এক মঞ্চে ৮ ব্যান্ড
| ১৮ মে, ২০২২ ০০:০০
দেশের আটটি জনপ্রিয় রক ব্যান্ডের অংশগ্রহণে আয়োজিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত রক ইভেন্ট ‘দ্য হাইব্রিড এক্সপেরিয়েন্স’। ভক্তদের মন মাতাতে ইভেন্টে পারফর্ম করবে দেশসেরা ব্যান্ড আর্টসেল, ব্ল্যাক, ক্রিপটিক ফেইট, আর্বোভাইরাস, নেমেসিস, অ্যাভয়েড রাফা, দৃক এবং মেকানিক্স। আগামী ২০ মে বেলা ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত রাজধানীর বসুন্ধরায় আইসিসিবির ৪ নম্বর হলে এই রক ইভেন্টটি অনুষ্ঠিত হবে। রক ব্যান্ডের এই ইভেন্টে প্রায় ৫ হাজার ভক্ত সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকরা। জনপ্রিয় ব্যান্ডগুলোর বিখ্যাত কিছু গান দিয়ে ইভেন্টের লাইনআপ সাজানো হয়েছে। সুপার ব্যান্ড ‘হাইব্রিড’র পারফরম্যান্স এবং বিশেষ অতিথিদের উপস্থিতিসহ ভক্তদের জন্য দারুণ কিছু সারপ্রাইজ থাকছে ইভেন্টে। সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানান, একটি সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনে অংশ নিয়ে একজন ভাগ্যবান বিজয়ী পাবেন একটি মোটরবাইক জেতার সুযোগ। ‘দ্য হাইব্রিড এক্সপেরিয়েন্স’ কনসার্টের টাইটেল স্পন্সর ‘দারাজবিডি’ এবং কো-স্পন্সর ‘রিয়েল ম্যান বডি স্প্রে’। আয়োজক হিসেবে আরও থাকছে ফুটওয়্যার ব্র্যান্ড অ্যাপেক্স ম্যাভেরিক। ঢাকায় অবস্থিত দ্য হাইভ, ম্যাডশেফ এবং ইশো’র সব আউটলেট থেকে সরাসরি টিকিট সংগ্রহ করা যাবে বলে জানিয়েছেন আয়োজকরা। এ ছাড়া অনলাইনে টিকিট সংগ্রহসহ বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করতে বলা হয়েছে গেটসেটরকডটকমে।
শেয়ার করুন
| ১৮ মে, ২০২২ ০০:০০

দেশের আটটি জনপ্রিয় রক ব্যান্ডের অংশগ্রহণে আয়োজিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত রক ইভেন্ট ‘দ্য হাইব্রিড এক্সপেরিয়েন্স’। ভক্তদের মন মাতাতে ইভেন্টে পারফর্ম করবে দেশসেরা ব্যান্ড আর্টসেল, ব্ল্যাক, ক্রিপটিক ফেইট, আর্বোভাইরাস, নেমেসিস, অ্যাভয়েড রাফা, দৃক এবং মেকানিক্স। আগামী ২০ মে বেলা ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত রাজধানীর বসুন্ধরায় আইসিসিবির ৪ নম্বর হলে এই রক ইভেন্টটি অনুষ্ঠিত হবে। রক ব্যান্ডের এই ইভেন্টে প্রায় ৫ হাজার ভক্ত সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকরা। জনপ্রিয় ব্যান্ডগুলোর বিখ্যাত কিছু গান দিয়ে ইভেন্টের লাইনআপ সাজানো হয়েছে। সুপার ব্যান্ড ‘হাইব্রিড’র পারফরম্যান্স এবং বিশেষ অতিথিদের উপস্থিতিসহ ভক্তদের জন্য দারুণ কিছু সারপ্রাইজ থাকছে ইভেন্টে। সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানান, একটি সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনে অংশ নিয়ে একজন ভাগ্যবান বিজয়ী পাবেন একটি মোটরবাইক জেতার সুযোগ। ‘দ্য হাইব্রিড এক্সপেরিয়েন্স’ কনসার্টের টাইটেল স্পন্সর ‘দারাজবিডি’ এবং কো-স্পন্সর ‘রিয়েল ম্যান বডি স্প্রে’। আয়োজক হিসেবে আরও থাকছে ফুটওয়্যার ব্র্যান্ড অ্যাপেক্স ম্যাভেরিক। ঢাকায় অবস্থিত দ্য হাইভ, ম্যাডশেফ এবং ইশো’র সব আউটলেট থেকে সরাসরি টিকিট সংগ্রহ করা যাবে বলে জানিয়েছেন আয়োজকরা। এ ছাড়া অনলাইনে টিকিট সংগ্রহসহ বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করতে বলা হয়েছে গেটসেটরকডটকমে।