এক ঝলকে
মহেশবাবুর পক্ষ নিলেন কঙ্গনা
বলিউড বনাম ভারতের দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মধ্যে কাদা ছোড়াছুড়ি রীতিমতো জমজমাট। কিচ্চা সুদীপ আর অজয় দেবগনের মধ্যে বাগ্বিত-া প্রথম শুরু হয়েছিল। সদ্য তেলেগু সুপারস্টার মহেশবাবুর এক মন্তব্য যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। মহেশবাবু তার ছবি ‘সরকারু ভারি পাটা’র প্রমোশনের সময় বলিউড সম্পর্কে এক বেফাঁস মন্তব্য করে বসেছিলেন। এই দক্ষিণী সুপারস্টারকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কবে হিন্দি ছবিতে অভিনয় করবেন। জবাবে মহেশবাবু বলেছিলেন, ‘আমাকে উদ্ধত মনে হতে পারে। আমি অনেক হিন্দি ছবির প্রস্তাব পেয়েছি। কিন্তু আমার মনে হয়েছে যে তারা আমাকে পোষাতে পারবে না। আমি আমার সময় নষ্ট করতে চাইনি। আমি যে ভালোবাসা, সম্মান আর তারকাখ্যাতি এখানে পেয়েছি, এসব কিছু ছেড়ে অন্য ইন্ডাস্ট্রিতে যাওয়ার কথা ভাবতেও পারি না।’ তার এ বিস্ফোরক মন্তব্যের পর বিটাউনের অনেকেই ক্ষোভে ফেটে পড়েছেন। কিন্তু এ ব্যাপারে মহেশবাবুর পাশে দাঁড়ালেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানৌত। আবারও তিনি বিটাউন ইন্ডাস্ট্রির বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিলেন। কঙ্গনা বলেছেন, ‘মহেশবাবু সত্যি কথাই বলেছেন। আমি জানি যে অনেক চিত্র নির্মাতার থেকে তিনি অসংখ্য প্রস্তাব পেয়েছেন। তিনি এবং তার প্রজন্মের অভিনেতারা তেলেগু ছায়াছবির দুনিয়াকে ভারতে এক নম্বর ফিল্ম ইন্ডাস্ট্রি বানিয়েছেন। আর তাই বলিউড তাকে কোনোভাবেই পোষাতে পারবে না।’ মজার বিষয় হচ্ছে, মহেশবাবু বিরূপ মন্তব্যের পর নিজের সাফাই গেয়েছেন। তিনি বলেছেন, তার এই মন্তব্য তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি তার ভালোবাসার এক প্রতিফলন মাত্র।
আইনজীবীর সঙ্গে জনির প্রেম
হলিউডের প্রাক্তন তারকা দম্পতি জনি ডেপ এবং অ্যাম্বার হার্ডের মানহানির মামলা নিয়ে শোরগোল চলছেই। তার মধ্যেই গুঞ্জন রটেছে হলিউড অভিনেতা জনি ডেপ তার অ্যাটর্নি ক্যামিলি ভাসকুয়েজের সঙ্গে প্রেম করছেন। সামাজিক মাধ্যম টুইটারে এক নেটিজেন লিখেছেন, ‘এটা বন্ধুত্ব হোক কিংবা তার চেয়ে বেশি কিছু, জনি ডেপ ও ক্যামিলির সংযোগ লক্ষ করার মতো।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘জনি ডেপ ক্যামিলির সঙ্গে! আইনজীবীর সঙ্গে প্রেম করার বিষয়টি তো দারুণ! আশা করছি ক্যামিলি সিঙ্গেল। কারণ তাদের ফ্লার্টিং করতে দেখি। তারা সুখে থাকুক।’ ক্যামিলির কাছের একজন সূত্র বিষয়টিকে গুজব বলে দাবি করেছেন টিএমজেডের কাছে। তিনি বলেন, ‘সামাজিক মাধ্যমের ফিকশন ছাড়া এটা কিছুই না।’ জনির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন তার প্রাক্তন স্ত্রী। অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন জনি। অভিনেতা মিথ্যে বলছেন দাবি করে পাল্টা মামলা করেন অ্যাম্বারও। এই জোড়া মামলার শুনানিতে কাদা ছোড়াছুড়ি দেখছে আদালত। দু’পক্ষের ভক্তরাও বিষয়টি নিয়ে আলোচনা করছে সামাজিক মাধ্যমে।
শেয়ার করুন

মহেশবাবুর পক্ষ নিলেন কঙ্গনা
বলিউড বনাম ভারতের দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মধ্যে কাদা ছোড়াছুড়ি রীতিমতো জমজমাট। কিচ্চা সুদীপ আর অজয় দেবগনের মধ্যে বাগ্বিত-া প্রথম শুরু হয়েছিল। সদ্য তেলেগু সুপারস্টার মহেশবাবুর এক মন্তব্য যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। মহেশবাবু তার ছবি ‘সরকারু ভারি পাটা’র প্রমোশনের সময় বলিউড সম্পর্কে এক বেফাঁস মন্তব্য করে বসেছিলেন। এই দক্ষিণী সুপারস্টারকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কবে হিন্দি ছবিতে অভিনয় করবেন। জবাবে মহেশবাবু বলেছিলেন, ‘আমাকে উদ্ধত মনে হতে পারে। আমি অনেক হিন্দি ছবির প্রস্তাব পেয়েছি। কিন্তু আমার মনে হয়েছে যে তারা আমাকে পোষাতে পারবে না। আমি আমার সময় নষ্ট করতে চাইনি। আমি যে ভালোবাসা, সম্মান আর তারকাখ্যাতি এখানে পেয়েছি, এসব কিছু ছেড়ে অন্য ইন্ডাস্ট্রিতে যাওয়ার কথা ভাবতেও পারি না।’ তার এ বিস্ফোরক মন্তব্যের পর বিটাউনের অনেকেই ক্ষোভে ফেটে পড়েছেন। কিন্তু এ ব্যাপারে মহেশবাবুর পাশে দাঁড়ালেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানৌত। আবারও তিনি বিটাউন ইন্ডাস্ট্রির বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিলেন। কঙ্গনা বলেছেন, ‘মহেশবাবু সত্যি কথাই বলেছেন। আমি জানি যে অনেক চিত্র নির্মাতার থেকে তিনি অসংখ্য প্রস্তাব পেয়েছেন। তিনি এবং তার প্রজন্মের অভিনেতারা তেলেগু ছায়াছবির দুনিয়াকে ভারতে এক নম্বর ফিল্ম ইন্ডাস্ট্রি বানিয়েছেন। আর তাই বলিউড তাকে কোনোভাবেই পোষাতে পারবে না।’ মজার বিষয় হচ্ছে, মহেশবাবু বিরূপ মন্তব্যের পর নিজের সাফাই গেয়েছেন। তিনি বলেছেন, তার এই মন্তব্য তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি তার ভালোবাসার এক প্রতিফলন মাত্র।
আইনজীবীর সঙ্গে জনির প্রেম
হলিউডের প্রাক্তন তারকা দম্পতি জনি ডেপ এবং অ্যাম্বার হার্ডের মানহানির মামলা নিয়ে শোরগোল চলছেই। তার মধ্যেই গুঞ্জন রটেছে হলিউড অভিনেতা জনি ডেপ তার অ্যাটর্নি ক্যামিলি ভাসকুয়েজের সঙ্গে প্রেম করছেন। সামাজিক মাধ্যম টুইটারে এক নেটিজেন লিখেছেন, ‘এটা বন্ধুত্ব হোক কিংবা তার চেয়ে বেশি কিছু, জনি ডেপ ও ক্যামিলির সংযোগ লক্ষ করার মতো।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘জনি ডেপ ক্যামিলির সঙ্গে! আইনজীবীর সঙ্গে প্রেম করার বিষয়টি তো দারুণ! আশা করছি ক্যামিলি সিঙ্গেল। কারণ তাদের ফ্লার্টিং করতে দেখি। তারা সুখে থাকুক।’ ক্যামিলির কাছের একজন সূত্র বিষয়টিকে গুজব বলে দাবি করেছেন টিএমজেডের কাছে। তিনি বলেন, ‘সামাজিক মাধ্যমের ফিকশন ছাড়া এটা কিছুই না।’ জনির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন তার প্রাক্তন স্ত্রী। অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন জনি। অভিনেতা মিথ্যে বলছেন দাবি করে পাল্টা মামলা করেন অ্যাম্বারও। এই জোড়া মামলার শুনানিতে কাদা ছোড়াছুড়ি দেখছে আদালত। দু’পক্ষের ভক্তরাও বিষয়টি নিয়ে আলোচনা করছে সামাজিক মাধ্যমে।