জুনে আদর-বুবলীর ‘তালাশ’
| ২১ মে, ২০২২ ০০:০০
রোমান্টিক থ্রিলার গল্পে প্রথমবারের মতো নবাগত চিত্রনায়ক আদর আজাদের সঙ্গে ‘তালাশ’ সিনেমায় জুটি বেঁধেছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। সৈকত নাসির পরিচালিত সিনেমাটির গান ও ফার্স্টলুক প্রকাশের পর গত বৃহস্পতিবার মুক্তি পেল সিনেমাটির অফিশিয়াল ট্রেইলার। আর তাতে জানা গেল, আগামী ১৭ জুন দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। আদর আজাদ বলেন, ‘অনেক আগেই সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে তা আর সম্ভব হয়নি। তবে যা হয় ভালোর জন্যই হয়। এখন দর্শক হলে গিয়ে ছবি দেখতে শুরু করেছে। ছবির গান দুটি মুক্তি পাওয়ার পর বেশ সাড়া পেয়েছি। ট্রেইলার নিয়েও বেশ প্রশংসা শুনছি। এটুকু বলতে পারি, আমার প্রথম সিনেমাটি দেখে দর্শক নিরাশ হবে না।’ বুবলী বলেন, ‘সিনেমার প্রকাশিত গান দুটি দর্শক বেশ পছন্দ করেছে। এই সিনেমার প্রতিটি গানই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আর সিনেমার গল্প এককথায় চমৎকার। দর্শক ভালো গল্পের একটি সিনেমা পেতে যাচ্ছে। আশা করি, আমাদের প্রথম জুটির সিনেমাটি দর্শকদের পছন্দ হবে।’ ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনী পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ।
শেয়ার করুন
| ২১ মে, ২০২২ ০০:০০

রোমান্টিক থ্রিলার গল্পে প্রথমবারের মতো নবাগত চিত্রনায়ক আদর আজাদের সঙ্গে ‘তালাশ’ সিনেমায় জুটি বেঁধেছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। সৈকত নাসির পরিচালিত সিনেমাটির গান ও ফার্স্টলুক প্রকাশের পর গত বৃহস্পতিবার মুক্তি পেল সিনেমাটির অফিশিয়াল ট্রেইলার। আর তাতে জানা গেল, আগামী ১৭ জুন দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। আদর আজাদ বলেন, ‘অনেক আগেই সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে তা আর সম্ভব হয়নি। তবে যা হয় ভালোর জন্যই হয়। এখন দর্শক হলে গিয়ে ছবি দেখতে শুরু করেছে। ছবির গান দুটি মুক্তি পাওয়ার পর বেশ সাড়া পেয়েছি। ট্রেইলার নিয়েও বেশ প্রশংসা শুনছি। এটুকু বলতে পারি, আমার প্রথম সিনেমাটি দেখে দর্শক নিরাশ হবে না।’ বুবলী বলেন, ‘সিনেমার প্রকাশিত গান দুটি দর্শক বেশ পছন্দ করেছে। এই সিনেমার প্রতিটি গানই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আর সিনেমার গল্প এককথায় চমৎকার। দর্শক ভালো গল্পের একটি সিনেমা পেতে যাচ্ছে। আশা করি, আমাদের প্রথম জুটির সিনেমাটি দর্শকদের পছন্দ হবে।’ ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনী পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ।