বিচ্ছেদ হলেও জেনিফারের দুই বিয়েই সফল
অনলাইন ডেস্ক | ৯ ডিসেম্বর, ২০১৮ ১৫:৪৩
হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন জানালেন, ব্র্যাড পিট ও জাস্টিন থেরক্সের সঙ্গে বিচ্ছেদ হলেও তার দুই বিয়ে ছিল ‘খুবই সফল’। এলি ম্যাগাজিনের জানুয়ারি ২০১৯ সংখ্যার জন্য দেওয়া সাক্ষাৎকারে এমনটা বলেন ৪৯ বছর বয়সী ‘ফ্রেন্ডস’ তারকা।
জেনিফারের মতে, লড়াই করে সম্পর্ক টিকিয়ে রাখার চেয়ে সবসময় তারা সুখী থাকতে চেয়েছেন। এ কারণে বিয়ে ভেঙেছিল।
নিজেকে ব্যর্থ মনে করেন না হলিউডের শীর্ষ আয়ের অভিনেত্রীদের অন্যতম জেনিফার। তার ব্যক্তিগত মত হলো দুই বিয়েই সফল ছিল। যখন সমাপ্তিতে গড়ালো, তিনি আসলে সুখ বেছে নিয়েছিলেন। কারণ কোনো কোনো সময় বিয়ের মতো আনুষ্ঠানিকতার মধ্যে সুখ থাকে না।
২০০০ সালে ব্র্যাড পিটের সঙ্গে বিয়ে হয় জেনিফারের, কিন্তু ২০০৫ সালে তারা বিচ্ছেদ যান। ওই সময় আরেক অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে প্রেম চলছিল ব্র্যাডের। চার বছরে প্রেমের পর ২০১৫ সালে জাস্টিন থেরক্সকে বিয়ে করেন জেনিফার। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে তারা আনুষ্ঠানিক বিচ্ছেদে যান।
জেনিফারের মতে, জীবনে নানা বাধা-বিপত্তি থাকবে। সবসময় ভালোও যাবে না। শেষ বিচারে জীবন একটাই, সেখানে তিনি ভয় নিয়ে বাঁচতে চান না। একা থাকার ভয়ের কারণে বিয়ে টিকিয়ে রাখা মানে জীবনের অপকার করাই।
তবে সুখ বেছে নেওয়ার কথা বললেও থেরক্সের সঙ্গে ছাড়াছাড়ির পর খুব একটা ভালো ছিলেন না জেনিফার। মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এক পর্যায়ে থেরাপির আশ্রয়ও নিতে হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৯ ডিসেম্বর, ২০১৮ ১৫:৪৩

হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন জানালেন, ব্র্যাড পিট ও জাস্টিন থেরক্সের সঙ্গে বিচ্ছেদ হলেও তার দুই বিয়ে ছিল ‘খুবই সফল’। এলি ম্যাগাজিনের জানুয়ারি ২০১৯ সংখ্যার জন্য দেওয়া সাক্ষাৎকারে এমনটা বলেন ৪৯ বছর বয়সী ‘ফ্রেন্ডস’ তারকা।
জেনিফারের মতে, লড়াই করে সম্পর্ক টিকিয়ে রাখার চেয়ে সবসময় তারা সুখী থাকতে চেয়েছেন। এ কারণে বিয়ে ভেঙেছিল।
নিজেকে ব্যর্থ মনে করেন না হলিউডের শীর্ষ আয়ের অভিনেত্রীদের অন্যতম জেনিফার। তার ব্যক্তিগত মত হলো দুই বিয়েই সফল ছিল। যখন সমাপ্তিতে গড়ালো, তিনি আসলে সুখ বেছে নিয়েছিলেন। কারণ কোনো কোনো সময় বিয়ের মতো আনুষ্ঠানিকতার মধ্যে সুখ থাকে না।
২০০০ সালে ব্র্যাড পিটের সঙ্গে বিয়ে হয় জেনিফারের, কিন্তু ২০০৫ সালে তারা বিচ্ছেদ যান। ওই সময় আরেক অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে প্রেম চলছিল ব্র্যাডের। চার বছরে প্রেমের পর ২০১৫ সালে জাস্টিন থেরক্সকে বিয়ে করেন জেনিফার। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে তারা আনুষ্ঠানিক বিচ্ছেদে যান।
জেনিফারের মতে, জীবনে নানা বাধা-বিপত্তি থাকবে। সবসময় ভালোও যাবে না। শেষ বিচারে জীবন একটাই, সেখানে তিনি ভয় নিয়ে বাঁচতে চান না। একা থাকার ভয়ের কারণে বিয়ে টিকিয়ে রাখা মানে জীবনের অপকার করাই।
তবে সুখ বেছে নেওয়ার কথা বললেও থেরক্সের সঙ্গে ছাড়াছাড়ির পর খুব একটা ভালো ছিলেন না জেনিফার। মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। এক পর্যায়ে থেরাপির আশ্রয়ও নিতে হয়।