ফায়ার সার্ভিস কর্মীর প্রেমে পপি
নিজস্ব প্রতিবেদক | ১১ অক্টোবর, ২০১৮ ১৫:১২
অভিনেত্রী পপি। ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো বাংলাদেশে ফায়ার সার্ভিসের কার্যক্রম নিয়ে তৈরি হচ্ছে ছবি। নাম ‘সেইভ লাইফ’। এ ছবিতে অভিনয় করছেন চিত্রনায়িকা পপি।সম্প্রতি তিনি এতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
এটি পরিচালনা করছেন কাজী আমিনুল ইসলাম। ছবিতে পপির বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস ও আনিসুর রহমান মিলন। ছবির গল্পটি মূলত সচেতনতামূলক। পাশাপাশি প্রেম, বিরহ কিংবা সমাজের আরও কিছু ঘটনাবলি নাটকীয়তার মাধ্যমে তুলে ধরা হবে বলে জানা গেছে।
গল্পে ফেরদৌসকে দেখা যাবে ফায়ার সার্ভিস কর্মীর ভূমিকায়। একটি বিপদ থেকে পপিকে রক্ষা করেন তিনি। এরপর তার প্রেমে পড়েন।
এতে অভিনয় প্রসঙ্গে পপি বলেন, ‘সামাজিক সচেতনতামূলক গল্প হলেও এটি পূর্ণাঙ্গ কমার্শিয়াল একটি ছবি। ফায়ার সার্ভিস নিয়ে এর আগে কোনো ছবি তৈরি হয়েছে কিনা আমার জানা নেই। আমার ধারণা এটিই প্রথম। কীভাবে জীবন বাঁচাতে হবে সেটিই সিনেমাটিক আদলে তুলে ধরা হবে ছবিতে। আমার চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। আশা করি সবার ভালো লাগবে।’
নভেম্বরের মাঝামাঝি সময় ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১১ অক্টোবর, ২০১৮ ১৫:১২

প্রথমবারের মতো বাংলাদেশে ফায়ার সার্ভিসের কার্যক্রম নিয়ে তৈরি হচ্ছে ছবি। নাম ‘সেইভ লাইফ’। এ ছবিতে অভিনয় করছেন চিত্রনায়িকা পপি।সম্প্রতি তিনি এতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
এটি পরিচালনা করছেন কাজী আমিনুল ইসলাম। ছবিতে পপির বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস ও আনিসুর রহমান মিলন। ছবির গল্পটি মূলত সচেতনতামূলক। পাশাপাশি প্রেম, বিরহ কিংবা সমাজের আরও কিছু ঘটনাবলি নাটকীয়তার মাধ্যমে তুলে ধরা হবে বলে জানা গেছে।
গল্পে ফেরদৌসকে দেখা যাবে ফায়ার সার্ভিস কর্মীর ভূমিকায়। একটি বিপদ থেকে পপিকে রক্ষা করেন তিনি। এরপর তার প্রেমে পড়েন।
এতে অভিনয় প্রসঙ্গে পপি বলেন, ‘সামাজিক সচেতনতামূলক গল্প হলেও এটি পূর্ণাঙ্গ কমার্শিয়াল একটি ছবি। ফায়ার সার্ভিস নিয়ে এর আগে কোনো ছবি তৈরি হয়েছে কিনা আমার জানা নেই। আমার ধারণা এটিই প্রথম। কীভাবে জীবন বাঁচাতে হবে সেটিই সিনেমাটিক আদলে তুলে ধরা হবে ছবিতে। আমার চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। আশা করি সবার ভালো লাগবে।’
নভেম্বরের মাঝামাঝি সময় ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে।