সব ধরনের কাজে প্রমাণ করতে চাই
| ২ জুলাই, ২০২২ ০০:০০
কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী তানজিন তিশার কয়েকটি ছবি ভাইরাল। সেই ছবি ও সমসাময়িক বিষয়ে কথা বলেছেন তিনি
ভাইরাল...
ভাইরাল বলতে আজকাল নেতিবাচক কিছু বোঝানো হয়। কিন্তু আমার বেলায় তা হয়েছে পজিটিভ। ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যায়, ক্লান্ত মুখে আমার রিকশা চালানোর দৃশ্য। অন্য একটি ছবিতে যাত্রী নিয়ে ছুটছি। আবার রিকশার গ্যারেজে আড্ডা দিচ্ছি। এই ছবিগুলো আসছে কোরবানির ঈদের জন্য নির্মিত ‘রিকশা গার্ল’ নাটকের স্থিরচিত্র, যা প্রকাশ্যে আসতেই ভাইরাল। এমন চরিত্রে অভিনয়ের জন্য এরই মধ্যে প্রশংসা পাচ্ছি। নাটকটিতে শিখা হয়ে উঠতে যা যা করার দরকার সবই করেছি। এই নাটকে আমাকে যিনি শিখা সাজিয়েছেন, তাকে ধন্যবাদ।
গন্ডি ছাড়িয়ে...
আমি রোমান্টিক ইমেজের বাইরে সব ধরনের কাজে নিজেকে প্রমাণ করতে চাই। যেমন ‘রিকশা গার্ল’ নাটকের শিখা চরিত্র একটা বোধের জায়গা থেকে করা। সমাজের শ্রমজীবী নারীদের জীবনসংগ্রামের কথা আমরা কজনইবা জানি। এই শহরে যেসব নারী প্রতিদিন লড়াই করে জীবিকা নির্বাহ করছেন, তাদের প্রতি একধরনের শ্রদ্ধাবোধ থেকে কাজটি করেছি। এই ঈদে ‘রিকশা গার্ল’ নিঃসন্দেহে অন্য রকম আবেদনের একটি কাজ হবে।
ঈদের কাজ...
ঈদের আগে ছোটপর্দার অভিনয়শিল্পীদের ব্যস্ততা বেড়ে যায়। তবে আমি আসলে সংখ্যা গুনে আর কাজ করতে চাই না। রোজার ঈদের পর থেকে বেশ কয়েকটি কাজ করেছি, যার প্রতিটি গল্পই একটু আলাদা। ফলে বলতে পারি, সংখ্যায় নয়, মানের দিক থেকে প্রতিটি নাটকই দর্শকের কাছে ভালো লাগবে।
ওয়েবে...
‘শিকল’ ও ‘লোহার তরী’ নামে দুটি ওয়েব সিরিজ করেছিলাম। আমার বিশ্বাস, এই দুটি সিরিজ দেখলে দর্শক বুঝতে পারবেন কেন এতে কাজ করেছি। গল্পে একধরনের সম্মোহনী শক্তি আছে; যা দর্শকেরও ভালো লাগতে বাধ্য। গেল রোজার ঈদে প্রচার হয় আমার অভিনীত ওয়েব ফিল্ম ‘সাহসিকা’, যা দারুণ আলোচিত হয়।
বড়পর্দায়...
একজন অভিনয়শিল্পী সব সময় চায় সিনেমায় অভিনয় করতে। আমিও বাণিজ্যিক ধারার সিনেমায় অভিনয় করতে চাই। এরই মধ্যে অনেকেই আমাকে সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছেন। আমি রাজি হইনি। কারণ, টিভি নাটকে যে ধরনের গল্পে অভিনয় করেছি, সেই ধরনের গল্পের সিনেমায় নিজেকে দেখতে চাই না। ফলে অপেক্ষায় রয়েছি ভালো গল্পের। এখন বেশ ভালো ভালো গল্প নিয়ে সিনেমা হচ্ছে। আশা করছি, শিগগিরই নতুন মাধ্যমে যাত্রা শুরু করব।
শেয়ার করুন
| ২ জুলাই, ২০২২ ০০:০০

কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী তানজিন তিশার কয়েকটি ছবি ভাইরাল। সেই ছবি ও সমসাময়িক বিষয়ে কথা বলেছেন তিনি
ভাইরাল...
ভাইরাল বলতে আজকাল নেতিবাচক কিছু বোঝানো হয়। কিন্তু আমার বেলায় তা হয়েছে পজিটিভ। ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যায়, ক্লান্ত মুখে আমার রিকশা চালানোর দৃশ্য। অন্য একটি ছবিতে যাত্রী নিয়ে ছুটছি। আবার রিকশার গ্যারেজে আড্ডা দিচ্ছি। এই ছবিগুলো আসছে কোরবানির ঈদের জন্য নির্মিত ‘রিকশা গার্ল’ নাটকের স্থিরচিত্র, যা প্রকাশ্যে আসতেই ভাইরাল। এমন চরিত্রে অভিনয়ের জন্য এরই মধ্যে প্রশংসা পাচ্ছি। নাটকটিতে শিখা হয়ে উঠতে যা যা করার দরকার সবই করেছি। এই নাটকে আমাকে যিনি শিখা সাজিয়েছেন, তাকে ধন্যবাদ।
গন্ডি ছাড়িয়ে...
আমি রোমান্টিক ইমেজের বাইরে সব ধরনের কাজে নিজেকে প্রমাণ করতে চাই। যেমন ‘রিকশা গার্ল’ নাটকের শিখা চরিত্র একটা বোধের জায়গা থেকে করা। সমাজের শ্রমজীবী নারীদের জীবনসংগ্রামের কথা আমরা কজনইবা জানি। এই শহরে যেসব নারী প্রতিদিন লড়াই করে জীবিকা নির্বাহ করছেন, তাদের প্রতি একধরনের শ্রদ্ধাবোধ থেকে কাজটি করেছি। এই ঈদে ‘রিকশা গার্ল’ নিঃসন্দেহে অন্য রকম আবেদনের একটি কাজ হবে।
ঈদের কাজ...
ঈদের আগে ছোটপর্দার অভিনয়শিল্পীদের ব্যস্ততা বেড়ে যায়। তবে আমি আসলে সংখ্যা গুনে আর কাজ করতে চাই না। রোজার ঈদের পর থেকে বেশ কয়েকটি কাজ করেছি, যার প্রতিটি গল্পই একটু আলাদা। ফলে বলতে পারি, সংখ্যায় নয়, মানের দিক থেকে প্রতিটি নাটকই দর্শকের কাছে ভালো লাগবে।
ওয়েবে...
‘শিকল’ ও ‘লোহার তরী’ নামে দুটি ওয়েব সিরিজ করেছিলাম। আমার বিশ্বাস, এই দুটি সিরিজ দেখলে দর্শক বুঝতে পারবেন কেন এতে কাজ করেছি। গল্পে একধরনের সম্মোহনী শক্তি আছে; যা দর্শকেরও ভালো লাগতে বাধ্য। গেল রোজার ঈদে প্রচার হয় আমার অভিনীত ওয়েব ফিল্ম ‘সাহসিকা’, যা দারুণ আলোচিত হয়।
বড়পর্দায়...
একজন অভিনয়শিল্পী সব সময় চায় সিনেমায় অভিনয় করতে। আমিও বাণিজ্যিক ধারার সিনেমায় অভিনয় করতে চাই। এরই মধ্যে অনেকেই আমাকে সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছেন। আমি রাজি হইনি। কারণ, টিভি নাটকে যে ধরনের গল্পে অভিনয় করেছি, সেই ধরনের গল্পের সিনেমায় নিজেকে দেখতে চাই না। ফলে অপেক্ষায় রয়েছি ভালো গল্পের। এখন বেশ ভালো ভালো গল্প নিয়ে সিনেমা হচ্ছে। আশা করছি, শিগগিরই নতুন মাধ্যমে যাত্রা শুরু করব।