ফ্যাশন শো নিয়ে টুম্পার ব্যস্ততা
| ৬ জুলাই, ২০২২ ০০:০০
দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশের র্যাম্পের মঞ্চ মাতিয়ে রেখেছেন বুলবুল টুম্পা। মডেল হয়ে ক্যারিয়ার শুরু, এখন তার সঙ্গে যুক্ত হয়েছে ফ্যাশন কোরিওগ্রাফার, গ্রুমার, শিক্ষক ও বিচারক শব্দগুলো। এতগুলো পরিচয়ের গুরুভার বহন করে আপন গতিতে চলছেন টুম্পা। তিনি বলেন, ‘আমি শুধু কাজটা করে যেতে চাই। আমার সৌভাগ্য যে, মানসম্মত কাজগুলোই আমার কাছে আসে। চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন কিছু যোগ করতে ফ্যাশনে। আমার কারও সঙ্গে কোনো প্রতিযোগিতা নেই, কারও সঙ্গে কোনো রেষারেষি নেই। নিজের মতো করেই চলতে পছন্দ করি। দিন শেষে ভালো কাজগুলোই থেকে যাবে।’
টুম্পা এখন ব্যস্ত তার নতুনদের মডেলিং শেখার গ্রুমিং স্কুল ‘রানওয়ে বাই বুলবুল টুম্পা নিয়ে। তিনি সম্প্রতি বেশ কিছু ভালো ফ্যাশন শো কোরিওগ্রাফি করেছেন। এর মধ্যে রয়েছে প্রথম আলো ঈদ ফ্যাশন শো, আদি মোহিনীমোহন কাঞ্জিলাল বাংলাদেশের প্রথম বর্ষপূর্তি শো, সোশ্যাল রেসপনসিবিলিটি অ্যাওয়ার্ড ২০২২ শো, মটোরোলা স্যালেক্সট্রা ফ্যাশন শো, মেকআপ আর্টিস্ট ফারহানা চৈতির ব্রাইডাল ফ্যাশন শো। দেশে-বিদেশে বহু পুরস্কারে ভূষিত এই মডেল ও কোরিওগ্রাফার এ বছর পেয়েছেন আলোকিত নারী সম্মাননাও। টুম্পা বলেন, ‘অ্যাওয়ার্ড হলো কাজের স্বীকৃতি। যদি কোনো সম্মানজনক সংস্থা সৎ উদ্দেশ্যে কোনো অ্যাওয়ার্ড দেয় তাতে অনেক গৌরব থাকে। এর অন্যথায় হলে অনেক আজেবাজে কথা শুনতে হয়, যা কাম্য নয়।’
শেয়ার করুন
| ৬ জুলাই, ২০২২ ০০:০০

দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশের র্যাম্পের মঞ্চ মাতিয়ে রেখেছেন বুলবুল টুম্পা। মডেল হয়ে ক্যারিয়ার শুরু, এখন তার সঙ্গে যুক্ত হয়েছে ফ্যাশন কোরিওগ্রাফার, গ্রুমার, শিক্ষক ও বিচারক শব্দগুলো। এতগুলো পরিচয়ের গুরুভার বহন করে আপন গতিতে চলছেন টুম্পা। তিনি বলেন, ‘আমি শুধু কাজটা করে যেতে চাই। আমার সৌভাগ্য যে, মানসম্মত কাজগুলোই আমার কাছে আসে। চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন কিছু যোগ করতে ফ্যাশনে। আমার কারও সঙ্গে কোনো প্রতিযোগিতা নেই, কারও সঙ্গে কোনো রেষারেষি নেই। নিজের মতো করেই চলতে পছন্দ করি। দিন শেষে ভালো কাজগুলোই থেকে যাবে।’
টুম্পা এখন ব্যস্ত তার নতুনদের মডেলিং শেখার গ্রুমিং স্কুল ‘রানওয়ে বাই বুলবুল টুম্পা নিয়ে। তিনি সম্প্রতি বেশ কিছু ভালো ফ্যাশন শো কোরিওগ্রাফি করেছেন। এর মধ্যে রয়েছে প্রথম আলো ঈদ ফ্যাশন শো, আদি মোহিনীমোহন কাঞ্জিলাল বাংলাদেশের প্রথম বর্ষপূর্তি শো, সোশ্যাল রেসপনসিবিলিটি অ্যাওয়ার্ড ২০২২ শো, মটোরোলা স্যালেক্সট্রা ফ্যাশন শো, মেকআপ আর্টিস্ট ফারহানা চৈতির ব্রাইডাল ফ্যাশন শো। দেশে-বিদেশে বহু পুরস্কারে ভূষিত এই মডেল ও কোরিওগ্রাফার এ বছর পেয়েছেন আলোকিত নারী সম্মাননাও। টুম্পা বলেন, ‘অ্যাওয়ার্ড হলো কাজের স্বীকৃতি। যদি কোনো সম্মানজনক সংস্থা সৎ উদ্দেশ্যে কোনো অ্যাওয়ার্ড দেয় তাতে অনেক গৌরব থাকে। এর অন্যথায় হলে অনেক আজেবাজে কথা শুনতে হয়, যা কাম্য নয়।’