উত্তর আমেরিকায় সেরা অভিনেত্রী ভাবনা
| ৬ জুলাই, ২০২২ ০০:০০
গুণী নির্মাতা নুরুল আলম আতিকের পরিচালনায় ‘লাল মোরগের ঝুঁটি’ ছবিতে অভিনয় করে দেশের দর্শকের প্রশংসা আগেই কুড়িয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এবার বিদেশের মাটিতে তার পরিশ্রম ও মেধার স্বীকৃতি মিলল। এই ছবির একমাত্র মুক্তিযোদ্ধা চরিত্র ‘পদ্ম’র ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য তাকে সেরা অভিনেত্রীর সম্মাননা দিয়েছে উত্তর আমেরিকার বেঙ্গলি কনফারেন্স। মজার বিষয় হলো ভাবনা এ ব্যাপারে আগে থেকে কিছুই জানতেন না। ভাবনা বলেন, ‘পুরস্কার পেতে কার না ভালো লাগে। আর যদি হয় প্রাণের কাছের কোনো চরিত্রের জন্য, তাহলে তো কোনো কথাই নেই। আজীবন সততার সঙ্গেই কাজ করেছি। কখনো চিন্তা করিনি এর বিনিময়ে কী পাব? কজন মানুষ আমার কাজ দেখবে? আমাকে নিয়ে কেউ ফেইসবুকে কিছু লিখবে কি না। একজন সত্যিকারের শিল্পী হিসেবে আমার দায়িত্ব শুধু নিজের চরিত্রের সঙ্গে শতভাগ জাস্টিস করা। আমি সেই চেষ্টাই করি। নিজের কোনো অপারগতা থাকলে তা পরে শুধরে নেওয়ার চেষ্টা করি। আর নিজেই যদি স্যাটিসফাইড হই, তাহলে খুব ভালো লাগে।’ এই পুরস্কারপ্রাপ্তি নিয়ে অভিনেত্রী বলেন, ‘একে তো দেশের বাইরে থেকে একটি সম্মাননা পাচ্ছি। তার ওপর বিষয়টি নিয়ে কিছুই জানতাম না। আমার দুই সহকর্মী মীর সাব্বির আর ইমন এই আয়োজনে অংশ নিতে আমেরিকা গিয়েছেন। তারা বিষয়টি জানতে পেরে আমাকে অভিবাদন জানিয়েছে। আমি বুঝে উঠতে পারছিলাম না কেন তারা অভিবাদন জানাচ্ছে। পরে জানতে পেরেছি আসল ঘটনা। ইমন আমার পুরস্কারটি গ্রহণ করে ছবি তুলে পাঠিয়েছে।’ ভাবনা আরও বলেন, ‘আমি জীবনে নৃত্যশিল্পী হিসেবে অনেক পুরস্কার পেয়েছি। তবে চলচ্চিত্র অভিনেতা হিসেবে এটাই আমার প্রথম পুরস্কার। ‘লাল মোারগের ঝুঁটি’ আমার দ্বিতীয় চলচ্চিত্র, পদ্ম হয়ে পর্দায় এসে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। এটাই অনেক বড় বিষয় ছিল। পুরস্কার বাড়তি প্রাপ্তি। আমি যখনই ভেঙে যাই, তখনই আমাকে আল্লাহ একটা উপহার দেন এবং মনে করিয়ে দেন যে, মানুষ আমাকে যতই আঘাত করুক, যতই বাদ দিয়ে দিক, যতই হাসুক, আমি আমার কাজটি সততার সঙ্গে করে যাব।’
শেয়ার করুন
| ৬ জুলাই, ২০২২ ০০:০০

গুণী নির্মাতা নুরুল আলম আতিকের পরিচালনায় ‘লাল মোরগের ঝুঁটি’ ছবিতে অভিনয় করে দেশের দর্শকের প্রশংসা আগেই কুড়িয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এবার বিদেশের মাটিতে তার পরিশ্রম ও মেধার স্বীকৃতি মিলল। এই ছবির একমাত্র মুক্তিযোদ্ধা চরিত্র ‘পদ্ম’র ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য তাকে সেরা অভিনেত্রীর সম্মাননা দিয়েছে উত্তর আমেরিকার বেঙ্গলি কনফারেন্স। মজার বিষয় হলো ভাবনা এ ব্যাপারে আগে থেকে কিছুই জানতেন না। ভাবনা বলেন, ‘পুরস্কার পেতে কার না ভালো লাগে। আর যদি হয় প্রাণের কাছের কোনো চরিত্রের জন্য, তাহলে তো কোনো কথাই নেই। আজীবন সততার সঙ্গেই কাজ করেছি। কখনো চিন্তা করিনি এর বিনিময়ে কী পাব? কজন মানুষ আমার কাজ দেখবে? আমাকে নিয়ে কেউ ফেইসবুকে কিছু লিখবে কি না। একজন সত্যিকারের শিল্পী হিসেবে আমার দায়িত্ব শুধু নিজের চরিত্রের সঙ্গে শতভাগ জাস্টিস করা। আমি সেই চেষ্টাই করি। নিজের কোনো অপারগতা থাকলে তা পরে শুধরে নেওয়ার চেষ্টা করি। আর নিজেই যদি স্যাটিসফাইড হই, তাহলে খুব ভালো লাগে।’ এই পুরস্কারপ্রাপ্তি নিয়ে অভিনেত্রী বলেন, ‘একে তো দেশের বাইরে থেকে একটি সম্মাননা পাচ্ছি। তার ওপর বিষয়টি নিয়ে কিছুই জানতাম না। আমার দুই সহকর্মী মীর সাব্বির আর ইমন এই আয়োজনে অংশ নিতে আমেরিকা গিয়েছেন। তারা বিষয়টি জানতে পেরে আমাকে অভিবাদন জানিয়েছে। আমি বুঝে উঠতে পারছিলাম না কেন তারা অভিবাদন জানাচ্ছে। পরে জানতে পেরেছি আসল ঘটনা। ইমন আমার পুরস্কারটি গ্রহণ করে ছবি তুলে পাঠিয়েছে।’ ভাবনা আরও বলেন, ‘আমি জীবনে নৃত্যশিল্পী হিসেবে অনেক পুরস্কার পেয়েছি। তবে চলচ্চিত্র অভিনেতা হিসেবে এটাই আমার প্রথম পুরস্কার। ‘লাল মোারগের ঝুঁটি’ আমার দ্বিতীয় চলচ্চিত্র, পদ্ম হয়ে পর্দায় এসে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। এটাই অনেক বড় বিষয় ছিল। পুরস্কার বাড়তি প্রাপ্তি। আমি যখনই ভেঙে যাই, তখনই আমাকে আল্লাহ একটা উপহার দেন এবং মনে করিয়ে দেন যে, মানুষ আমাকে যতই আঘাত করুক, যতই বাদ দিয়ে দিক, যতই হাসুক, আমি আমার কাজটি সততার সঙ্গে করে যাব।’