আক্রান্ত অন্তঃসত্ত্বা ন্যান্সি
| ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০
করোনা আক্রান্ত হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। গত ১৮ জানুয়ারি বিকেলে তিনি জানান, গত ১৬ জানুয়ারি রাত থেকে তিনি অসুস্থ। এর পরদিন কভিড টেস্ট করান। ফল পজিটিভ এসেছে। ন্যান্সি আরও জানান, ‘আমার স্বামী, মেয়ে, ছোট ভাই ও গৃহকর্মী এখন পর্যন্ত আক্রান্ত হয়নি। তাদের মধ্যে কোনো উপসর্গও নেই। উপসর্গ দেখা দিলে তাদেরও কভিড টেস্ট করা হবে। ন্যান্সি জানান, কভিডের দুই ডোজ টিকাই গ্রহণ করেছেন তিনি। সম্প্রতি এক ভিডিও বার্তায় এই কণ্ঠশিল্পী জানিয়েছিলেন, আবারও কন্যাসন্তানের মা হচ্ছেন তিনি। বিয়ের ছয় মাসের ব্যবধানে এই সুখবর জানান গায়িকা। গত বছরের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। অনাগত সন্তানের নাম রেখেছেন মেহনাজ। রোদেলা ও নায়লা নামে তার আরও দুটি কন্যাসন্তান রয়েছে।
শেয়ার করুন
| ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০

করোনা আক্রান্ত হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। গত ১৮ জানুয়ারি বিকেলে তিনি জানান, গত ১৬ জানুয়ারি রাত থেকে তিনি অসুস্থ। এর পরদিন কভিড টেস্ট করান। ফল পজিটিভ এসেছে। ন্যান্সি আরও জানান, ‘আমার স্বামী, মেয়ে, ছোট ভাই ও গৃহকর্মী এখন পর্যন্ত আক্রান্ত হয়নি। তাদের মধ্যে কোনো উপসর্গও নেই। উপসর্গ দেখা দিলে তাদেরও কভিড টেস্ট করা হবে। ন্যান্সি জানান, কভিডের দুই ডোজ টিকাই গ্রহণ করেছেন তিনি। সম্প্রতি এক ভিডিও বার্তায় এই কণ্ঠশিল্পী জানিয়েছিলেন, আবারও কন্যাসন্তানের মা হচ্ছেন তিনি। বিয়ের ছয় মাসের ব্যবধানে এই সুখবর জানান গায়িকা। গত বছরের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যান্সি। অনাগত সন্তানের নাম রেখেছেন মেহনাজ। রোদেলা ও নায়লা নামে তার আরও দুটি কন্যাসন্তান রয়েছে।
শেয়ার করুন