মুকেশ আম্বানির মেয়ের বিয়েতে হিলারি ক্লিনটন
অনলাইন ডেস্ক | ৯ ডিসেম্বর, ২০১৮ ১৬:২৮
নিতা ও মুকেশ আম্বানির মাঝে হিলারি ক্লিনটন। ছবি : ফেসবুক থেকে
ভারতীয় ব্যবসায়ী ও ধনকুবের মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানির বিবাহ-পূর্ব উৎসব শুরু হয়েছে শুক্রবার। অতিথি তালিকার সবচেয়ে বড় আকর্ষণ যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। আর আম্বানিদের অনুষ্ঠান মানেই তারকাদের ছড়াছড়ি।
বলিউডের নবদম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস ছাড়াও ইশার সংগীতে হাজির ছিলেন হিন্দি সিনেমার প্রথম সারির বেশির ভাগ তারকা। তবে ব্যস্ততার কারণে হাজির হননি অমিতাভ বচ্চন ও শাহরুখ খান।
অতিথিদের মধ্যে আরো রয়েছেন স্ত্রী অঞ্জলিকে নিয়ে ক্রিকেটার শচীন টেন্ডুলকার, সস্ত্রীক মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিস, স্ত্রী কিরণ রাওকে নিয়ে আমির খান, মা জয়া বচ্চন ও স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন-মেয়ে আরাধ্যকে নিয়ে অভিষেক বচ্চন, করণ জোহর, সালমান, পরিণীতি চোপড়া, স্ত্রী সুনীতাকে নিয়ে অনিল কাপুর, দুই মেয়ে জাহ্নবী ও খুশিকে নিয়ে বনি কাপুর, স্ত্রী বিদ্যা বালানকে নিয়ে সিদ্ধার্থ রায় কাপুর, সস্ত্রীক জন আব্রাহাম, কারিশমা কাপুর ও বরুণ ধাওয়ানসহ অনেকে।
ইশার বর আনন্দ পিরামল শিল্পপতি অজয় পিরামলের ছেলে। ১২ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন তারা। তবে সংগীত, মেহেদীসহ সমস্ত অনুষ্ঠান রাজস্থানের উদয়পুরের প্রাসাদে হলেও বিয়ের অনুষ্ঠান হবে মুকেশ আম্বানির মুম্বাইয়ের বাড়িতে। সেখানে ভারতীয় রীতি ও সংস্কার মেনে চার হাত এক হবে।
জানা গেছে, বিবাহ-পূর্ব উৎসবের শেষ দিকে অংশ নেবেন আন্তর্জাতিক গায়িকা বিয়ন্সে।
উদয়পুরে চারদিনের ‘অন্নসেবা’য় ৫ হাজার ১শ’ অতিথিকে আপ্যায়ন করানো হবে। এর মধ্যে বেশির ভাগই প্রতিবন্ধী। এছাড়া ‘স্বদেশ বাজার’ নামের একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেখানে স্থান পেয়েছে সারা ভারত থেকে আনা ১০৮টি শিল্পকর্ম।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৯ ডিসেম্বর, ২০১৮ ১৬:২৮

ভারতীয় ব্যবসায়ী ও ধনকুবের মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানির বিবাহ-পূর্ব উৎসব শুরু হয়েছে শুক্রবার। অতিথি তালিকার সবচেয়ে বড় আকর্ষণ যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। আর আম্বানিদের অনুষ্ঠান মানেই তারকাদের ছড়াছড়ি।
বলিউডের নবদম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস ছাড়াও ইশার সংগীতে হাজির ছিলেন হিন্দি সিনেমার প্রথম সারির বেশির ভাগ তারকা। তবে ব্যস্ততার কারণে হাজির হননি অমিতাভ বচ্চন ও শাহরুখ খান।
অতিথিদের মধ্যে আরো রয়েছেন স্ত্রী অঞ্জলিকে নিয়ে ক্রিকেটার শচীন টেন্ডুলকার, সস্ত্রীক মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিস, স্ত্রী কিরণ রাওকে নিয়ে আমির খান, মা জয়া বচ্চন ও স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন-মেয়ে আরাধ্যকে নিয়ে অভিষেক বচ্চন, করণ জোহর, সালমান, পরিণীতি চোপড়া, স্ত্রী সুনীতাকে নিয়ে অনিল কাপুর, দুই মেয়ে জাহ্নবী ও খুশিকে নিয়ে বনি কাপুর, স্ত্রী বিদ্যা বালানকে নিয়ে সিদ্ধার্থ রায় কাপুর, সস্ত্রীক জন আব্রাহাম, কারিশমা কাপুর ও বরুণ ধাওয়ানসহ অনেকে।
ইশার বর আনন্দ পিরামল শিল্পপতি অজয় পিরামলের ছেলে। ১২ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন তারা। তবে সংগীত, মেহেদীসহ সমস্ত অনুষ্ঠান রাজস্থানের উদয়পুরের প্রাসাদে হলেও বিয়ের অনুষ্ঠান হবে মুকেশ আম্বানির মুম্বাইয়ের বাড়িতে। সেখানে ভারতীয় রীতি ও সংস্কার মেনে চার হাত এক হবে।
জানা গেছে, বিবাহ-পূর্ব উৎসবের শেষ দিকে অংশ নেবেন আন্তর্জাতিক গায়িকা বিয়ন্সে।
উদয়পুরে চারদিনের ‘অন্নসেবা’য় ৫ হাজার ১শ’ অতিথিকে আপ্যায়ন করানো হবে। এর মধ্যে বেশির ভাগই প্রতিবন্ধী। এছাড়া ‘স্বদেশ বাজার’ নামের একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সেখানে স্থান পেয়েছে সারা ভারত থেকে আনা ১০৮টি শিল্পকর্ম।