রবীন্দ্র প্রয়াণ দিবসে ‘নিশীথে’
| ৬ আগস্ট, ২০২২ ০০:০০
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে নাটক, আলেখ্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান ও কবিতা পাঠ। রবিঠাকুরের ছোটগল্প নিশীথে অবলম্বনে নির্মিত নাটক ‘নিশীথে’ প্রচারিত হবে আজ রাত ৯টায়। নিমা রহমানের পরিচালনায় এতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, আহসান হাবীব নাসিম, দিলরুবা দোয়েল, মনোজ সেনগুপ্ত প্রমুখ। এর গল্পে দেখা যাবে, জমিদার দক্ষিণাচরণ বাবু রাত আড়াইটার সময় ডাক্তারের বাড়ি গিয়ে ব্যক্তিগত অনুতাপ থেকে নিজের স্মৃতির ঝাঁপি খুলে বসেন। একপর্যায়ে তিনি প্রথম পক্ষের দাম্পত্যজীবনের কথা বলতে থাকেন। তার প্রথম পক্ষের স্ত্রী করুণা ছিলেন খুবই কর্তব্যপরায়ণ। জমিদারবাবুর অসুখ হলে তার স্ত্রী করুণা রাত-দিন সেবা-যতœ করতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়েন। এর ভেতর দৃশ্যপটে আগমন হারান ডাক্তারের। হারান ডাক্তারের মেয়ে মনোরমার সঙ্গে পরিচয় ও প্রণয় গড়ে উঠতে থাকে জমিদারের। মনোরমা ঘটনাচক্রে আসে করুণাকে দেখতে। সেই রাতেই মালিশের ওষুধ খেয়ে ইহলোক ত্যাগ করেন করুণা। প্রথমে ভেঙে পড়লেও জমিদার দক্ষিণাচরণ একসময় মুক্তবোধ করতে থাকেন। মনোরমার সঙ্গে জমিদারের বিয়ে হয়, কিন্তু এরপরই ঘটতে থাকে অদ্ভুত কিছু ঘটনা।
শেয়ার করুন
| ৬ আগস্ট, ২০২২ ০০:০০

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে নাটক, আলেখ্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান ও কবিতা পাঠ। রবিঠাকুরের ছোটগল্প নিশীথে অবলম্বনে নির্মিত নাটক ‘নিশীথে’ প্রচারিত হবে আজ রাত ৯টায়। নিমা রহমানের পরিচালনায় এতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, আহসান হাবীব নাসিম, দিলরুবা দোয়েল, মনোজ সেনগুপ্ত প্রমুখ। এর গল্পে দেখা যাবে, জমিদার দক্ষিণাচরণ বাবু রাত আড়াইটার সময় ডাক্তারের বাড়ি গিয়ে ব্যক্তিগত অনুতাপ থেকে নিজের স্মৃতির ঝাঁপি খুলে বসেন। একপর্যায়ে তিনি প্রথম পক্ষের দাম্পত্যজীবনের কথা বলতে থাকেন। তার প্রথম পক্ষের স্ত্রী করুণা ছিলেন খুবই কর্তব্যপরায়ণ। জমিদারবাবুর অসুখ হলে তার স্ত্রী করুণা রাত-দিন সেবা-যতœ করতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়েন। এর ভেতর দৃশ্যপটে আগমন হারান ডাক্তারের। হারান ডাক্তারের মেয়ে মনোরমার সঙ্গে পরিচয় ও প্রণয় গড়ে উঠতে থাকে জমিদারের। মনোরমা ঘটনাচক্রে আসে করুণাকে দেখতে। সেই রাতেই মালিশের ওষুধ খেয়ে ইহলোক ত্যাগ করেন করুণা। প্রথমে ভেঙে পড়লেও জমিদার দক্ষিণাচরণ একসময় মুক্তবোধ করতে থাকেন। মনোরমার সঙ্গে জমিদারের বিয়ে হয়, কিন্তু এরপরই ঘটতে থাকে অদ্ভুত কিছু ঘটনা।