জয়া প্রযোজিত দ্বিতীয় সিনেমা ‘ফুড়ুৎ’
অনলাইন ডেস্ক | ৮ ডিসেম্বর, ২০১৮ ১৭:৪১
জয়া আহসান প্রযোজিত দ্বিতীয় চলচ্চিত্রের নাম ‘ফুড়ুৎ’। ছবি: ফেসবুক থেকে
সরকারি অনুদানে প্রথম সিনেমা ‘দেবী’ নির্মাণ করে সাফল্য পেয়েছে জয়া আহসানের প্রতিষ্ঠান সি তে সিনেমা। সেই সাফল্যের ধারাবাহিকতায় নতুন সিনেমার ঘোষণা দিলেন নায়িকা।
‘দেবী’ মুক্তির পঞ্চাশতম দিনে জয়া জানালেন, তার দ্বিতীয় সিনেমার নাম ‘ফুড়ুৎ’। সোশ্যাল মিডিয়ায় সিনেমাটির হাতে আঁকা প্রাথমিক পোস্টারও শেয়ার করেন। তবে গল্প বা কারা অভিনয় করছেন- এ সম্পর্কে কোনো তথ্য খোলাসা করেননি।
পোস্টারে দেখা যায় হুইল চেয়ারে বসা উচ্ছল এক বৃদ্ধা। পেছন থেকে ছুটে মা ও শিশু। আর সিনেমার ট্যাগ লাইন রাখা হয়েছে, ‘ফুড়ুৎ, এভাবেই পাখিরা উড়ে এ বাংলায়!’ ধারণা করা হচ্ছে, মানবিক কোনো গল্প নিয়ে এগুচ্ছে জয়া ও তার টিম।
‘দেবী’র পঞ্চাশতম দিন উল্লেখের পর ফেসবুকে জয়া লেখেন, “বাংলা চলচ্চিত্রের দর্শকদের নিয়মিতভাবে শিল্পমান সম্পন্ন চলচ্চিত্র উপহার দিতে চাই। আর এই ধারাবাহিকতায় ২০১৯ সালে নতুন চলচ্চিত্র নিয়ে আসছি আমরা। ‘দেবী’কে দেশ-বিদেশের যে অগণিত দর্শকরা ব্যবসাসফল চলচ্চিত্রের কাতারে শামিল করেছেন, যেসব দর্শক-প্রদর্শক-হল মালিক-বিজ্ঞাপনদাতা-শিল্পী-কলাকুশলী-সাংবাদিক ভাই-বোনেরা ‘দেবী’র পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আজকের বিশেষ দিনে জানাতে চাই সি তে সিনেমার নতুন চলচ্চিত্রের নাম।”
প্রথম সিনেমার জন্য জয়া বেছে নিয়েছিলেন হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘দেবী’। মিসির আলি সিরিজের প্রথম উপন্যাসটির ধরন সাইকোলজিক্যাল থ্রিলার হলেও অনম বিশ্বাসের পরিচালনায় হরর ঘরানায় রূপ নেয়। সিনেমাটি দেশের পাশাপাশি বর্তমানে বিদেশেও প্রদর্শিত হচ্ছে। সম্প্রতি আন্তর্জাতিক বাজার থেকে এক লাখ ডলার আয়ের খবর দিয়েছে পরিবেশনা প্রতিষ্ঠান স্বপ্ন স্কোয়ারক্রো।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৮ ডিসেম্বর, ২০১৮ ১৭:৪১

সরকারি অনুদানে প্রথম সিনেমা ‘দেবী’ নির্মাণ করে সাফল্য পেয়েছে জয়া আহসানের প্রতিষ্ঠান সি তে সিনেমা। সেই সাফল্যের ধারাবাহিকতায় নতুন সিনেমার ঘোষণা দিলেন নায়িকা।
‘দেবী’ মুক্তির পঞ্চাশতম দিনে জয়া জানালেন, তার দ্বিতীয় সিনেমার নাম ‘ফুড়ুৎ’। সোশ্যাল মিডিয়ায় সিনেমাটির হাতে আঁকা প্রাথমিক পোস্টারও শেয়ার করেন। তবে গল্প বা কারা অভিনয় করছেন- এ সম্পর্কে কোনো তথ্য খোলাসা করেননি।
পোস্টারে দেখা যায় হুইল চেয়ারে বসা উচ্ছল এক বৃদ্ধা। পেছন থেকে ছুটে মা ও শিশু। আর সিনেমার ট্যাগ লাইন রাখা হয়েছে, ‘ফুড়ুৎ, এভাবেই পাখিরা উড়ে এ বাংলায়!’ ধারণা করা হচ্ছে, মানবিক কোনো গল্প নিয়ে এগুচ্ছে জয়া ও তার টিম।
‘দেবী’র পঞ্চাশতম দিন উল্লেখের পর ফেসবুকে জয়া লেখেন, “বাংলা চলচ্চিত্রের দর্শকদের নিয়মিতভাবে শিল্পমান সম্পন্ন চলচ্চিত্র উপহার দিতে চাই। আর এই ধারাবাহিকতায় ২০১৯ সালে নতুন চলচ্চিত্র নিয়ে আসছি আমরা। ‘দেবী’কে দেশ-বিদেশের যে অগণিত দর্শকরা ব্যবসাসফল চলচ্চিত্রের কাতারে শামিল করেছেন, যেসব দর্শক-প্রদর্শক-হল মালিক-বিজ্ঞাপনদাতা-শিল্পী-কলাকুশলী-সাংবাদিক ভাই-বোনেরা ‘দেবী’র পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আজকের বিশেষ দিনে জানাতে চাই সি তে সিনেমার নতুন চলচ্চিত্রের নাম।”

প্রথম সিনেমার জন্য জয়া বেছে নিয়েছিলেন হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘দেবী’। মিসির আলি সিরিজের প্রথম উপন্যাসটির ধরন সাইকোলজিক্যাল থ্রিলার হলেও অনম বিশ্বাসের পরিচালনায় হরর ঘরানায় রূপ নেয়। সিনেমাটি দেশের পাশাপাশি বর্তমানে বিদেশেও প্রদর্শিত হচ্ছে। সম্প্রতি আন্তর্জাতিক বাজার থেকে এক লাখ ডলার আয়ের খবর দিয়েছে পরিবেশনা প্রতিষ্ঠান স্বপ্ন স্কোয়ারক্রো।