হ্যাকের ছয়দিন পর উদ্ধার কনকচাঁপার আইডি
অনলাইন ডেস্ক | ৫ ডিসেম্বর, ২০১৮ ১৭:১৭
হ্যাক হওয়ার ছয়দিন পর ফেসবুক আইডি ও পেজ ফিরে পেলেন কনকচাঁপা।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীতশিল্পী ও সিরাজগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রুমানা মোর্শেদ কনকচাঁপার হ্যাক হওয়া ফেসবুক আইডি ও পেজ উদ্ধার হয়েছে। বুধবার দুপুরে পুলিশের সাইবার ক্রাইম বিভাগ আইডি উদ্ধার করে কনকচাঁপার কাছে হস্তান্তর করে।
আইডি ফিরে পেয়ে খুশি কনকচাঁপা। দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘নির্বাচনের আগে এভাবে আইডি হ্যাক হয়ে যাওয়াতে ভয়ে ছিলাম। এখন তো ফেসবুক পেজ বা আইডি দিয়ে কত কিছু করা যায়। ছয়দিনের নিরলস প্রচেষ্টার পর পুলিশের সাইবার ক্রাইম বিভাগ আইডিটি উদ্ধার করে আমাকে হস্তান্তর করেছে।’
আইডি উদ্ধারে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
২৯ নভেম্বর রাত আনুমানিক ৯টায় অজ্ঞাত ব্যক্তি কনকচাঁপার আইডি হ্যাক করে। আইডি ফেরত দেওয়ার জন্য মেসেঞ্জারে অর্থও দাবি করা হয় হ্যাকারের পক্ষ থেকে। গত শুক্রবার এ বিষয়ে পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। কে বা কারা হ্যাকিংয়ের সাথে জড়িত সে বিষয়ে কিছু জানাতে পারেননি কনকচাঁপা।
শেয়ার করুন
অনলাইন ডেস্ক | ৫ ডিসেম্বর, ২০১৮ ১৭:১৭

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীতশিল্পী ও সিরাজগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রুমানা মোর্শেদ কনকচাঁপার হ্যাক হওয়া ফেসবুক আইডি ও পেজ উদ্ধার হয়েছে। বুধবার দুপুরে পুলিশের সাইবার ক্রাইম বিভাগ আইডি উদ্ধার করে কনকচাঁপার কাছে হস্তান্তর করে।
আইডি ফিরে পেয়ে খুশি কনকচাঁপা। দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘নির্বাচনের আগে এভাবে আইডি হ্যাক হয়ে যাওয়াতে ভয়ে ছিলাম। এখন তো ফেসবুক পেজ বা আইডি দিয়ে কত কিছু করা যায়। ছয়দিনের নিরলস প্রচেষ্টার পর পুলিশের সাইবার ক্রাইম বিভাগ আইডিটি উদ্ধার করে আমাকে হস্তান্তর করেছে।’
আইডি উদ্ধারে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
২৯ নভেম্বর রাত আনুমানিক ৯টায় অজ্ঞাত ব্যক্তি কনকচাঁপার আইডি হ্যাক করে। আইডি ফেরত দেওয়ার জন্য মেসেঞ্জারে অর্থও দাবি করা হয় হ্যাকারের পক্ষ থেকে। গত শুক্রবার এ বিষয়ে পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। কে বা কারা হ্যাকিংয়ের সাথে জড়িত সে বিষয়ে কিছু জানাতে পারেননি কনকচাঁপা।