বিএনপি ছাড়লেন কণ্ঠশিল্পী মনির খান
নিজস্ব প্রতিবেদক | ৯ ডিসেম্বর, ২০১৮ ২২:০৮
মনোনয়ন না পেয়ে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কণ্ঠশিল্পী মনির খান।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না দেওয়ায় বিএনপি থেকে পদত্যাগ করেছেন কণ্ঠশিল্পী মনির খান। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপির সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন।
ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনির খান। কিন্তু আসনটি ২০ দলীয় জোটের শরিক জামায়াতকে ছেড়ে দেওয়ায় ছিটকে পড়েন মনির খান। এই আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি মতিয়ার রহমান।
সংবাদ সম্মেলনে মনির খান বলেন, “স্থানীয় বিএনপির সব নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার সম্বলিত চিঠি দলের কেন্দ্র এবং তারেক রহমানের কাছেও পাঠানো হয়েছে। তারপরও আমাকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। এতে আমি হতবাক হয়েছি।”
তিনি আরও বলেন, “অতীতের ন্যায় আগামীতেও সাধারণ নাগরিক হিসেবে আমার এলাকার জনগণ ও দেশবাসীর পাশে থাকব। তবে আজ থেকে আমি কোনো দলের অন্তর্ভুক্ত নই। একজন সংগীতশিল্পী হিসেবেই আগের মতোই সংগীতের কর্মকাণ্ড চালিয়ে যাব।”
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৯ ডিসেম্বর, ২০১৮ ২২:০৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না দেওয়ায় বিএনপি থেকে পদত্যাগ করেছেন কণ্ঠশিল্পী মনির খান। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপির সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন।
ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনির খান। কিন্তু আসনটি ২০ দলীয় জোটের শরিক জামায়াতকে ছেড়ে দেওয়ায় ছিটকে পড়েন মনির খান। এই আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি মতিয়ার রহমান।
সংবাদ সম্মেলনে মনির খান বলেন, “স্থানীয় বিএনপির সব নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার সম্বলিত চিঠি দলের কেন্দ্র এবং তারেক রহমানের কাছেও পাঠানো হয়েছে। তারপরও আমাকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। এতে আমি হতবাক হয়েছি।”
তিনি আরও বলেন, “অতীতের ন্যায় আগামীতেও সাধারণ নাগরিক হিসেবে আমার এলাকার জনগণ ও দেশবাসীর পাশে থাকব। তবে আজ থেকে আমি কোনো দলের অন্তর্ভুক্ত নই। একজন সংগীতশিল্পী হিসেবেই আগের মতোই সংগীতের কর্মকাণ্ড চালিয়ে যাব।”