সেন্সর পেল মিলন-শিলার সিনেমা
| ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০
মুক্তির অনুমতি পেল আনিসুর রহমান মিলন ও শিরিন শিলা অভিনীত ‘নদীর জলে শাপলা ভাসে’ সিনেমা। ২৩ জানুয়ারি সিনেমাটি বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে সেন্সরপত্র পায়। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক মেহেদী হাসান।
তিনি বলেন, গ্রামীণ পটভূমি নিয়ে সিনেমার কাহিনী তৈরি করা হয়েছে। আনিসুর রহমান মিলন ও শিরিন শিলা ভালো অভিনয় করেছেন। বর্তমান সময়ে দর্শক যে ধরনের সিনেমা দেখতে চায় তাদের চাহিদা অনুযায়ী এ সিনেমাটি নির্মাণ করেছি।
বিনা কর্তনে সেন্সর পাওয়ায় এ ছবির অভিনেতা মিলন বলেন, একটি সুস্থ সিনেমা যা আমরা প্রত্যাশা করি আমার অভিনীত নদীর জলে শাপলা ভাসে সিনেমাটি ঠিক তেমনই একটি ফিল্ম। ধন্যবাদ বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের সব সদস্যকে।
শিরিন শিলা বলেন, একটি হৃদয়বিদারক গল্প। এ ধরনের চরিত্রে আগে অভিনয় করিনি। অনেক দিন ধরেই এ রকম একটি গল্প খুঁজছিলাম। গ্রামের সহজ-সরল মাঝির বউ আমি। গতানুগতিক গল্পের বাইরে ব্যতিক্রম মৌলিক গল্পের সিনেমা এটি। আমার বিশ্বাস প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেলে গল্প ও অভিনয়ে সবার হৃদয় ছুঁয়ে যাবে। আনিসুর রহমান মিলন ও শিরিন শিলা ছাড়াও ছবিতে অভিনয় করেছেন বড়দা মিঠু, রেবেকা রউফ, সুব্রত, আসমা ঝিলিক, মাইশা প্রমুখ।
শেয়ার করুন
| ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০

মুক্তির অনুমতি পেল আনিসুর রহমান মিলন ও শিরিন শিলা অভিনীত ‘নদীর জলে শাপলা ভাসে’ সিনেমা। ২৩ জানুয়ারি সিনেমাটি বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে সেন্সরপত্র পায়। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক মেহেদী হাসান।
তিনি বলেন, গ্রামীণ পটভূমি নিয়ে সিনেমার কাহিনী তৈরি করা হয়েছে। আনিসুর রহমান মিলন ও শিরিন শিলা ভালো অভিনয় করেছেন। বর্তমান সময়ে দর্শক যে ধরনের সিনেমা দেখতে চায় তাদের চাহিদা অনুযায়ী এ সিনেমাটি নির্মাণ করেছি।
বিনা কর্তনে সেন্সর পাওয়ায় এ ছবির অভিনেতা মিলন বলেন, একটি সুস্থ সিনেমা যা আমরা প্রত্যাশা করি আমার অভিনীত নদীর জলে শাপলা ভাসে সিনেমাটি ঠিক তেমনই একটি ফিল্ম। ধন্যবাদ বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের সব সদস্যকে।
শিরিন শিলা বলেন, একটি হৃদয়বিদারক গল্প। এ ধরনের চরিত্রে আগে অভিনয় করিনি। অনেক দিন ধরেই এ রকম একটি গল্প খুঁজছিলাম। গ্রামের সহজ-সরল মাঝির বউ আমি। গতানুগতিক গল্পের বাইরে ব্যতিক্রম মৌলিক গল্পের সিনেমা এটি। আমার বিশ্বাস প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেলে গল্প ও অভিনয়ে সবার হৃদয় ছুঁয়ে যাবে। আনিসুর রহমান মিলন ও শিরিন শিলা ছাড়াও ছবিতে অভিনয় করেছেন বড়দা মিঠু, রেবেকা রউফ, সুব্রত, আসমা ঝিলিক, মাইশা প্রমুখ।