পুরনো মন্তব্যের জেরে অস্কার থেকে বাদ কেভিন হার্ট
অনলাইন ডেস্ক | ৭ ডিসেম্বর, ২০১৮ ১৭:২৮
কমেডিয়ান ও চলচ্চিত্র অভিনেতা কেভিন হার্ট। ছবি: ফেসবুক থেকে
একাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কার উপস্থাপক হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার তিন দিনের মাথায় পিছিয়ে গেলেন কমেডিয়ান ও চলচ্চিত্র অভিনেতা কেভিন হার্ট। এলজিবিটিকিউ সম্প্রদায় নিয়ে ৮ বছর আগের এক মন্তব্যের জের ধরে এ সিদ্ধান্ত নিতে হলো তাকে।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ‘অসংবেদনশীল মন্তব্যের’ জন্য ক্ষমাও চেয়েছেন কেভিন।
এ অভিনেতাকে অস্কার হিসেবে সঞ্চালক ঘোষণার পরপরই ‘সমকামভীতি’ নিয়ে তার পুরনো কিছু মন্তব্য ভাইরাল হয়ে যায়। এ কারণে সরে দাঁড়ান তিনি।
শুক্রবার টুইটারে এক পোস্টে ‘অসংবেদনশীল মন্তব্যের’ জন্য এলডিবিটিকিউ সম্প্রদায়ের কাছে ক্ষমা চান কেভিন। আরও জানান, অস্কার মঞ্চে তার উপস্থিতি দর্শকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে।
কেভিন জানান, তার কাজ মানুষকে দুঃখ দেওয়া নয়। অস্কার কর্তৃপক্ষের প্রতি ভালোবাসা জানিয়ে বলেন, আশা করি আবার দেখা হবে।
তবে টুইটার পোস্টের আগে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন একটি শো নিয়ে অস্ট্রেলিয়ায় ব্যস্ত থাকা কেভিন। সেখানে বলেন, একাডেমি থেকে তাকে ফোন করা হয়েছে। আট বছর আগের মন্তব্যের জন্য হয় ক্ষমা চাইতে হবে, নয়তো তাকে সঞ্চালনা থেকে বাদ দেওয়া হবে। তখন বলেন, ক্ষমা চাইবেন না। অনুষ্ঠানটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
২০১০ সালের এক স্ট্যান্ডআপ স্পেশালে কেভিন জানান, তার ভয় ছেলে যদি সমকামী হয়ে যায়। অবশ্য সাম্প্রতিক সমালোচনার পর পুরনো অনেক টুইট মুছে ফেলেছেন কেভিন। কিন্তু থামেনি আলোচনা।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে মঙ্গলবার এক বিবৃতিতে কেভিন জানান, অস্কারে সঞ্চালনা করবেন কিনা অনেকদিন ধরে এ প্রশ্ন শুনে আসছিলেন। বরাবরই তার উত্তর ছিল, একজন কমেডিয়ান হিসেবে এ সুযোগ তার সারাজীবনের কাম্য। অবশেষে প্রস্তাব পাওয়ায় তিনি খুবই খুশি।
২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসের ডারবি থিয়েটারে বসবে ৯১তম একাডেমি অ্যাওয়ার্ডের আসর।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৭ ডিসেম্বর, ২০১৮ ১৭:২৮

একাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কার উপস্থাপক হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার তিন দিনের মাথায় পিছিয়ে গেলেন কমেডিয়ান ও চলচ্চিত্র অভিনেতা কেভিন হার্ট। এলজিবিটিকিউ সম্প্রদায় নিয়ে ৮ বছর আগের এক মন্তব্যের জের ধরে এ সিদ্ধান্ত নিতে হলো তাকে।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ‘অসংবেদনশীল মন্তব্যের’ জন্য ক্ষমাও চেয়েছেন কেভিন।
এ অভিনেতাকে অস্কার হিসেবে সঞ্চালক ঘোষণার পরপরই ‘সমকামভীতি’ নিয়ে তার পুরনো কিছু মন্তব্য ভাইরাল হয়ে যায়। এ কারণে সরে দাঁড়ান তিনি।
শুক্রবার টুইটারে এক পোস্টে ‘অসংবেদনশীল মন্তব্যের’ জন্য এলডিবিটিকিউ সম্প্রদায়ের কাছে ক্ষমা চান কেভিন। আরও জানান, অস্কার মঞ্চে তার উপস্থিতি দর্শকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে।
কেভিন জানান, তার কাজ মানুষকে দুঃখ দেওয়া নয়। অস্কার কর্তৃপক্ষের প্রতি ভালোবাসা জানিয়ে বলেন, আশা করি আবার দেখা হবে।
তবে টুইটার পোস্টের আগে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন একটি শো নিয়ে অস্ট্রেলিয়ায় ব্যস্ত থাকা কেভিন। সেখানে বলেন, একাডেমি থেকে তাকে ফোন করা হয়েছে। আট বছর আগের মন্তব্যের জন্য হয় ক্ষমা চাইতে হবে, নয়তো তাকে সঞ্চালনা থেকে বাদ দেওয়া হবে। তখন বলেন, ক্ষমা চাইবেন না। অনুষ্ঠানটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
২০১০ সালের এক স্ট্যান্ডআপ স্পেশালে কেভিন জানান, তার ভয় ছেলে যদি সমকামী হয়ে যায়। অবশ্য সাম্প্রতিক সমালোচনার পর পুরনো অনেক টুইট মুছে ফেলেছেন কেভিন। কিন্তু থামেনি আলোচনা।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে মঙ্গলবার এক বিবৃতিতে কেভিন জানান, অস্কারে সঞ্চালনা করবেন কিনা অনেকদিন ধরে এ প্রশ্ন শুনে আসছিলেন। বরাবরই তার উত্তর ছিল, একজন কমেডিয়ান হিসেবে এ সুযোগ তার সারাজীবনের কাম্য। অবশেষে প্রস্তাব পাওয়ায় তিনি খুবই খুশি।
২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসের ডারবি থিয়েটারে বসবে ৯১তম একাডেমি অ্যাওয়ার্ডের আসর।