’-এর মতো সাড়াজাগানো গান। তিনি বেশকিছু হিন্দি ছবিতে অভিনয় করেন। তবে বিগত এক দশক তিনি সেভাবে অভিনয়ে নিয়মিত ছিলেন না। ব্যক্তিগত কারণেই দূরে ছিলেন এই গ্ল্যামার গার্ল। অবশেষে গত বছরের মাঝামাঝিতে ভারতের ওটিটি প্ল্যাটফর্মের জন্য প্রথমবার আয়োজিত ‘বিগ বস’ রিয়েলিটি শো’র প্রতিযোগী হয়ে আলোচনায় আসেন। পুরো সিজনে তার পারফরমেন্স মুগ্ধ করে সবাইকে। শো জিততে না পারলেও সেখানেই পেয়ে যান মনের মানুষ। আরেক প্রতিযোগী অভিনেতা, মডেল ও পেইন্টার রাকেশ বাপটকে মন দেন তিনি।
শামিতা সেই শো শেষ করে আবারও যোগ দেন সালমান খানের সঞ্চালনায় ‘বিগ বস সিজন ১৫’তে। সেখানেও কয়েক সপ্তাহের জন্য পাশে পান প্রেমিক রাকেশকে। অবশেষে ৪২ বছর বয়সী এই তারকা জানালেন নিজের বিয়ের পরিকল্পনা। বিগ বসের সেটেই আরেক প্রতিযোগী কোরিওগ্রাফার নিশান্ত ভাটকে শামিতা জানান, তিনি চলতি বছরেই বিয়ে করবেন। কিন্তু পাত্রের খোঁজ নেই। নিশান্ত তাই পাল্টা প্রশ্ন ছুড়েছেন, ‘কেন, রাকেশই তো আছে।’ শামিতার সাফ উত্তর, ‘তেমনভাবে চিনি না রাকেশকে। কেবল অনুষ্ঠানেই সময়ে কাটিয়েছি আমরা।’ শামিতাকে সতর্ক করে নিশান্ত বলেন, ‘রাকেশকে আমি অনেক দিন ধরে চিনি। ও কিন্তু খুবই জটিল।’ শামিতাও জবাবে বলেন, ‘আমিও কিন্তু খুব সহজ নই।’ বিয়ে নিয়ে দুই প্রতিযোগীর মধ্যে এমন পাল্টাপাল্টি কথার পর অনেকেই মনে করতে শুরু করেছেন, রাকেশের সঙ্গে শামিতার প্রেম পর্বের আয়ু ‘বিগ বস’ পর্যন্তই। নায়িকা বিয়ে করবেন বটে, তবে প্রেমিক রাকেশকে হয়তো নয়।