শিবানি ফিরছে
অনলাইন ডেস্ক | ১০ ডিসেম্বর, ২০১৮ ১৩:২৫
শিবানি শিবাজি রয় চরিত্র রানী মুখার্জি। ছবি: ইয়াশ রাজ ফিল্মস
মাতৃত্বের বিরতিতে যাওয়ার আগে রানী মুখার্জির শেষ সিনেমা ছিল ‘মর্দানি’। সিনেমাটি ব্যবসাসফল হয়, পাশাপাশি সমালোচকদের প্রশংসা কুড়ান এ নায়িকা।
‘মর্দানি’তে ক্রাইম ব্রাঞ্চের সিনিয়র অফিসার শিবানি শিবাজি রয়ের চরিত্রে অভিনয় করেন রানী। একই ভূমিকায় তাকে আবারও দেখা যাবে বড়পর্দায়।
সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান ইয়াশ রাজ ফিল্মস সিক্যুয়েল ‘মদার্নি টু’র ঘোষণা দিয়েছে। ২০১৯ সালের শুরুর দিকে শুটিং ফ্লোরে যাবে সিনেমাটি, মুক্তি পাবে বছরের শেষ দিকে।
‘মর্দানি’ পরিচালনা করেছিলেন প্রদীপ সরকার। ওই সিনেমার চিত্রনাট্যকার গোপি পুথরানই পরের সিনেমাটির হাল ধরছেন। প্রথম কিস্তিতে শিশু পাচারকারী দলের বিরুদ্ধে অপারেশনে নামেন রানী। তবে দ্বিতীয় কিস্তির কাহিনীর কোনো আভাস পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে রানী বলেন, “মর্দানি সবসময় আমার হৃদয়ের কাছাকাছি আছে ও থাকবে। সিনেমাটি মুক্তির পর থেকে সবাই আমাকে জিজ্ঞাসা করে আসছেন সিক্যুয়েল কবে আসবে। আমি নিশ্চিত ‘মর্দানি টু’র ঘোষণা তাদের জন্য বড় খুশির খবর। গোপি অসাধারণ একটি চিত্রনাট্য লিখেছেন। আমরা সবাই পছন্দ করেছি। সিনেমাটির শুটিংয়ের জন্য অপেক্ষার তর সইছে না।”
তিনি আরও জানান, নতুন এ সিনেমায় ঠান্ডা মাথার ভিলেনের মুখোমুখি হবে শিবানি। যার মাঝে দয়া-মায়ার কোনো অস্তিত্বই নেই। যে ঈশ্বরকে ভয় করে না, পুরোপুরিই শয়তান। বর্তমানে এ চরিত্রের জন্য অভিনেতা খোঁজা হচ্ছে।
মাতৃত্বের বিরতির পর ‘হিচকি’র মাধ্যমে বড়পর্দায় কামব্যাক করেন রানী। সিনেমাটি ভারতের পাশাপাশি চীনে দারুণ ব্যবসা করেছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১০ ডিসেম্বর, ২০১৮ ১৩:২৫

মাতৃত্বের বিরতিতে যাওয়ার আগে রানী মুখার্জির শেষ সিনেমা ছিল ‘মর্দানি’। সিনেমাটি ব্যবসাসফল হয়, পাশাপাশি সমালোচকদের প্রশংসা কুড়ান এ নায়িকা।
‘মর্দানি’তে ক্রাইম ব্রাঞ্চের সিনিয়র অফিসার শিবানি শিবাজি রয়ের চরিত্রে অভিনয় করেন রানী। একই ভূমিকায় তাকে আবারও দেখা যাবে বড়পর্দায়।
সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান ইয়াশ রাজ ফিল্মস সিক্যুয়েল ‘মদার্নি টু’র ঘোষণা দিয়েছে। ২০১৯ সালের শুরুর দিকে শুটিং ফ্লোরে যাবে সিনেমাটি, মুক্তি পাবে বছরের শেষ দিকে।
‘মর্দানি’ পরিচালনা করেছিলেন প্রদীপ সরকার। ওই সিনেমার চিত্রনাট্যকার গোপি পুথরানই পরের সিনেমাটির হাল ধরছেন। প্রথম কিস্তিতে শিশু পাচারকারী দলের বিরুদ্ধে অপারেশনে নামেন রানী। তবে দ্বিতীয় কিস্তির কাহিনীর কোনো আভাস পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে রানী বলেন, “মর্দানি সবসময় আমার হৃদয়ের কাছাকাছি আছে ও থাকবে। সিনেমাটি মুক্তির পর থেকে সবাই আমাকে জিজ্ঞাসা করে আসছেন সিক্যুয়েল কবে আসবে। আমি নিশ্চিত ‘মর্দানি টু’র ঘোষণা তাদের জন্য বড় খুশির খবর। গোপি অসাধারণ একটি চিত্রনাট্য লিখেছেন। আমরা সবাই পছন্দ করেছি। সিনেমাটির শুটিংয়ের জন্য অপেক্ষার তর সইছে না।”
তিনি আরও জানান, নতুন এ সিনেমায় ঠান্ডা মাথার ভিলেনের মুখোমুখি হবে শিবানি। যার মাঝে দয়া-মায়ার কোনো অস্তিত্বই নেই। যে ঈশ্বরকে ভয় করে না, পুরোপুরিই শয়তান। বর্তমানে এ চরিত্রের জন্য অভিনেতা খোঁজা হচ্ছে।
মাতৃত্বের বিরতির পর ‘হিচকি’র মাধ্যমে বড়পর্দায় কামব্যাক করেন রানী। সিনেমাটি ভারতের পাশাপাশি চীনে দারুণ ব্যবসা করেছে।