চূড়ান্ত মনোনয়ন পেলেন কনকচাঁপা
নিজস্ব প্রতিবেদক | ৭ ডিসেম্বর, ২০১৮ ২১:২২
সিরাজগঞ্জ-১ আসন থেকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা।
সিরাজগঞ্জ-১ আসন থেকে বিএনপি প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন রুমানা মোর্শেদ কনকচাঁপা। শুক্রবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির কনকচাঁপার মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
মনোনয়ন পাওয়ায় বিএনপি ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কনকচাঁপা।
দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘বিএনপি আমার উপর আস্থা রেখেছে। সেই আস্থার প্রতিদান দিতে চাই।’
তিনি বলেন, ‘আমার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের কাজীপুর আমার জন্মস্থান। সময় পেলেই এখানে ছুটে যাই আমি। কাজীপুর পুরোটাই চর অঞ্চল। এখানকার মানুষ আর্থিক ও সামাজিক নিপীড়নের শিকার। বিগত বছরগুলোতে তারা সার্বিক সেবা ও সুবিধা বঞ্চিত হয়েছে। এলাকার মানুষ আমাকে ভালোবাসে। সেই ভালোবাসার প্রতিদান দিতে চাই।’
কনকচাঁপার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রেসিডিয়াম মণ্ডলীর সদস্য ও বর্তমান স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৭ ডিসেম্বর, ২০১৮ ২১:২২

সিরাজগঞ্জ-১ আসন থেকে বিএনপি প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন রুমানা মোর্শেদ কনকচাঁপা। শুক্রবার সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির কনকচাঁপার মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
মনোনয়ন পাওয়ায় বিএনপি ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কনকচাঁপা।
দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘বিএনপি আমার উপর আস্থা রেখেছে। সেই আস্থার প্রতিদান দিতে চাই।’
তিনি বলেন, ‘আমার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের কাজীপুর আমার জন্মস্থান। সময় পেলেই এখানে ছুটে যাই আমি। কাজীপুর পুরোটাই চর অঞ্চল। এখানকার মানুষ আর্থিক ও সামাজিক নিপীড়নের শিকার। বিগত বছরগুলোতে তারা সার্বিক সেবা ও সুবিধা বঞ্চিত হয়েছে। এলাকার মানুষ আমাকে ভালোবাসে। সেই ভালোবাসার প্রতিদান দিতে চাই।’
কনকচাঁপার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রেসিডিয়াম মণ্ডলীর সদস্য ও বর্তমান স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।