নিজের ফ্যাশন ব্র্যান্ড খুলেছি
মাসিদ রণ | ২৬ মে, ২০২২ ০০:০০
জনপ্রিয় নৃত্যশিল্পী হৃদি শেখ। আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি পাওয়া এই তারকা এবার নারী উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করছেন। আরও আসছে বেশকিছু চমক। এসব নিয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
ব্যস্ততা...
নাচের পাশাপাশি নিয়মিত বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশনে ব্যস্ত থাকতে হয়। এছাড়া নিজের নাচের স্কুল, ভিডিও কনটেন্ট মেকিং-এ সময় দিই। আসলে নিজে নাচের পাশাপাশি আমি কোরিওগ্রাফি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। সামনে কিছু চমক নিয়ে হাজির হব। দেশের কিংবদন্তি শিল্পীদের সঙ্গে বেশ কিছু মিউজিক ভিডিও করার কথা চূড়ান্ত করেছি। আশা করি জুনে নতুন মিউজিক ভিডিও আসবে।
উদ্যোক্তা...
ক্যারিয়ারের শুরু থেকেই চেয়েছি নাচের সঙ্গে এমন কিছু করব, যেখানেও আমার নিজস্ব প্রতিভার ছাপ রাখতে পারি। কয়েক বছর শোবিজে কাজ করতে করতে আমার মনে হয়েছে নিজস্ব একটা ফ্যাশন ব্র্যান্ড খুললে মন্দ হয় না। কারণ আমার ফ্যাশন সেন্স নিয়ে কাছের মানুষ, বন্ধু-বান্ধব, শোবিজের সহকর্মীরা, এমনকি ভক্তরাও প্রশংসা করে। অবশেষে নিজের ফ্যাশন ব্র্যান্ড খুলে ফেললাম। নাম দিয়েছি ‘জেমিনি বাই হৃদি শেখ’। এখানে আপাতত মেয়েদের পোশাক পাওয়া যাচ্ছে। তবে দেশের অন্যান্য ফ্যাশন হাউজে যেমন শাড়ি, লেহেঙ্গা আর কামিজ পাওয়া যায়, আমার হাউজে তার থেকে সম্পূর্ণ আলাদা পোশাক পাওয়া যাবে। নানা ধরনের ওয়েস্টার্ন পোশাকের দারুণ দারুণ ডিজাইন নিয়ে এসেছি। শীতের সিজনে ছেলেদের পোশাকও নিয়ে আসব। ব্র্যান্ডের পেইজ https://www.facebook.com/defclo.official অথবা DEFCLO.com ভিজিট করে আমার কালেকশনগুলো কিনতে পারবেন।
বিশেষত্ব...
আমি গর্বিত, একজন নৃত্যশিল্পী হিসেবে। রাশিয়ায় বড় হওয়ার সুবাদে নানা ধরনের নাচের তালিম নেওয়ার সুযোগ হয়েছে গুণী গুরুদের কাছে। খেয়াল করলে দেখবেন, আমি যেমন বাংলাদেশের ফোক নাচটাও করি, তেমনি ভারতের ক্ল্যাসিকাল নাচের মুদ্রাও ব্যবহার করি আমার কোরিওগ্রাফিতে। তবে আমি সবচেয়ে স্বাচ্ছন্দ্যবোধ করি ওয়েস্টার্ন ধাঁচের নাচ, যেমন হিপহপ, ভ্যাকিংস, ফ্রি স্টাইলস-এ। নানা ধরনের নাচ শিখেছি এবং তা ঠিকমতো প্রেজেন্ট করতে পারি বলেই হয়তো দেশে ফেরার পর দ্রুত আমাকে সবাই আলাদা করে চিনতে শুরু করে। আজ নৃত্যশিল্পী হয়েও দেশের নামকরা ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করতে পারছি।
শেয়ার করুন
মাসিদ রণ | ২৬ মে, ২০২২ ০০:০০

জনপ্রিয় নৃত্যশিল্পী হৃদি শেখ। আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি পাওয়া এই তারকা এবার নারী উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করছেন। আরও আসছে বেশকিছু চমক। এসব নিয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
ব্যস্ততা...
নাচের পাশাপাশি নিয়মিত বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশনে ব্যস্ত থাকতে হয়। এছাড়া নিজের নাচের স্কুল, ভিডিও কনটেন্ট মেকিং-এ সময় দিই। আসলে নিজে নাচের পাশাপাশি আমি কোরিওগ্রাফি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। সামনে কিছু চমক নিয়ে হাজির হব। দেশের কিংবদন্তি শিল্পীদের সঙ্গে বেশ কিছু মিউজিক ভিডিও করার কথা চূড়ান্ত করেছি। আশা করি জুনে নতুন মিউজিক ভিডিও আসবে।
উদ্যোক্তা...
ক্যারিয়ারের শুরু থেকেই চেয়েছি নাচের সঙ্গে এমন কিছু করব, যেখানেও আমার নিজস্ব প্রতিভার ছাপ রাখতে পারি। কয়েক বছর শোবিজে কাজ করতে করতে আমার মনে হয়েছে নিজস্ব একটা ফ্যাশন ব্র্যান্ড খুললে মন্দ হয় না। কারণ আমার ফ্যাশন সেন্স নিয়ে কাছের মানুষ, বন্ধু-বান্ধব, শোবিজের সহকর্মীরা, এমনকি ভক্তরাও প্রশংসা করে। অবশেষে নিজের ফ্যাশন ব্র্যান্ড খুলে ফেললাম। নাম দিয়েছি ‘জেমিনি বাই হৃদি শেখ’। এখানে আপাতত মেয়েদের পোশাক পাওয়া যাচ্ছে। তবে দেশের অন্যান্য ফ্যাশন হাউজে যেমন শাড়ি, লেহেঙ্গা আর কামিজ পাওয়া যায়, আমার হাউজে তার থেকে সম্পূর্ণ আলাদা পোশাক পাওয়া যাবে। নানা ধরনের ওয়েস্টার্ন পোশাকের দারুণ দারুণ ডিজাইন নিয়ে এসেছি। শীতের সিজনে ছেলেদের পোশাকও নিয়ে আসব। ব্র্যান্ডের পেইজ https://www.facebook.com/defclo.official অথবা DEFCLO.com ভিজিট করে আমার কালেকশনগুলো কিনতে পারবেন।
বিশেষত্ব...
আমি গর্বিত, একজন নৃত্যশিল্পী হিসেবে। রাশিয়ায় বড় হওয়ার সুবাদে নানা ধরনের নাচের তালিম নেওয়ার সুযোগ হয়েছে গুণী গুরুদের কাছে। খেয়াল করলে দেখবেন, আমি যেমন বাংলাদেশের ফোক নাচটাও করি, তেমনি ভারতের ক্ল্যাসিকাল নাচের মুদ্রাও ব্যবহার করি আমার কোরিওগ্রাফিতে। তবে আমি সবচেয়ে স্বাচ্ছন্দ্যবোধ করি ওয়েস্টার্ন ধাঁচের নাচ, যেমন হিপহপ, ভ্যাকিংস, ফ্রি স্টাইলস-এ। নানা ধরনের নাচ শিখেছি এবং তা ঠিকমতো প্রেজেন্ট করতে পারি বলেই হয়তো দেশে ফেরার পর দ্রুত আমাকে সবাই আলাদা করে চিনতে শুরু করে। আজ নৃত্যশিল্পী হয়েও দেশের নামকরা ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করতে পারছি।